রাফায় ভয়াবহ হামলা ইসরাইলের : গাজায় একদিনে নিহত ৫৩
৩১ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:০৯ এএম
গাজা-মিসর সীমান্ত করিডোর নিয়ন্ত্রণে নিলো ইসরাইল
গাজার উদ্বাস্তুদের তাঁবুর আশ্রয়স্থল রাফাহ শহরের তুমুল বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বিমান। একইসঙ্গে মুহূর্মূহ গর্জে ওঠছে ট্যাংকের গোলা। সর্বশেষ একদিনে গাজা উপত্যকাজুড়ে ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন সাড়ে তিনশ’। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার রাফাহ শহরসহ বিভিন্ন অঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। আহত হয়েছে আরও ৩৫৭ জন। হালনাগাদ তথ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২২৪ জনে। এছাড়া আহত হয়েছেন ৮১ হাজার ৭৭৭ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে রাফাহ শহরে। শহরটির দক্ষিণাঞ্চলীয় তাঁবু ক্যাম্প এলাকায় একদিনেই ইসরাইলি বোমায় মারা গেছেন ৩৭ জন। আগের দিন রাফায় ২১ জন এবং গত রবিবার একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র হামলায় জ্যান্ত আগুনে পুড়ে মারা গেছেন ৪৫ জন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাফাহ শহরের কেন্দ্রে প্রবেশ করে ইসরাইলি ট্যাংকবহর। এরপর থেকেই ট্যাংকের গোলার পাশাপাশি রাফাহ শহরে তুমুল বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত প্রায় আট মাস ধরে গাজায় ইসরাইলি নির্বিচার বোমা হামলায় ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হওয়া ১৪ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন কিছুটা নিরাপদ বিবেচিত রাফাহ শহরে। তবে সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া উদ্বাস্তুরাও এখন রক্ষা পাচ্ছে না ইসরাইলি হামলায়। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি অভিযানের মুখে গত দুই সপ্তাহে রাফাহ ছাড়তে বাধ্য হয়েছে ১০ লাখের মতো মানুষ। গত আটমাসে কয়েক দফায় বাস্তুচ্যুত হলেন এসব ফিলিস্তিনি।
মার্কিন অস্ত্র দিয়ে হামলা করছে ইসরাইল, প্রমাণ প্রকাশ : রোববার রাফাহতে ভয়াবহ হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরাইল। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও সিএনএন। ইসরাইলি হামলার পর ঘটনাস্থলে পাওয়া শ্রাপনেলের (বোমার টুকরো) চিত্রগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সেগুলো মার্কিন-নির্মিত জিবিইউ-৩৯ বোমার অংশ, দুই যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ সিবিএস নিউজকে জানিয়েছেন। দুই দফা হামলা এবং পরবর্তীতে আগুনে শিশু ও নারীসহ অন্তত ৬৬ জন ফিলিস্তিনি জীবন্ত পুড়ে নিহত হয়।
এ ঘটনার দায় ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের একটি আবাসনে বোমা হামলা করে তাদের বাহিনী। এরপর সেটি বিস্ফোরিত হয়ে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রæত নিকটবর্তী তাঁবুতে ছড়িয়ে পড়ে। ফলে তালুস সুলতান এলাকার শিবিরটি ধ্বংস হয়ে যায়। সিএনএন রোববারের হামলার দৃশ্যে তোলা ফুটেজ যাচাইয়ের জন্য চার বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞকে দায়িত্ব দেয়া হয়। তারা জানান, জিওলোকেটেড ভিডিওটিতে মার্কিন তৈরি জিবিইউ-৩৯ ছোট ব্যাসের বোমার লেজ দেখা গেছে। সিএনএন যোগ করেছে, অস্ত্রের অবশিষ্টাংশে দেখা সিরিয়াল নম্বরগুলো ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জিবিইউ-৩৯ যন্ত্রাংশের প্রস্তুতকারকের সাথে মিলেছে। ‘আমি তাৎক্ষণিকভাবে জানতাম এগুলো হচ্ছে জিবিইউ বোমা,’ ট্রেভর বল, যিনি পাঁচ বছর ধরে মার্কিন সেনাবাহিনীর জন্য অর্ডন্যান্স ডিসপোজাল টেক - বা বোমা ডিফিউজার - হিসাবে কাজ করেছিলেন, সিবিএস নিউজকে বলেছেন, এ ধরণের বোমা খুবই পরিচিত এবং ইসরাইল নিয়মিত এগুলো ব্যবহার করে থাকে।
বোমার অবশিষ্টাংশ শনাক্ত করতে ব্যবহৃত ছবি এবং ভিডিওগুলি গাজার সাংবাদিক আলম সাদেকের তোলা, যিনি সোমবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তিনি সিবিএস নিউজকে বলেছিলেন যে, তিনি ক্ষতিগ্রস্থ তাঁবুগুলির চারপাশ সহ এলাকাটি অনুসন্ধান করছেন যেখানে একসময় বেসামরিক লোক ছিল, যখন তিনি ইংরেজী শব্দ লেখা কয়েকটি শ্যাম্পেলের টুকরো শনাক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে, তিনি গাজার একটি ভবনে পূর্ববর্তী হামলার পরে এ ধরণের বোমার অবশিষ্টাংশ দেখেছিলেন, ফলে শব্দগুলো চিনতে পেরেছিলেন, তাই তিনি টুকরোগুলিকে একটি স্ত‚পে একত্রিত করেছিলেন এবং ছবি তোলেন।
গাজা-মিশর সীমান্ত করিডোর নিয়ন্ত্রণে নিলো ইসরাইল : ইসরাইলের সামরিক বাহিনী বলছে তারা গাজা ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। ইসরাইলি ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র বলেছেন সেখানে তারা এমন বিশটির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো।
যদিও মিশরীয় টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে। ইসরাইলের ঘোষণাটি এমন সময় এলো যখন মিশরের সাথে উত্তেজনা আর তীব্র হয়েছে। ‘সাম্প্রতিক দিনগুলোতে আইডিএফ সৈন্যরা মিশর ও রাফাহ সীমান্তে ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে,’ বলছিলেন আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।
তিনি এই করিডোরকে হামাসের ‘লাইফ লাইন’ হিসেবে আখ্যায়িত করেন, এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজ করে বলে তিনি দাবি করেন। তিনি বলেন সৈন্যরা ‘অনুসন্ধান করে দেখছে .... এবং ওই এলাকার টানেলগুলোকে ঝুঁকিমুক্ত করার’ কাজ করছে। নিউ ইয়র্ক টাইমের রিপোর্ট অনুযায়ী হ্যাগারি পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন যে সবগুলো টানেল মিশরের সাথে গিয়ে যুক্ত হয়েছে কি না তা তিনি নিশ্চিত নন।
ফিলাডেলফি করিডোর একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল, যা মাত্র একশ মিটার প্রশস্ত। আর মিশর সীমান্ত থেকে গাজার দিকে তের কিলোমিটারের মতো। মিশর এর আগে বলেছে যে তারা আন্তঃসীমান্ত (উভয় সীমান্তের সাথে সংযুক্ত) টানেলগুলো ধ্বংস করে দিয়েছে। এর ফলে এগুলোর মাধ্যমে অস্ত্র চোরাচালান অসম্ভব। ওদিকে মিশরের উচ্চ পর্যায়ের সূত্রকে উদ্ধৃত করে আল কাহেরা নিউজ বলেছে ‘রাজনৈতিক কারণে যুদ্ধকে প্রলম্বিত করা এবং ফিলিস্তিনি শহর রাফাহতে অভিযান অব্যাহত রাখার জন্য ইসরাইল এসব অভিযোগ ব্যবহার করছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত : মির্জা ফখরুল
পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিলার : বাংলাদেশে মানবাধিকার বহাল থাকবে এটিই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান
হাইকোর্টের অভিমত : কুরআন অবমাননা ও মহানবীকে কট‚ক্তির শাস্তি মৃত্যুদন্ডের বিধান করতে পারে সংসদ
জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ আছে : সিপিডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : খুনি হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না
বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের শাস্তির সুপারিশ : সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়
ডয়চে ভেলের প্রতিবেদন : ট্রাম্প ফেরায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ার সম্ভাবনা
এডিস মশার ভয়াবহ রূপ : একদিনে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু
ব্যবসায়ীরা হতাশ : বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ -এ পদার্পণ : শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তি
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ব্যয় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ব্যয় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা
ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ
গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না : চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা
থানায় অভিযোগ করতে গিয়ে গ্রেফতার, শাহজাহান ওমর কারাগারে
প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বইয়ের অনুমোদন
ছাত্র-জনতার ওপর হামলার মামলা : নড়াইলে আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র কারাগারে
রাসিকের মাস্টারোলে নিয়োজিত ১৬১ কর্মীকে অব্যাহতি : ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
লক্ষীপুরে গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার ও আহতদের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ