ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া প্রসঙ্গে।
মো. আমিনুল ইসলামইমেইল থেকে
প্রশ্ন :আমার ছেলের বয়স ৪ বছর। আমি যখন মসজিদে যাই সে আমার সাথে প্রায়ই মসজিদে যাওয়ার জন্য কান্নাকাটি করে। তাই তাকে বিভিন্ন সময় নিয়ে যাই। এটা অনেকেই বাকাঁ চোখে দেখে। নাবালক বাচ্চাদের আসলেই মসজিদে নেয়া ঠিক কি না? সে বিষয়ে পরামর্শ চাচ্ছি?
উত্তর : যারা পেশাব পায়খানা থেকে সচেতন হয়নি, মসজিদে কান্নাকাটির সম্ভাবনাও রয়েছে, পরিবেশ অনুকূল না হলে...