ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

রঙ্গীন মাছের শহরে

Daily Inqilab তাজ ইসলাম

২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম

ডুবুরি সময়ে গভীর জলে ডুব দিয়ে
ভেসে ওঠে মাছ, রঙ্গীন মাছের শহরে।
এ শহরে ছিল এক ভয়ংকর ডাইনির শাসন।
ভাতের সহজলভ্যতার দাবীর মুখে
সে লেলিয়ে দিত উর্দির বহর
হেলমেট আবৃত মস্তক,পাষ- হাতুড়ি
হৃদয়হীন ট্রিগার।
অধিকারের সিম,টমেটো,করোল্লার মিছিলেও আঙুল চেপে বসতো ট্রিগারে।
রঙিন মাছের শহর,একুরিয়ামে বর্ণিল পাথরে ঘষে ঘষে ঠোঁট সময় অতিক্রম করে।
সীমানা পাড় হয়ে প্রবেশ করে পাষ- ষড়যন্ত্র।
রাজপথ রক্তাক্ত হয়,একুরিয়ামের মাছেরা নির্বিকার।
রঙিন মাছের শহর,মাছেদের মাথা থেকে খোলে ফেলা হয়েছে স্মৃতির এপস।
গতকাল ভুলে থাকা তাদের কাছে ডালভাত তুল্য।
একুরিয়ামের মাছ, বন্দি পানিতেই সমস্ত সুখ তার।
দ্রুত ভুলে গেছে জুলাই আগস্ট
সে এখন রঙ্গীন মাছের শহরে আনন্দে কাটছে সাঁতার।

 

 

 

মধ্যবিত্তনামা
মাজহারুল ইসলাম
তোমাকে লিখবো লিখবো করে
কত দিন কেটে যায় আমার!
সকাল দুপুর বিকেল গড়িয়ে
রাতের আঁধার সবকিছু কেমন গ্রাস করে নেয়
মোটা ভাত মোটা কাপড়ের অধিকারটুকু ও।
বেঁচে থাকার জন্য এই যা -
একমাত্র ‘মধ্যবিত্ত’ তকমাটা ছাড়া
আর কিছুই যে থাকে না !
তাইতো আগ-পিছ ভেবে-চিন্তে
তোমাকে আর লেখা হয় না!
জানো তো -
মধ্যবিত্তের জমি-জিরাত ঘর-দোর সবই থাকে
বাড়ির দক্ষিণকোণে শান বাঁধানো পুকুর থাকে
সুখ দুঃখ হাসি-কান্নার রক্ষণশীল গল্প থাকে
উন্মুখ প্রাপক থাকে শুধু প্রেরক থাকে মধ্যবিত্ত মননের !

 

 

সময়ের পালাবদল
মিয়া ইব্রাহিম
এখন আর বৃষ্টি জলে ভেজা হয় না
খেলা হয় না জলডুব বহুকাল ;
কে বলবে এখানে খরস্রোতা নদী ছিলো
বটতলা, মাঠজুড়ে, নদীতীরে বসতো
শনিবারে জমজমাট হাট
খলিল, তারেক, মিল্টন, সেলিম,লতিফ
স্কুলের আরো বন্ধুরা কে কোথায় আজ
বিরানভূমির মতো নিস্তেজ সিকদার বাড়ির
খেয়া ঘাট,
দপ্তরী নঈমুদ্দিন, নাইট গার্ড কালু ভাই
কেমন আছেন তারা!
আমার শ্রদ্ধেয় অতি প্রিয় শিক্ষকবৃন্দ
অনেকেই গত হয়েছেন সবুজ
পৃথিবী থেকে।
বাহিত সময় এতো দ্রুত চলে যাচ্ছে,নিয়ত
বদলে যাচ্ছে মায়াবী প্রকৃতি, প্রকৃতির মানুষজন,
সে এখন রীতিমতো শকুনের থাবা;
শতায়ু গাছের বাকলের মতো কষ্টের
স্মৃতি চিহ্ন ভিড় করে হৃদয় জুড়ে।
দুই তীরে মানুষের বসতি বেড়ে
বংশী নদী হয়েছে খাল,
ক্রমশ অদৃশ্য বনে যাচ্ছে বৃক্ষরাজি
যে বৃক্ষ ছায়া দিয়ে আগলে
রেখেছে প্রাণীকুল, সে বৃক্ষ এখন
আতঙ্ক ছড়ায় প্রকৃতির উজান
বাতাসে, বিক্ষিপ্তভাবে ভুলে যাই
আপন অস্তিত্ব। নিরালায় বসে শুধু ভাবী
কী দ্রুত সময়ের পালাবদল!

 

 

 

সাহসের মাহফিল
মোমিন মেহেদী
সাহসের মাহফিলে লোভ-মোহহীন ছিলো অগ্নিশপথ
আরশের চিন্তায় মগ্ন নিনাদ। তুমি মেঘ ধুয়ে ধুয়ে আমায়
সাদরে নিও অমোঘ গ্রহে। পল্লবে বিনয় রেখো মেখো
কিছু নীল গায়ে হেসে। সোহাগের কথা ভুলে লোভকেও
জানিও বিদায়। শ^াপদের রাত থেকে কষ্টকে বিদায়ের
মোসাফায় আবেগও রাখতে পারো কিছুটা মিশিয়ে।
নীতির জিকির করে দুর্নীতি ইতির পথে রাখো।
মনে যেন থাকে- কাউকে কখনো দিও না কো কালোর দাওয়াত
আলোতেই থাকে জেনো- নিগুড় বিজয়...

 

 

 

শীত
পঞ্চানন মল্লিক
চন্দনদ্বীপের রাজকন্যার জন্য
আবার মুঠোভরে নিয়ে এলো শীত,
আমাদের উত্তরের হাওয়া মিয়া।
উহুহু উহুহু দাঁড়াও সোয়েটারটা
পরে নিই গায়ে।
রাজকন্যার পাশে দাঁড়িয়ে-
হামান দিস্তায় বেটে ঘামিয়ে নিই শরীর।
এটা পরম সৌভাগ্যের ব্যপার এক।
নচেৎ ওলট পালট হয়ে যেতে পারে
ঠাকুরমার খসখসে দু’টি হাত।
জাতপাত বয়স কিছুই দেখার সময়
হয়তো দেবেনা-কোমল শীত।
তাই প্রাণে প্রাণে আলিঙ্গন করে
এসো বরণ করে নিই সাদরে।
সেলুকাস! আমার সমস্ত শরীর-
এসে জুড়ে নিচ্ছে শীত।
ক্রমান্বয়ে ঠক ঠক শব্দ পাচ্ছি বাতাসে ।

 

 

 

আসছে ফাগুনে ফুল হয়ে ফুটব
মমতা মজুমদার
আমাকে ভালো রাখতে গিয়ে,
আমি প্রতিবারই পরাস্ত হয়েছি নিজের কাছে।
ভাগ্যের সাথে আমার আজন্মকাল শত্রুতা;
যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক আকাশ আর জমিনের।
বয়ে চলা নদীটার বুকে, ফেনার মতোই নিদারুণ
ভেসে চলেছি একা নিস্তব্ধে;
জীবন সমুদ্রে যখন ভেসে আসে অযাচিত বিরহ ব্যথা
ভালো থাকার রোজকার খাদ্যাভাসের সাথে,
তখনো আমি গুলিয়ে ফেলছি নিজেকে।
এ জন্মে আর শখের নেশায় মাতাল হব না!
সুনসান বিকেলে, ঝরে যাব একদিন পাতার মতো।
অঘোষিত যুদ্ধে বিধ্বস্ত করব, এক একটা ভাঙা পাঁজর।
হৃদয় মন্দিরে জমানো যত খুচরো স্মৃতি, মুছে
দেবো ঠিক আপন হাতে।
আমাকে ভালো রাখার আর কোনো সুযোগ দেবো
না এই নিজেকে।
বৃথাই একটা জীবন, কাটিয়ে দেওয়া যায় খুব অনায়াসেই;
পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করে করে।
এই যদি হয় ভালো থাকা; তবে তাই হোক
আসছে ফাগুনে না হয়, ফুল হয়ে ফুটব।


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কিশোরগঞ্জ সাহিত্য পরিষদের বোরদা পুরস্কার
নিরাপদ থাকুক পরিযায়ী পাখির আবাস
মির্জা আসাদুল্লাহ্ গালিব
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
ঐক্য
আরও

আরও পড়ুন

বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা

জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী

জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী

খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল

খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল

দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন

দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন

ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম

শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম

'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব

'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!

ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!

এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক

এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক

দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়

দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়

গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১

গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন

যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা

সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব

সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব

দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন

দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন

স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু

স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু

অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর

অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর