কবিতা যখন শরীর খোঁজে
০৩ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:১০ এএম

কবিতা হোক বা মানুষ সবটাই সাজানোর দায়িত্ব থাকে স্রষ্টার ওপর। বসন ভূষণ ছাড়া বাহ্যিক আবরণ খুঁজে বের করা কঠিন, পোশাকেই সৌন্দর্য তাৎক্ষণিক তবুও একই রাস্তায় অযথা যানজট। পোশাক জরুরি কিন্তু তা স্বাভাবিক ও শোভনীয় হওয়া চাই। ব্যক্তিগত পছন্দের বিষয়টা অবশ্য আলাদা। বক্তব্য বিষয়ের সঙ্গে পোশাকি আবরণ ব্যক্তিগত পছন্দের সঙ্গে সাহিত্যের যাত্রাপথ বিষয়টা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রশ্ন থেকেই যায় তাহলে কাব্য বা সাহিত্যের বিষয় কি হবে... কেমন হবে? বক্তব্য প্রধান, রূপক ,কল্পনাময় নাকি বিষয়গত। তবে প্রত্যেককেই একটা পৃথক রাস্তা অবলম্বন করতে হবে। বর্তমানে আমরা প্রায় সকলেই একই পথে যাত্রা করেছি শতবর্ষ পূর্বেও ঠিক এমনটাই হয়েছিল। বেশ কিছু কবি রবীন্দ্র আবর্তে হারিয়ে গেল, রবীন্দ্র বিমুখ নতুন পথে হাঁটলেন। প্রেমেন্দ্র মিত্র জীবনানন্দ দাশ ,বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণুদে, সমর সেন প্রমুখ তাদের মধ্যে উল্লেখযোগ্য। নজরুল তার জীবন দর্শনকে কাজে লাগালেন কবিতার ক্ষেত্রে। তবে পশ্চিম বাংলার পঞ্চাশের দশক মানে আধুনিক কবিতার বিকাশ কাল। বুদ্ধদেবের ‘কবিতা’ পত্রিকা সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কৃত্তিবাস’ আলোক সরকারেরশত ভাষা উল্লেখযোগ্য।
আমরা সমীক্ষা করার কেউ নই একটা যুগ সমীক্ষা করবে পূর্ববর্তী যুগকে। যেই কারণে জীবনানন্দ দাশের কবিতাগুলোর মূল্যায়ন সমকালে হয়নি। পাঠকের মধ্যেই কবি বা সাহিত্যিক বেঁচে থাকেন। তবে পাঠকের ও কয়েকটি ভাগ আছে। বোদ্ধা পাঠক, যোদ্ধা পাঠক, এবং নিষ্ক্রিয় পাঠক।
বর্তমানে নিষ্ক্রিয় পাঠকের সংখ্যা সব থেকে বেশি। তারা সব পড়ে তারা এত বেশি পরে যে কিছুই মনে রাখতে পারে না। বোদ্ধা পাঠকের সংখ্যা কম তারা নিঃশব্দে পরে। আর আমরা সকলেই হচ্ছি যোদ্ধা পাঠক। যতটা বুঝি তার চেয়ে বেশি বিচার করতে বসি। শরীরের আরাম আয়েস খুঁজি কবিতায়, সম্পর্কের টানাপোড়েন খুঁজি কবিতায়, কিন্তু কবিকে তার সৃষ্টির মধ্যে খুঁজে পাই না।
কবিতা বোঝার আগে কবিকে বোঝা চাই। একটি বা দুটি কবিতা দিয়ে একজন কবির মূল্যায়ন করা যায় না। বাস্তবটা বড় কঠিন। সাজানো শরীরের ভেতর যেমন একটা শরীর থাকে ঠিক তেমন সাজানো কবিতার ভিতরেও একটা কবিতা থাকে। আর সেখানেই কবির মূল্যায়ন হয়। তাই যোদ্ধা পাঠকের কাছে এটা দুঃসাহস ছাড়া আর কিছু নয়। বর্তমানে কবিতার বিষয়গত ভাবনাকে অক্ষত রেখে সহজ সরল ভাষায় বক্তব্য বিষয় পরিবেশিত হচ্ছে। দুর্বোধ্য ভাষা ক্লাসিক্যাল দৃষ্টিভঙ্গির বদলে একটা সহজ সরল চিত্র কবিতায় পাঠক প্রত্যাশা করছেন। এখন ব্যস্ততার মাঝে ইন্টারনেটে যুগে মানুষ এমন লেখা পড়তে চান যা সহজ সরল, সহজে বোধগম্য হয়। বর্তমানে সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারের বেশিরভাগ ছেলেমেয়েরাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। বাংলা ভাষার প্রতি তাদের টানটাও কমে গেছে। তাই কবিতাকে সর্বজন স্বীকৃত হতে হবে। সমাজে শিক্ষার উপযোগী হতে হবে। একটা কথা মনে রাখতে হবে ব্যক্তিগত ভাব কবিতার মধ্যে দিয়ে যখন সর্বজনীন হয় তখন তা গীতি কবিতা হয়ে ওঠে। তাই বর্তমানে যুগের প্রেক্ষাপটে কাব্য,সাহিত্য ,নাটক প্রভৃতি প্রতিটি ক্ষেত্রেই একটা নতুন পথ খুলে গেছে। যাকে আমরা বলতে পারি একটা সহজ সরল নতুন পথ বা নতুন ধারা। ভাব গভীরতা থাক কিন্তু পরিবেশনা হবে সর সহজ সরল। জটিলতা থাকবে না, সম্পর্কগুলো হবে মানবিক বা আত্মীয় বাচক, একটা গতি থাকবে পরিণতি পর্যন্ত। ব্যক্তিগত সমস্যা রাজনীতি ,ধর্ম, শিক্ষা ,মূল্যবোধ, প্রেম সকল উপাদানই সমৃদ্ধ হবে এই নতুন পথ বা নতুন ধারা। আঞ্চলিক ভাষা কবিতা বা গদ্যে প্রাধান্য পাবে। কবিতা উপন্যাস বা নাটকের চরিত্রগুলি নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে।
গতি নদীর পরিচয় আর কাজে মানুষের পরিচয় তাই সৃষ্টির মধ্যে দিয়ে যদি এগিয়ে চলার গতি না থাকে তাহলে কিন্তু একটা সময় পথ রুদ্ধ হয়ে যাবে। সময় এসে গেছে সহজ সরল ভাবে কবিতা,গল্প প্রবন্ধ, নাটক লেখার যা সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারে। আর তবেই সৃষ্টির পথে বাংলা সাহিত্যের উন্নতির পথ সুগম হবে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো