বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের মতবিনিময়ে প্রফেসর এবিএম আবদুল্লাহ
০৩ আগস্ট ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:১০ এএম
ইমেরিটাস প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, তামাকজাত পণ্য ব্যবহারের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় ৪৫০ জন মানুষের মৃত্যু হয়। সেই হিসেবে প্রতি ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের বেশি মানুষের। যা ডেঙ্গু বা করোনাভাইরাসে মৃত্যুর হারের তুলনায় অনেক বেশি। তাই তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বৃহষ্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইনের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম।
প্রফেসর এবিএম আবদুল্লাহ বলেন, আইন না থাকায় মানুষ অন্যায় করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আইন থাকলে মানুষের মধ্যে ভয় কাজ করবে। ব্যবসায়ীরা যার যার স্বার্থ দেখে। অথচ এ খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তার কয়েকগুণ বেশি টাকা তামাকজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়। বিড়ি, সিগারেট মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আক্রান্ত করে। তাই ধূমপান প্রতিরোধে আইন করতে হবে। আইন করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই। তারপরও এ আইন বাস্তবায়ন করতে হবে। তামাক, জর্দা, ও গুল এগুলো নিষিদ্ধ করতেই হবে। ২০৪১ সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ গড়া প্রধানমন্ত্রীর লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এই লক্ষ্য পূরণে আমাদের চেষ্টা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনসচেতনতা। দোকানে বিড়ি সিগারেট খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে। ধূমপায়ীরা ধূমপানের পক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন, কিন্তু কোনো কারণই ধূমপান গ্রহণযোগ্য নয়। আমরা প্রচারের ক্ষেত্রেই জোর দিতে চাই। এ জন্য সরকারি সব বিজ্ঞাপনে ধূমপানের সতর্কবার্তা যুক্ত করার কথা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ সময় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবীর ও ডা. রাশেদা সুলতানা। তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি। এ কারণেই ডেঙ্গুর প্রকোপের মুহূর্তেও তামাক নিয়ে কথা বলছি। বাংলাদেশে অসংক্রামক রোগই এখন মূল সমস্যা। বেশির ভাগ অসংক্রামক রোগের পেছনে রয়েছে তামাকজাত পণ্য। সরকার বছরে এ খাত থেকে যে রাজস্ব পায়, তার থেকে ২৭ শতাংশ বেশি ব্যয় হয় তামাকজাত দ্রব্য ব্যবহার জনিত রোগের চিকিৎসায়।
হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসাল সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ