রাস্তার হক ও আমাদের করণীয়-১
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম
আল্লাহ তাআলা আমাদেরকে এমন দ্বীন দান করেছেন, যা শুধু কিছু ইবাদত-আকীদার মাঝে সীমাবদ্ধ নয়। এর বিধানাবলি জীবনের সব বিষয়কে বেষ্টন করে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যতো ধাপ ও স্তর সবক্ষেত্রেই রয়েছে ইসলামের শিক্ষা ও নির্দেশনা। ফলে একজন মুসলিম জীবনের যে কোনো ক্ষেত্রে হেদায়েত গ্রহণ করতে পারে এবং তা মেনে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতে পারে।
এই নিবন্ধে পথ ও পথিকের হকের বিষয়ে ইসলামের কিছু নির্দেশনা তুলে ধরা হচ্ছে। হযরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, নবী কারীম (সা.) বলেছেন, তোমরা রাস্তার পাশে বসে থেকো না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল! আমাদের তো এর প্রয়োজন হয়। পরস্পরে প্রয়োজনীয় কথা বলতে হয়। রাসূল (সা.) বললেন, বসতেই যদি হয় তবে রাস্তার হক আদায় করে বসো। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল! রাস্তার হক কী?
রাসূল (সা.) বললেন, রাস্তার হকÑ ১. দৃষ্টিকে অবনত রাখা। ২. কাউকে কষ্ট না দেয়া। ৩. সালামের জবাব দেয়া। ৪. সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হতে বিরত রাখা। (সহীহ বুখারী, ৬২২৯) (বিভিন্ন বর্ণনায় আরো কিছু বিষয় এসেছে।) ৫. পথহারাকে পথ দেখিয়ে দেয়া। ৬. মযলুম ও বিপদগ্রস্তের সাহায্য করা। ৭. বোঝা বহনকারীকে (বোঝা উঠানো বা নামানোর ক্ষেত্রে) সহযোগিতা করা। ৮. ভালো কথা বলা। ৯. হাঁচির জবাব দেয়া। (সুনানে আবু দাউদ, ৪৮১৯) ১০. দম্ভভরে না চলা (বিনয় অবলম্বন করা)। (সূরা বনী ইসরাঈল, ৩৭)
প্রথম নির্দেশনাÑ রাস্তায় বসো না, কারণ এতে যাতায়াতকারীদের কষ্ট হয়। রাস্তা তো বৈঠকখানা নয়; চলাচল করার জন্য। কিন্তু রাসূল (সা.) যখন সাহাবায়ে কেরামের অপারগতা দেখলেন, হক আদায় করার শর্তে প্রয়োজন পরিমাণ বসার অনুমতি দিলেন।
দৃষ্টি অবনত রাখা : সেই হকের একটি হচ্ছে, নযরের হেফাজত। যে ব্যক্তি রাস্তায় চলবে বা দাঁড়াবে কিংবা বসবে সে নজর নিচু রাখবে। কারণ রাস্তায় বেগানা নারী যাতায়াত করবে, নাজায়েয দৃশ্য নজরে পড়তে পারে। এসব থেকে নজরের হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেছেনÑ ‘মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য উৎকৃষ্ট পন্থা। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।’ (সূরা নূর, ৩০) নারীদের ব্যাপারে বলেছেনÑ ‘এবং মুমিন নারীদের বলে দিন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের ভূষণ প্রকাশ না করে।’ (সূরা নূর, ৩১)
এই দুই আয়াতে আল্লাহ তাআলা নারী ও পুরুষদের আলাদাভাবে সম্বোধন করেছেন। যাতে তারা যথাযথভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারে। অন্যান্য আহকামের ক্ষেত্রে সাধারণত নারী-পুরুষকে একত্রে সম্বোধন করা হয়েছে। কিন্তু এই হুকুমের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী-পুরুষকে ভিন্ন ভিন্ন সম্বোধনে উল্লেখ করেছেন। এর দ্বারা বিষয়টির গুরুত্ব বোঝা যায়। এর উপর আমল করলে অসংখ্য গুনাহ থেকে বাঁচা যাবেÑ ইনশাআল্লাহ।
অনেক নারী সেজেগুজে বেপর্দা হয়ে বের হয়, ফলে সে নিজেও গুনাহগার হয়, অন্যের গুনাহেরও কারণ হয়। পরপুরুষের সাথে পর্দা করা ফরজ। এই ফরজ ত্যাগ করা নামায, রোযা, হজ্ব বা যাকাত ত্যাগ করার মতই কবিরা গুনাহ। নামায-রোযা ছাড়লে শুধু নিজে গুনাহগার হয়, কিন্তু পর্দা না করলে নিজেও গুনাহগার হয় সাথে অসংখ্য মানুষেরও গুনাহের কারণ হয়। এ জন্য ঘর থেকে বের হতে হলে শরয়ী পর্দার সাথে ঘর থেকে বের হওয়া প্রত্যেক মুসলিম নারীর জন্য ফরজ। এই ফরজ আদায় করা হলে অনেক মানুষ চোখের গুনাহ থেকে বেঁচে যাবে।
কুদৃষ্টি গুনাহের প্রথম ধাপ। যদি প্রথমেই নজর নিচু করে নেয়া হয়, সামনের সব গুনাহ হতে বেঁচে যাবে। আর যদি আল্লাহ না করুন প্রথমেই সতর্কতা অবলম্বন না করে তখন একটি গুনাহ থেকে আরেকটি গুনাহ, এভাবে অসংখ্য গুনাহের ধারাবাহিকতা শুরু হয়ে যায় এবং একপর্যায়ে শয়তান চরম গুনাহে পৌঁছে দেয়।
কাউকে কষ্ট না দেয়া : রাস্তায় দাঁড়ানো বা বসা ব্যক্তির খেয়াল রাখা উচিত, যেন তার দ্বারা কোনো চলাচলকারীর সামান্য কষ্টও না হয়। কষ্ট দেয়ার বিভিন্ন পন্থাÑ এমনভাবে দাঁড়ানো বা বসা যে যাতায়াতকারীর কষ্ট হয়। কিংবা রাস্তায় গাছের গুড়ি ফেলা, টায়ার জ্বালানো, অহেতুক রাস্তা বন্ধ করা, ফলের খোসা, ময়লা, উচ্ছিষ্ট খাবার ফেলা; আল্লাহ রক্ষা করুনÑ পানের পিক ফেলা, দুর্গন্ধ ছড়ায় এমন কোনো জিনিস ফেলে রাখাÑ সবই কষ্ট দেয়ার নানা উপায়। তেমনি ফুটপাতে বা রাস্তায় হকার মার্কেট বসানো, যার কারণে চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায় এটিও কষ্ট দেয়ার অন্তর্ভুক্ত।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্ত্রাস, চাঁদাবাজি নয় গাজীপুরে বিএনপির বিক্ষোভ
নিকলীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন
পলকের উদ্দেশে বিচারক : কেন ডিজিটাল কোর্ট করে দেননি
নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জের শাক্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
দোয়ারাবাজারে বিএনপি'র আয়োজনে কর্মীসভা
জনপ্রিয় শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর বেভারেজ পার্টনার হিসেবে সানকুইকের আত্মপ্রকাশ
কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত ২
সউদী আরবে চালু হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন
মিয়ানমার সীমান্তে গোলার শব্দ, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের আরো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ
টাঙ্গাইলে ছাত্রলীগের কেক কাটার অভিযোগে পরিবহন শ্রমিক গ্রেপ্তার
কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু
ফুলপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ
চবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী আটক
আনসার ভিডিপি দেশপ্রেম, মানবিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক
দেশে বেকার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার
সোহাগ পরিবহনের হেলপার হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা