পুলিশের পর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা করল ফায়ার সার্ভিস
০৭ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম
বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে যখন আগুনে পুড়ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ব্যাস্ত তখন একদল উশৃঙ্খল উৎসুক জনতা ভাঙচুর চালায় ফায়ার সার্ভিসের অফিসে। মারধর করে করে ফায়ার সার্ভিসের কর্মীদের। হামলা ও ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলায় সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের কার্যালয়। হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয় হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হন ফায়ার সার্ভিসের চার সদস্য।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসার ও ফায়ার ফাইটারদের সঙ্গে নিয়ে গাড়ি, পাম্প ও প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও স্বেচ্ছাসেবক টিমের সহায়তায় আগুন নেভানোর কাজ চলছিল।
এছাড়াও সকাল ৯টা ২৫ মিনিটে সিদ্দিক বাজারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২৫০-৩০০ জন হাতে লোহার রড, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর অতর্কিত হামলা করে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উশৃঙ্খল জনতা একযোগে অফিসে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেয়। সেসময় তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের মারধর শুরু করে। ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলাম ও পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জনতাকে থামাতে গেলে তারা তাদেরও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তারা জীবন রক্ষার্থে দৌড়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভ্যন্তরে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
এজাহারে আরও বলা হয়, অজ্ঞাতনামা আসামিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভেতরে প্রবেশ করে লোহার রড, লাঠি ও ইট-পাটকেল নিক্ষেপ করে মোট ১৪টি বিভিন্ন মডেলের গাড়ি ব্যাপক ভাঙচুর করে। তারা কইকা ভবন, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের কার্যালয় ব্যাপকভাবে ভাঙচুর চালায়।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, হামলার সময় বাধা দিলে তারা ফায়ার ফাইটার ইসলাম অন্তরকে লোহার রড দিয়ে ডান পায়ে আঘাত করে জখম করে। উপ-পরিচালক বাবুল চক্রবর্তীকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে তার মাথায় ও ডান হাতে সজোরে আঘাত করে গুরুতর জখম দুর্বৃত্তরা। চালক ইমন হোসেনকেও লাঠি দিয়ে পিঠে আঘাত করে জখম করা হয়। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা।
এর আগে গতকাল বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে বংশাল থানা পুলিশ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা সবাই ভাল আছি নিজ নিজ জায়গায় আছি : আইন উপদেষ্টা
কিশোরগঞ্জের এক রাতে দুই স্থানে আগুন সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে সাদা ছাই
ফরিদপুরে প্রচন্ড শীত শৈত্য প্রবাহ ও ঝিরিঝিরি বাতাসে ঝড়ছে বৃষ্টি গুড়া
গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকদের ওপর চোরাকারবারীদের হামলা
বিরল সীমান্তে ধরা বাংলাদেশি কৃষক আলমিনকে ৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
মির্জাপুরে লাল মাটি কেটে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ গ্রিফিথ
শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরশ উদযাপিত
সাংবাদিকদের কল্যানে জাতীয়তাবাদী দল আছে থাকবে : জিএস সুমন
মতলবে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
কিশোরগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি, নিঃস্ব পাঁচ ব্যবসায়ী
কালিগঞ্জের কুল এখন ঢাকা সহ দেশের সর্বত্রে ,চাষীরাও হচ্ছে লাভবান
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বর্ষসেরা টেস্ট দল ঘোষণা, নেই বাংলাদেশের কেউ
১০৫ ইনভয়েসে অগ্রিম স্বাক্ষর, টাঙ্গাইল খাদ্য কর্মকর্তাকে শোকজ
দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়
জামায়াত ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে হবে : দেলওয়ার হোসাইন
বিস্ময়কর বর্ষসেরা ওয়ানডে একাদশ
পোশাক শিল্পে নারীর ক্ষমতায়ন : সাভারে কর্মশালা অনুষ্ঠিত
সিয়াং নদীতে বাঁধ নির্মাণ, পানি নিয়ে ভারত-চীনের নতুন উত্তেজনা