কবিতা
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

যে নদী গোমতী নামে বাঁচে
মীর্জা আবু হেনা কায়সার
আমার শৈশবের নদীটা বুকের ভিতর
এখনও খলখল করে হাটে।
দুরন্ত বয়স পেরিয়ে আমি কবেই
মুখ ফিরিয়েছি তার চলার পথ,
গোমতী তীরে বিকেলের ছায়ামায়া ছুয়ে
বসে থাকার দিনগুলো মনে পড়ে।
দুমকলের ঠেরঠের পানি তোলার শব্দ
ওপারে অনুষ্ঠানের মাইকে বেজে উঠেছে গান
শিশুমনে সে গানের স্পর্শ,
রাস্তার কিনারের ঘর......
চোর ও ডাকাইতের ডর.....
খেয়া নৌকা এপার ওপার
নদীতে হাটছে নৌকোরা
নানুয়ার বাজার ঘাট গোবিন্দপুর ঘাট
পাতিলের নাও পাটের নাও
ভাসমান যাযাবর বেদের নাও
এতো নাও খেলা করে আমার ভিতরে
নদী শান্ত, অশান্ত ¯্রােত
স্বচ্ছ জলের ঢেউ ঘোলা জলের বয়ে চলা
যে নদী গোমতী নামে বাঁচে
আমার মনে আজও আছে, মনে আছে।
ঈদ আনন্দ এবং ২৫ দিনের এক শিশু
মান্নান নূর
গাজা, রাতের শেষ প্রহর,
সাহরির সময় বিশাল ঘরটা কেঁপে উঠলো
মুহূর্তে ধূলো-বালি, দেখে উঠার আগেই
কী ঘটছে বুঝতে পারেনি ইউহান্না,
শুধু একটি বার দেখলো- স্বামীর মুখে
এক লোকমা বরকত লেপ্টে আছে, নিজের মুখেও
এক লোকমা উদরস্থ করার পূর্বেই চির বিশ্রামে চলে গেলো
২৫ দিনের শিশুটি কোথায়? ইউহান্নার আত্মা খুঁজে ফিরে
ভেঙে পড়া দেয়ালের নিচে ওঁয়াওঁয়া করে কাঁদছে
এ-কান্না ইল্লা ওসামা আবু দাগ্গার।
মায়ের কোল বিবর্জিত শিশু জমিনের সন্তান
কান্নার শব্দ থেমে গেছে, মাতৃদুগ্ধ নেই, এমন কি
কিঞ্চিৎ পানি, যা দিয়ে গলা ভিজিয়ে চিৎকার করে
জানাতে পারে-” আমি বেঁচে আছি”।
আজ ঈদুল ফিতর, আনন্দের দিন
ইল্লা ওসামা আবু দাগ্গার চোখ ছলছল,
নিষ্পাপ মুখ এদিক ওদিক খুঁজে পিতার বুক,
সবচেয়ে নিরাপদ মায়ের কোল কেবল চেয়ে দেখে,
ফ্যালফ্যাল করে চেয়ে দেখে-
আবু দাগ্গার ঈদ আনন্দ ঝরে ঝরে পড়ে
বৃষ্টির মতো রক্ত ফোঁটা হয়ে।
মানবতার চোখ তন্দ্রাচ্ছন্ন
শারমিন নাহার ঝর্ণা
অসীম আধাঁরের ভিড়ে মানবতার চোখ
তন্দ্রাচ্ছন্ন হরিণের মতো ছুটছে হিংস্রতা,
কচ্ছপের মতো গুটি গুটি পায়ে-
ঝিমিয়ে বেড়াচ্ছে মনুষ্যত্ব।
বিজয়ের ট্রফি হাতে ঘুরছে বর্বরতা।
নিরীহ চোখে আতঙ্কের প্রতিচ্ছবি ভাসে,
মানবিক মূল্যবোধ চরম ব্যর্থতায় হাসে।
হিংস্রবৈরী হওয়া দিক-বিদিক রাশি রাশি ভাসে।
নীরবতায় বসত গড়েছি
মতিউর রহমান
নীরবতায় বসত গড়েছি
কেউ নেই, কিছু নেই
শুধু কবিতা
দেহহীন ঠোঁটে অলিক চুম্বন
দিবানিশি স্বপ্নবাসর
মাঠভরা মনোজ ফসল
খুশির হাওয়াই দোলে
মনের উঠোনে ফাল্গুনের শিশির ভেজা রোদ হাসে অক্ষরের ছায়াতলে বসে
হাসতে হাসতে, ভাসতে ভাসতে কেটে যায়
কত যে প্রহর, দিন মাস বছর ...
কেটে যায় এ জীবন
নীরবতার কুটিরে স্বপ্ন কুড়িয়ে ।
নদী পেরোলেই আরেক দেশ;
আহাম্মদ উল্লাহ
তার গাছ- নদী -মানুষ- ফসলের জমিন রূপে একই।
কঙ্কাল- অস্থিমজ্জা; দেহের রক্ত গন্ধ রূপে সকলের লাল।
সীমান্ত রেখা পেরোলেই আরেক দেশ;
তার মাটির সোঁদা গন্ধ আমারই গাঁয়ের মতই।
পায়ের তলার নরম ঘাসের গন্ধ তাদের সাথে আমাদের মিলে,
তাদের প্রেম, চুম্বন একই ; একই আমাদের নারী-পুরুষ;
দেহ থেকে দেহ, স্পর্শ- আলিঙ্গন একই।
তাদের চোখের রং-
আমাদের গাছের পাতার দোলন,
ফুলের ফসল;
কিশোরীর দেহ- মায়ের ঘ্রাণ, প্রেমিকার এলোচুল একই।
আমরা ছিলাম এক; কোনো এক নক্ষত্রের জন্মের সময়
কিংবা তারও আগে-
একই মাটি কর্ষণ করে আমরা-একই রোদে পুড়ে কিংবা জলে ভিজে ফসল বুনন করেছি ; আহার করতাম একই পাত্রে।
মানচিত্র নয় রুটি হলো ভাগাভাগি শেষে ;
লেনদেনের জীবন বিকিয়ে দিয়ে কাঁটাতার পার হলাম অবশেষে।
ফিলিস্তিন
হায়দার আলি শান্ত
ফিলিস্তিন জুড়ে বর্বর গণ হত্যা
রনাঙ্গন থেকে ইহুদি রুখে দাও
বিশ্ব মানবতার জন্য কলঙ্ক অধ্যায়
গাজা রক্ষায় অস্ত্র হাতে নাও
প্রতিবাদী কন্ঠ ঘিরে ফেল ইসরাইল
বিক্ষোভে ফেটে পড় সারা জাহান
জাতিসংঘ ইউরোপিও ইউনিয়ন ওআইসি
জরুরী ব্যবস্থা নাও বাঁচাও পবিত্র স্থান
আন্তর্জাতিক আদালতে গণ হত্যার রায়
দ্রুত সম্পন্ন কর ফাঁসিতে ঝুলুক খুনী
সুপ বনে উড়ুক স্বাধীনতার পতাকা
গণতন্ত্র হোক মুল মন্ত্র ধ্বনি
মার্কিন সামরাজ্যবাদ উস্কানি ত্রাসের টেক্কা
রক্তাক্ত লাশে ভরা গাজা ফিলিস্তিনি।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো