অত্যাচারী শাসকের পরিণাম
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
ইসলামি শরিয়তের দৃষ্টিতে জুলুম কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এর পরিণাম ভয়াবহ। শাসক যদি অত্যাচারী হয়, তাহলে দেশের জনগণ যেমন শান্তি পায় না, অত্যাচারী ব্যক্তি নিজেও শান্তিতে থাকতে পারে না। দীর্ঘদিনের অন্যায়-অবিচারে জনমনে তার ওপর চাপা ক্ষোভ জন্ম নেয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। এ ক্ষোভের বিস্ফোরণ যখন হয়, তখন অত্যাচারীর শক্তিশালী মসনদ উল্টে যায় নিমেষেই।
জুলুমের পরিণতি: হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে জুলুমের পরিণাম সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জালিম কেয়ামত দিবসে ঘোর অন্ধকারে নিপতিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৪৭) অন্য হাদিসে হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা বলেন, হে আমার বান্দারা! আমি আমার নিজ সত্তার উপর জুলুম হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না।’ (সহিহ মুসলিম : ৬৪৬৬)।
জুলুমের শাস্তি ভয়াবহ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের মধ্যে যে কেউ জুলুমের কাজে জড়িত, তাকে আমি গুরুতর শাস্তি আস্বাদন করাব।’ (সুরা ফুরকান : ১৯)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর যারা জালিম, তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই।’ (সুরা শুরা : ০৮)।
অত্যাচারী শাসকের শাস্তি : পরকালে অত্যাচারী শাসকদের শাস্তি তো অবশ্যম্ভাবী। কখনো ইহকালেও তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তায়ালা তাদের ওপর বিভিন্ন বিপদ চাপিয়ে দেন। হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা অত্যাচারীকে ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন, আর ছাড়েন না। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, ‘যে-সব জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের ধরেন, তখন তার ধরা এমনই হয়ে থাকে। নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক, বড় কঠোর।’ (সহিহ বুখারি : ৪৬৮৬; সুরা হুদ : ১০২)।
আল্লাহ তায়ালা অত্যাচারী অবাধ্যদের ইহকালীন বিভিন্ন শাস্তির কথা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সেগুলোর কয়েকটি হলো : এক. জুলুম কখনো স্থায়ী হয় না। অত্যাচারের মূলোৎপাটন হবেই। আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর তারা যখন সে উপদেশ ভুলে গেল, যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদের প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, আমি অকস্মাৎ তাদের পাকড়াও করলাম। ফলে তারা সম্পূর্ণ নিরাশ হয়ে গেল। এভাবে যারা জুলুম করেছিল, তাদের মূলোচ্ছেদ করা হলো।’ (সুরা আনআম : ৪৪-৪৫)। অত্যাচারীদের এ আয়াতে সতর্ক করা হয়েছে, তারা যেন পার্থিব শাস্তি থেকে নিজেদের নিরাপদ মনে না করে। পার্থিব জীবনেও তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে পারে, যেমনটা পূর্ববর্তী লোকেরা হয়েছে।
দুই. জালিমের ধ্বংস অনিবার্য। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল। এসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কত কূপ হয়েছে পরিত্যক্ত এবং কত সুদৃঢ প্রাসাদ ধ্বংস হয়েছে।’ (সুরা হজ : ৪৫)। তিন. আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বর্ণিত হয়েছে, ‘আমি কত জনপদকেই তো অবকাশ দিয়েছিলাম, এরা ছিল জালিম। অবশেষে আমি তাদের পাকড়াও করেছি।’ (সুরা হজ : ৪৮)।
চার. অত্যাচারী ফেরাউনের পরিণতি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, ‘ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহমিকা প্রদর্শন করছিল। তারা মনে করেছিল, তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম। এবার দেখ জালিমদের পরিণতি কী হয়েছে।’ (সুরা কাসাস : ৩৯-৪০)।
জালিমের সহযোগী: শুধু অত্যাচারী না, বরং যাদের সহযোগিতায় সে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করবে, জালিম শাসককে যারা সাহায্য করবে, তাদেরও ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘এবং তোমরা ঐ জালিমদের প্রতি একটুও ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরও স্পর্শ করবে।’ (সুরা হুদ : ১১৩) আল্লাহ তায়ালা আমাদের অত্যাচারী শাসক ও তার সহযোগী হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে