সুইডেনে কোরআন পোড়ানোর তীব্র প্রতিবাদ অব্যাহত
০২ জুলাই ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিভিন্ন ইসলামী সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। একই দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। দলের প্রচার ও দাওয়া বিভাগের সচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূম গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী সুইডেন সরকারের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ও সরাসরি সহযোগিতায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন অবমাননার ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে ফেলা চরম অসম্মানজনক ও উস্কানি মূলক। এই ঘটনা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ ঘৃণিত কর্মকান্ডের মাধ্যমে ইউরোপীয়দের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের মধ্যে সভ্যতা ও শিষ্টাচারের লেশমাত্র নেই। ইসলাম বিদ্বেষী মহল চরমপন্থী কর্মকা-ের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে উসকে দিয়েছে। এ ধরনের কান্ডজ্ঞানহীন কাজ সমাজে শুধু ঘৃণা-বিদ্বেষই সৃষ্টি করে না, সহিংসতারও জন্ম দেয়। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি ইসলামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র ও কর্মকান্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতিও আহবান জানিয়েছেন।
বাংলাদেশ মুসলিম লীগ ঃ সুইডেনে পবিত্র কোরআনের কপিতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার মহাসচিব কাজী আবুল খায়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী। মুসলিম লীগ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন পবিত্র আল কোরআনের অবমাননার মধ্যে দিয়ে বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হানা হয়েছে। এর জন্য দোষী ব্যক্তিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, একটি জায়গায় কোরআন পুড়ে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। সুইডেনের যে আদালত ঐ ঘৃণিত ব্যক্তিকে কোরআন অবমাননার মত জঘন্য কাজে অনুমতি দিয়েছে তাদের কর্মকা- অত্যন্ত নিন্দনীয়।সুইডিশ সরকার ইসলাম ও কোরআন বিদ্বেষী কর্মকা- বন্ধ করতে না পারলে, সুইডেনকে এ ধরনের কর্মকা-ের জন্য অবশ্যই মূল্য দিতে হবে। অবিলম্বে কোরআন অবমাননাকারী জঘন্য পাপী সালওয়া মমিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সুইডিশ সরকারকে বিশ্বের দেড়শ কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় বিশ্বের মুসলিম রাষ্ট্র সমূহ সুইডেনকে বয়কট করতে বাধ্য হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক আজ রোববার এক বিবৃতিতে বলেন, সুইডেনের সরকারের ছত্রছায়ায় পবিত্র কোরআন পোড়ানো ও এর অবমাননার ঘটনা অত্যন্ত ঘৃণিত, অসম্মানজনক ও উস্কানিমূলক। এ ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি গভীর উদ্বেগের সাথে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতির উপর মারাত্মক আঘাত। বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের প্রতি সুইডেনের সাথে কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার