জ্যোতির্বিদ আল-ফারগানি
আবু আল আব্বাস আহমাদ ইবনে মোহাম্মাদ ইবন কাসির আল-ফারগানি। অনেকে তার নাম ফারঘানি বলে থাকে। তিনি পশ্চিমা বিশ্বে আলফ্রাগানুস নামে পরিচিত। তিনি কোথাকার মানুষ ছিলেন সেই সম্পর্কে পরিস্কারভাবে কিছু জানা যায় না। তবে ধারণা করা হয় তিনি জন্মগতভাবে পারস্যের (বর্তমান ইরান) অধিবাসী ছিলেন। কাজের সুবিধার জন্য তৎকালীন জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান আরবে চলে আসেন। তিনি একজন সুন্নি মুসলিম জ্যোতির্বিদ ছিলেন।
আল-ফারগানি ছিলেন...