একটি হাদীস : জীবন পরিবর্তনকারী চারটি কথা-২
০৭ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
গত আলোচনায় আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম। যেই হাদিসে জীবন পরিবর্তন করার জন্য চারটি নির্দেশনা দেয়া হয়েছিল। সেখান থেকে আমরা দু’টি বিষয়ে আলোকপাত করেছিলাম। আজ আরো দু’টি বিষয় নিয়ে আলোচনা করা হলো।
দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না। আমাদের জীবনে শান্তি আসে না। শান্তি না আসার বড় কারণ কী? শান্তি না আসার বড় একটি কারণ হলোÑ আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা। জরুরি নয় এমন অনেক কিছুকে আমরা জরুরি মনে করি। তাই আমাদের কর্তব্য হলোÑ আমি কী কী ছাড়া চলতে পারি আর কী কী ছাড়া চলতে পারি না, সেটি শনাক্ত করা। কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানোর। এটি জিন্দেগির গুরুত্বপূর্ণ ফালসাফা এবং অনেক হাদিসের নির্যাস এই চিন্তাটা। ভাষাটা প্রফেসর হামীদুর রহমান ছাহেব রাহ.-সহ আরো অনেক বুজুর্গের। প্রফেসর হজরত রাহ. বলতেন, খরচ বাড়ানোর চিন্তা করবে না; বরং যা এখন খরচ হচ্ছে, সেটি কমানোর চিন্তা করো! আমরা তো মনে করি, এখন যেভাবে খরচ বাড়ছে, আমাদের আয় বাড়ানো দরকার।
হজরত বলতেন, আয় বাড়ানো তো তোমার হাতে নয়; এটি কি মানুষ চাইলে বা ইচ্ছা করলেই পারে? বরং এটি তো সময়সাপেক্ষ ও তাকদিরের বিষয়। চেষ্টা করলে হতেও পারে, আবার নাও হতে পারে। হলেও সেটি নগদ পারব কিনা নিশ্চিত নয়। কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হলোÑ খরচ কমিয়ে দেয়া। আমি দেখি, যে যে খাতে আমি খরচ করছি, ওই খাতগুলোর মধ্যে ‘অপ্রয়োজনীয়’ বা ‘কম প্রয়োজনীয়’ কোনো খাত আছে কি-না!
আমাদের নিজেদের মধ্যে এবং পরিবারের সদস্যদের মধ্যে যদি এ কথার ওপর আমল এসে যায়, জিন্দেগি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি। এটাই নবী কারিম (সা.) শিখিয়েছেন। কিন্তু আমি যদি ভাবতে থাকি, অমুকের ওটা আছে, আমারও সেটি দরকার। তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর যদি লোভ করা হয়, তবে তো আরো মুশকিল! খোদ লোভটাই এক বড় মুসিবত। বড় এক অশান্তি।
তিন. নামাজ আদায় করবে এমনভাবে, যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ! এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এমন অনুভ‚তি নিয়ে নামাজ আদায় করো। নামাজে এমনভাবে মন লাগাও, যেন জীবনের শেষ নামাজ পড়ছ। এমনভাবে নামাজ পড়লে নামাজে এমনিতেই খুশু-খুজু আসবে, ইনশাআল্লাহ।
চার. এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকো, যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। এমন কথা বলবেই না। এমন কথা বা কাজ করবেই কেন যে, পরে আবার ওজরখাহি করতে হয়? ‘সরি’ বা ‘দুঃখিত’ বলতে হয়? হ্যাঁ, অনিচ্ছাকৃত কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নেবে; এটি ভালো গুণ। কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে, যেন এমন কাজ না হয়। আর বুঝে-শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না। উপরোক্ত হাদিসে এ চারটি নসিহত করা হয়েছে।
আমাদের জিন্দেগি ঠিক হওয়ার জন্য অনেক বেশি নসিহতের প্রয়োজন আছে কি? এই চারটি জিনিসের প্রতি লক্ষ রাখলে দ্বীন-দুনিয়া সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তাওফিক দান করুন, আমিন!
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস
মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: - আসাদুজ্জামান পলাশ
ভিনিসিউস দুই ম্যাচ নিষিদ্ধ
রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের
মির্জাপুরে এক রাতে কৃষকের ৫টি গরু চুরি
‘জাতীয় হজনীতি অনুযায়ী হজ কোটা নির্ধারণ করতে হবে’
হালদা নদী থেকে ১ লাখ ৭০ হাজার টাকার জ্বাল উদ্ধার করে আগুনে
নওগাঁয় প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে আট আনায়
হাজী মুহাম্মদ ইলিয়াসের ইন্তেকাল, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শোক
সিলেটে আজহারীর তাফসীর মাহফিলে ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রত্যাশা
তামিমের জন্য অপেক্ষা বাড়ল
নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংকের মতবিনিময়
স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠা সেই হাসপাতালে ভাঙচুর
‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’: লন্ডনে মা-ছেলের দৃশ্য নিয়ে আজহারীর স্ট্যাটাস
তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর- বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
টেকনাফ অপহরণের স্বর্গরাজ্য-গেল বছরে ১৯২ জনের অপহরণ
ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
পাকিস্তানে একই দিনে ৬ বোনের সঙ্গে ৬ ভাইয়ের বিয়ে