মুক্তবুলি
২৭ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

একসময় বরিশাল থেকে অনেক সাহিত্য পত্রিকা বা লিটলম্যাগ প্রকাশিত হলেও এখন তা অনেক কমে গেছে। তবে ২০১৮ সাল থেকে নিয়মিত ধারাবাহিকতা রক্ষা করে প্রকাশ হচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন।
লিটলম্যাগ প্রকাশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। কারণ, প্রথমত- এ ধরণের প্রকাশনায় সাধারণত আয়ের নির্দিষ্ট কোন উৎস থাকে না, পকেটের পয়সা খরচ করেই ছাপাতে হয়। দ্বিতীয়ত- কোন বেতনভূক্ত কর্মী থাকে না, তাই স্বেচ্ছাশ্রমেই সব কাজ করতে হয়। তৃতীয়ত- লেখক সম্মানী দেয়া হয় না বলে, প্রতিষ্ঠিত লেখকদের লেখা পাওয়া কঠিন হয়। যে কারণে বেশিরভাগ লিটল ম্যাগ একটি, দুটি বা কয়েকটি সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। সে দিক থেকে মুক্তবুলি ব্যতিক্রম। ২০১৮ সালে বরিশাল থেকে প্রকাশ হওয়া এই ম্যাগাজিনটির একে একে ২৯টি সংখ্যা বের হয়েছে। শুধু তাই নয়, ক্রমশ এটি সমৃদ্ধ হচ্ছে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মুক্তবুলি নিজস্ব একটি লেখকগোষ্ঠি তৈরি করতে পেরেছে। শুরু থেকেই প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের উৎসাহ দিয়েছে এটি। যে কারণে গড়ে উঠেছে একদল নতুন লেখক। ‘পাঠক যারা, লেখক তারা’ স্লোগানটিকে স্বার্থক করে তুল তুলেছে মুক্তবুলি।
আযাদ আলাউদ্দীনের সম্পাদনায় মুক্তবুলি এখন বরিশালের গন্ডি পার হয়ে ছড়িয়ে পড়ছে দেশের সব প্রান্তে। প্রচার সংখ্যা বেড়েছে, বিজ্ঞাপনও আসতে শুরু করেছে। তৈরি হয়েছে পাঠক ও লেখকগোষ্ঠি। এটা সম্ভব হয়েছে সম্পাদক ও তার টিমের নিরলস পরিশ্রমের কারণেই।
আযাদ আলাউদ্দীন নিজে প্রতিষ্ঠিত সাংবাদিক, লেখক ও ভালো সংগঠক হওয়ার কারণে ধীরে ধীরে মুক্তবুলিকে আজকের অবস্থানে আনতে পেরেছেন। ম্যাগাজনটি নিয়ে তার নিরলস পরিশ্রমের বিভিন্ন নজির দেখেছি। তার অনুরোধে কয়েকটি সংখ্যায় আমিও লিখেছি। আবার এমন মানুষ যে, কোনদিন একটি লাইনও লিখেনি- তাকেও তিনি লেখক বানিয়েছেন। ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিয়ে লেখা নিয়েছেন। বিভিন্ন মত ও পথের মানুষদের সম্মিলন ঘটাতে সফলতা দেখিয়েছেন।
নতুন লেখকদের উৎসাহ দিতে নিয়েছেন বিভিন্ন ব্যবস্থা। লেখা ছাপা হওয়ার পর লেখকের হাতে পত্রিকা পৌঁছে দেয়া, পরের সংখ্যার জন্য লেখা জোগাড় করা, বইয়ের দোকানগুলোতে পত্রিকা বিক্রির ব্যবস্থা করা সবই করছেন নিজ হাতে। যার ফলে মুক্তবুলি বরিশাল অঞ্চলসহ সারাদেশের সাহিত্যপ্রেমীদের কাছে প্রিয় হয়ে উঠছে ক্রমশ।
[কবি পরিচিতি : ইংরেজি সাহিত্যের শক্তিমান কবি সিলভিয়া প্লাথ ১৯৩২ সালের ২৭ অক্টোবর ম্যাসাচুয়েটসের বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ছিলো পরম সুখের। কিন্ত পেশায় কীটতত্ত্বের প্রফেসর জার্মাান বংশোদ্ভূত আমেরিকান পিতা ১৯৪০ সালে আকস্মিক মৃত্যুর পর প্লাথের জীবনে একের পর এক বিপর্জয় নেমে আসে। পিতার মৃত্যু নেহাত এ বালিকার জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করে। ১৯৫০ সালে তিনি স্মিথ কলেজে ভর্তি হন। কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ কারণে তাঁকে কিছুদিন মানসিক হাসপাতালে থাকতে হয়। সুস্থ হয়ে তিনি অনার্সসহ ¯œাতক পাশ করেন। ১৯৫৬ সালে তিনি ফুলপ্রাইট বৃত্তি নিয়ে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ব্রিটিশ রাজকবি টেড হিউজের সঙ্গে পরিচয় এবং পরে পরিণয়সূত্রে আবদ্ধ হন। কিন্তু মাত্র কয়েক বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছদ ঘটে। অপরিসীম অন্তর্দহনে দগ্ধ হয়ে শেষ পর্যন্ত ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি দু’টি শিশুপুত্র রেখে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সিলভিয়া প্লাথের প্রথম দিককার কবিতা ‘সেভেটি ক্রিশ্চিয়ান সায়েন্স’, ‘মনিটর’ প্রভৃতি পত্রিকার ছাপা হয়। ১৯৬৫ সালে তাঁর ‘এরিয়েল’ নামক কবিতা সংগ্রহ প্রকাশের পর তিনি কিংবদন্তি হয়ে আছেন। তাঁর আত্মজৈবনিক উপন্যাস ‘চ্যালেঞ্জার’ একটি বহুল পঠিত গ্রন্থ। এছাড়াও তাঁর বেশকিছু ছোটগল্প, প্রবন্ধ ও স্মুতিচারণমূলক রচনা রয়েছে ]
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক ক্ষেত্রে ১৮ শতাংশ ব্যয় বাড়াল পাকিস্তান

কোটি কোটি’ টাকা নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা, উৎকণ্ঠায় গ্রাহক

বৃদ্ধা মোমেনার ভাগ্যে জোটেনি বিধবা ভাতার কার্ড!

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, ৪জন আটক

মাওলানা রইসউদ্দিন হত্যার বিচার যেকারণে করবে না সরকার: ডা. জাহেদ

বেগম খালেদা জিয়া সুস্থ’ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: সিলেট বাসদ

বালাকোট দিবসে সিলেট মহানগর ছাত্র শিবিরের আলোচনা সভা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে: হেফাজতে ইসলাম বাংলাদেশ

কেউ অপরাধ করলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অতিরিক্ত পুলিশ সুপার- শাহীনুর কবির

এবার নতুন ভূমিকায় ফুটবলার বাবলু

ব্রাজিলের নতুন কোচ আগামী সপ্তাহেই

দেশে বছরে ৬ হাজারের বেশি শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম গ্রহণ করছে, সচেতনতা বৃদ্ধির উপর তাগিদ বিশেষজ্ঞদের

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমার উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী