রাস্তার পাশের সরকারী জায়গার ফল খাওয়া প্রসঙ্গে।
আফতাব হোসাইনইমেইল থেকে
প্রশ্ন : কারো জমির পাশে সরকারি সড়ক বা রাস্তার অব্যবহৃত জায়গায় পাশের জমির মালিক ফসল লাগিয়ে বা গাছ লাগিয়ে তা ব্যবহার বা খেতে পারবে কি?
উত্তর : নিজে না খাওয়াই ভালো। এমন সন্দেহজনক জায়গা থেকে উপকৃত হলে গোনাহ হওয়ার সম্ভাবনা আছে। অতএব, এমন জায়গার ফল বা ফসল দান করে দেওয়া উত্তম। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান...