একজন জুবাইদা গুলশান আরা
২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১২:১৮ এএম

জুবাইদা গুলশান আরা একজন স্বনামধন্য বিশিষ্ট বাংলাদেশী গল্পকার, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
জুবাইদা গুলশান আরা ১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় ২০শে মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ ইউনুস ও মা আঞ্জুমান আরা। তার বাবা ছিলেন একজন প্রকৌশলী।
সাত ভাই ও দুই বোনের মধ্যে জুবাইদা গুলশান আরা ছিলেন ষষ্ঠ। বাবার বদলীর সরকারী চাকরির জন্য তার শৈশব কাটে প্রথমে ভারতের কোলকাতায় ও পরে দার্জিলিং কার্সিয়ং কালিম্পংয়ের পাহাড়ে।
তার শিক্ষাজীবনের শুরু হয় টাঙ্গাইল জেলার বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে পড়াশুনার পাশাপাশি গান ও আবৃত্তিতে তিনি দক্ষতা ও সুনাম অর্জন করেন।
ময়মনসিংহ জেলার বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে আনন্দমোহন কলেজে ভর্তি হন। পরে ইডেন মহিলা কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন।
জুবাইদা গুলশান আরা কর্মজীবন শুরু করেন ভিকারুননিসা নূন গার্লস স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে। তিনি ১৯৬৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।
এরপর ১৯৬৪ সালে পাবলিক সার্ভিস কমিশন থেকে নির্বাচিত হয়ে ইডেন মহিলা কলেজ-এ প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মময় জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে শিক্ষকতা চালিয়ে যান।
২০০২-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জুবাইদা গুলশান আরা। এছাড়া ২০১১ সালে কণ্ঠশিল্পী হিসেবে প্রকাশ করেন বাংলা গানের অ্যালবাম গান আমার পরশমণি।
জুবাইদা সপ্তম শ্রেণি থাকাকালীন লেখালেখি শুরু করেন। তার প্রথম কবিতা ‘দিলরুবা’ পত্রিকায় প্রকাশিত হয়। পরে দশম শ্রেণি থেকে নিয়মিত লেখালেখি চালিয়ে যান।
তিনি মাহমুদ-উল-আমীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাহমুদ-উল-আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তাদের দুই মেয়ে। বড় মেয়ে মুসবাহ একজন চারুশিল্পী এবং ছোট মেয়ে মেহতাব আমিন একজন আলোকচিত্রী।
জুবাইদা গুলশান আরার গ্রন্থ তালিকা নিন্মে দেওয়া হলো, গল্প গ্রন্থ ঃ দুঃখের দুঃস্বপ্ন ছুঁয়ে, ঐ নূতনের কেতন ওড়ে, আমি সাক্ষ্য দিচ্ছি, বানভাসি ও নদীর গান, আলো দাও, অগ্নিপুষ্প, একুশের ফুলগুলো, কালের অভিযাত্রী শান্তির পথে যাও ইত্যাদি।
উপন্যাসঃ মন্দাকিনী, হৃদয়ে নিলো নাম, চৈতী তোমার ভালবাসা, বিবর্ণ নাগরী, আমি যোদ্ধা অযুত বৎসর, ভালোবাসার স্বভাব এমন, ঘৃণার জঠরে জন্ম, পদ্মা আমার পদ্মা ইত্যাদি।
শিশুসাহিত্যঃ কি লিখেছো তরবারী তুমি, ছোঁ বুড়ির দৌড়, অপরিচয়ের স্বপ্নযাত্রা।শিশু কিশোর সমগ্র, মন ছুটেছে তেপান্তরে, বাবুইপাখীর বাসা, গল্প তবু গল্প নয়, বন্ধু হলো হুলো ইত্যাদি।
জুবাইদা গুলশান আরা জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এরমধ্যে উল্লেখযোগ্য হলো, কবি আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৭৯)।
একুশে পদক (২০০৫), কমর মসতরী স্মৃতিপদক বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পদক, শেরেবাংলা স্মৃতি পুরস্কার, কবি জসীমউদদীন পরিষদ পুরস্কার, ত্রিভুজ সাহিত্য সংসদ পুরস্কার, কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার।
লেখিকা সংঘ সাহিত্য পদক (১৯৯৪), চয়নসাহিত্য পত্রিকা স্বর্ণপদক (২০১৩), কবি তাইবুন নাহার রশীদ স্বর্ণপদক (২০১৬) ইত্যাদি।
জুবাইদা গুলশান আরা ১৯ মার্চ ২০১৭ সালে ঢাকার সিদ্ধেশ্বরীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গতকাল ছিল বাংলাদেশী স্বনামধন্য গল্পকার, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ জুবাইদা গুলশান আরার জন্মদিন। আজকের এই দিনে উনাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। (সংগৃহীত)
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক ক্ষেত্রে ১৮ শতাংশ ব্যয় বাড়াল পাকিস্তান

কোটি কোটি’ টাকা নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা, উৎকণ্ঠায় গ্রাহক

বৃদ্ধা মোমেনার ভাগ্যে জোটেনি বিধবা ভাতার কার্ড!

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, ৪জন আটক

মাওলানা রইসউদ্দিন হত্যার বিচার যেকারণে করবে না সরকার: ডা. জাহেদ

বেগম খালেদা জিয়া সুস্থ’ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: সিলেট বাসদ

বালাকোট দিবসে সিলেট মহানগর ছাত্র শিবিরের আলোচনা সভা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে: হেফাজতে ইসলাম বাংলাদেশ

কেউ অপরাধ করলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অতিরিক্ত পুলিশ সুপার- শাহীনুর কবির

এবার নতুন ভূমিকায় ফুটবলার বাবলু

ব্রাজিলের নতুন কোচ আগামী সপ্তাহেই

দেশে বছরে ৬ হাজারের বেশি শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম গ্রহণ করছে, সচেতনতা বৃদ্ধির উপর তাগিদ বিশেষজ্ঞদের

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমার উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী