নষ্ট সময়
০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ এএম

আকাশটা কালো মেঘে ঢাকা। বাতাসে হিমেল পরশ। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টি। হয়তো বন্যাও পায়ে পায়ে এগিয়ে আসছে ওসব বৃষ্টিস্নাত অঞ্চলে। কিন্তু এখানে বৃষ্টির কোনো দেখা নেই। বর্ষার শুরুতে সেই কবে দু-এক দিন বৃষ্টি হয়েছিল, তারপর আর কোনো বৃষ্টি নেই। শ্রাবণের ঘনঘোর বর্ষাঋতুতেও প্রকৃতি এখানে রুক্ষ। বিজ্ঞজনেরা বলেন, এসবই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুফল।
একাকী ফাঁকা রাস্তা দিয়ে চলছে সোহেল। সাপ্তাহিক ছুটির দিন বলে আজ রাস্তায় বেশি যান চলাচল নেই। শুধু দুয়েকটি মোটর ও সিএনজি চালিত রিকশা-ট্যাক্সির চলাচল ছাড়া আর কোনো যানবাহন নেই। মাঝে-মধ্যে শহর এলাকার বাস গার্মেন্টস-কর্মীদের নিয়ে আপন গতিতে ছুটে চলছে গন্তব্যে। সপ্তাহের খোলার অন্য দিনে ব্যস্ততম সড়ক পার হওয়া রীতিমতো কষ্টের ব্যাপার। রাস্তার দুইধারে মুখোমুখি দুটি সরকারি কলেজ। সব সময় জ্যাম লেগেই থাকে। তাই ছাত্ররা দাবি তুলেছে সেখানে একটা ফুট-ওভার ব্রিজ নির্মাণের। ছুটির এমনই অলস দিন নাহলে “ড. এনামুল হক সড়ক” নেম-প্লেটটি পড়ে নেওয়া হয়তো ব্যস্ততম শহুরে মানুষগুলোর পক্ষে সম্ভব হতো না। সোহেলও ব্যস্ত− ঠিক যেন সে এ যুগের এক ‘হরিপদ কেরানি’। তবে হরিপদ কেরানির মতো পঁচিশ টাকা মাইনের কোনো চাকুরি নেই তার। হরিপদের ছিল মাথার উপরে শতচ্ছিন্ন ছাতা। বৃষ্টি হলেই সে ভিজে যেতো ছাতার নিচে থেকেও। সোহেলের এ রকম শতচ্ছিন্ন ছাতাও নেই। তবে তার রয়েছে ক্ষয়ে যাওয়া সুকতলির কমদামি ছেঁড়া জুতো। অন্য দশজন যেখানে সাপ্তাহিক ছুটির দিনটি আনন্দে কাটায়, সেখানে সোহেল পা বাড়ায় কাজের ধান্ধায়। জীবনে খেয়েপরে বেঁচে থাকা বড্ড কষ্টকর। পথ চলতে চলতে সে হঠাৎ খেয়াল করে কলেজ দুটোর নতুন অবকাঠামো, প্রধান ফটক ও বাউন্ডারি-ওয়ালের আমূল পরিবর্তন। সত্যিই কালের আবর্তে পাথরের ওয়ালেরও রূপ বদলায়; শুধু বদলায় না সোহেলের মতো শিক্ষিত বেকারের কপাল। এ রাস্তা দিয়ে দৈনিক দু’তিনবার আসা-যাওয়া করলেও তার নজর এতদিন সেখানে পড়েনি। পড়েনি এ কারণে যে, সে উদয়াস্ত দৌড়ায় শুধু একটা কর্মসংস্থানের আশায়।
আজও সে বেরিয়েছে অখ্যাত একটা প্রাইভেট কোম্পানিতে জীবনের বিশতম ইন্টারভিউ দিতে। তার একটা চাকুরি ভীষণ দরকার। কৃষক বাবার বড়ো সন্তান সে। কষ্টের সংসার; নুন আনতে পান্তা ফুরোয়। বিলাসী জীবন তার কাম্য নয়। শুধু বেঁচে-থাকার অধিকারটুকু সে চায়।
তার চলার পথে আকাশের কালো মেঘের পর্দাগুলো দ্রুত সরে যায় উত্তর দিকে। ঠা-া বাতাসও থেমে যায় হঠাৎ। ভ্যাপসা গরম নেমে আসে চারদিকে। মাথার উপর মেঘভাঙা রোদ। রোদ তো নয় যেন ইট-ভাঁটার উত্তাপ। বৈরী শ্রাবণের সকাল দশটায়ও কাঠফাটা রোদ। সোহেল হাঁটতে-হাঁটতে পৌঁছুয় কলেজ-গেটে। অসহ্য গরমে তার জামা-কাপড় ঘামে ভিজে একাকার। তাতে তার এমন অবস্থা, শ্রাবণের অঝোর ধারায় যেন সে গোসল করে এসেছে। সোহেল আকাশের বিশাল সূর্যের আগুনের হল্কা থেকে বাঁচার জন্যে কলেজ যাত্রী ছাউনির ছোট্ট ছাতার নিচে আশ্রয় নেয়। একটা স্কুল-ছাত্র তখন সেখানে বসে কী যেন করছে। তার এক হাতে দামি মোবাইল, অন্য হাতে সিগারেট। সে এক হাতে মোবাইল টিপছিল আর অন্য হাতে ধুমছে ফুঁকছিলো সিগারেট। হয়তো ছুটির দিনে বাসা থেকে পালিয়ে বাজে বন্ধুর সাথে আড্ডা দিয়ে একটুখানি জিরিয়ে নিচ্ছে। ধূমপানের গন্ধ একদম অসহ্য সোহেলের। সে সরে দাঁড়ায় ছাউনির এক পাশে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো