ইসি বাতিল চাই, সংলাপে যাবে না ইসলামী আন্দোলন : ফয়জুল করিম
০২ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম

বর্তমান নির্বাচন কমিশন বাতিল চায়, তাদের ডাকা সংলাপে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুছ আহমাদ,অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম, সৈয়দ বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম কবির প্রমূখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কাকে নিয়ে নির্বাচন কমিশন সংলাপ করবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি, মির্জা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাবন্দি। বিরোধী দলের বড় বড় নেতারা কারাবন্দি। তিনি আরো বলেন, আমরা তো নির্বাচনের কমিশনের বাতিল চাই। তার সাথে কিসের সংলাপ? বর্তমান নির্বাচন কমিশন তো মানুষের মৃত্যু কামনা করে। যে মানুষের মৃত্যু কামনা করে, তার সাথে কিসের সংলাপ করব? এই অবৈধ নির্বাচন কমিশন বাতিল চাই। তার সাথে তো আমরা সংলাপে যাব না। বরং এই নির্বাচন কমিশন বাতিল করার দাবিতে এই মহাসমাবেশ ডেকেছি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা সবাই ঐক্যমত বলে জানান শায়খে চরমোনাই। তিনি বলেন, এ ব্যাপারে প্রত্যেক মঞ্চ থেকে একই বক্তব্য এসেছে। কিন্তু এখন পর্যন্ত যুগপৎ আন্দোলন আমরা করিনি। আমাদের দাবির প্রতি প্রত্যেকের ঐক্যমত আছে। কর্মসূচিতে সবাই এখনো ঐক্যমত পোষণ করেনি। সেটাও পরিস্থিতি সময় আমাকে বলে দেবে।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, এই গ্রেপ্তার জাতি সহ্য করবে না। অস্ত্রের মুখে যেমন ডাকাত মালিককে সামন্য সময় বন্দি করতে পারে। কিন্তু এটার স্থায়ীত্ব হয় না। সরকারকে বলব, আপনি অস্ত্রের মুখে মানুষকে দমাতে পারবেন, এটা স্থায়ীত্ব হবে না, মানুষকে দমাতে পারবে না। একদিন মানুষ জ্বলে উঠবে। মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করবেই করবে।
এ সময় আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠেয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রশাসনের মাধ্যমে লিখিত অনুমতি পেয়েছি। তিনি অভিযোগ করে বলেন, টাকা নিয়েও কিছু কিছু জেলায় বাস এবং লঞ্চ মালিক সমিতি পরিবহন দিতে গড়িমসি করছে। প্রশাসনও নেতাকর্মীদের ঢাকায় না আসার জন্য হয়রানি করার মতো টেলিফোনে কিছু হুমকি-ধমকি দিচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, একমুখী আচরণ করবেন না। আপনারা জনগনের বন্ধু হন। জনগণের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব।
এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। এক প্রশ্নের জবাবে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, যতক্ষণ পর্যন্ত মহাসমাবেশ সমাপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শঙ্কামুক্ত নই। কারণ কখন সরকার কী পরিকল্পনা গ্রহন করে তা তো জানা যায় না। মহাসমাবেশ শেষে নেতাকর্মীরা নিরাপদে বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমরা শঙ্কমুক্ত হতে পারব না। সর্বাকালের বড় মহাসমাবেশ হবে। এটা তো ইসলামী আন্দোলনের মহাসমাবেশ নয়; এটা দেশের সাধারণ মানুষের মহাসমাবেশ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সীমান্তে অনুপ্রবেশ : গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

অভিভাবক ঐক্য ফোরামের স্মারকলিপি পেশ

চাঁদা আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

প্রধান উপদেষ্টা সব মামলায় অব্যাহতি নিলেন আর আমি কোর্টে হাজিরা দেই : গয়েশ্বর

ঢাকার খালের দুই পাড়ে সবুজায়ন

ঢাকায় বিচার বিভাগীয় কর্মচারীদের দেড় ঘণ্টা কর্মবিরতি

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল ছিনতাই

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস গ্রহণযোগ্য নয় :পরিবেশ উপদেষ্টা

৫০ শতাংশ ইনভয়েস পরিশোধে পেট্রোবাংলা- কৃষি ব্যাংক চুক্তি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুবদলের লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্র-রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান!

ওয়াকফ আইনের প্রতিবাদে কর্ণাটকে বিশাল বিক্ষোভ

ট্রাম্পের অত্যাচারে দেশ ছাড়ছেন আমেরিকানরা!

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

মে মাসে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

সিনেমাতেও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদির

শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে চীনের দুর্নীতিবিরোধী অভিযানের পেছনে কী রয়েছে?