মসজিদ ও ব্যক্তিগত জায়গায় একটি গাছ পড়ে গেলে করণীয় প্রসঙ্গে?
হোসাইন আহমাদইমেইল থেকে
প্রশ্ন : আমার বাবা আমাদের বাড়ির পাশের মসজিদে ২০ বছরের বেশি সময় ধরে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ওই সময় ওনাকে বেতন হিসাবে মসজিদের পুকুর এবং মসজিদের জমি চাষ করে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। মসজিদের পুকুরপাড় প্রায় বিরান ছিল, ওই সময় আমার বাবা অনেক গাছ-গাছড়া মসজিদের পুকুরেরপাড়ে লাগান। পরবর্তীতে যে কোন এক কারণে প্রায় ১২ বছর আগে...