ইসলামী রাষ্ট্রব্যবস্থা মৌলিক অধিকার নিশ্চিত করে
১১ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থায় সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। মানুষের তৈরি শাসনব্যবস্থায় পরিপূর্ণ ন্যায়বিচার, সকল নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, জনগণের নিকট শাসকদের দায়বদ্ধতা ও জবাবদিহিতার নিশ্চয়তা নেই। খোলাফায়ে রাশেদীনের যুগে খলীফাগণকে সাধারণ নাগরিকগণও প্রশ্ন করতে পারতেন। খলীফাগণ নিজেদেরকে জবাবদিহিতার জন্য বাধ্য মনে করতেন। কাজীর আদালতে খলীফাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা যেত। এজন্য অভিযোগকারী কোন হয়রানির শিকার হতেন না। বাংলাদেশেও ইসলামী শাসনব্যবস্থা কায়েম হলে জনগণ ন্যায়বিচার পাবে, দুর্নীতি বন্ধ হবে, মামলা-মোকদ্দমার পরিমাণ কমে আসবে। খুন-রাহাজানি, সন্ত্রাস, মাদকের সয়লাব বন্ধ হবে, তরুণ ও যুবসমাজ অধঃপতনের হাত থেকে রক্ষা পাবে। জনগণের নাগরিক ও সাংবিধানিক অধিকার আদায়ে কোন ধরনের আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হবে না।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মতিঝিল-পল্টন থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা ও সুফল’ শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মতিঝিল থানার সদ্য সাবেক আমীর মোফাচ্ছির হোসাইনের সভাপতিত্বে ও জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দীন, মহানগর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, মুফতী আবুল হাসান কাসেমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা জাফর আহমাদ, পল্টন থানা আহবায়ক মাওলানা আবুল হাসনাত মুফতী রুহল আমীন, শাহীনুর আলম, শফিকুল ইসলাম, বোরহানউদ্দীন, মো. সাদ, আব্দুল কাদির জিলানী।
বিশেষ অতিথির বক্তব্যে মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ ও অসৎকাজে নিষেধের বাস্তবায়ন তথা পরিপূর্ণভাবে ইসলাম পালন করা সম্ভব নয়। বাংলাদেশে ইসলামী মূল্যবোধের তোয়াক্কা না করে বিনা ভোটে এমপি হওয়া, দিনের ভোট রাতে করার নজির স্থাপিত হওয়ায় বিদেশীরাও দেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। চলমান সঙ্কট মোকাবেলায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি খেলাফত পদ্ধতির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সকালকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোফাচ্ছির হোসাইন বলেন, ইসলামী শাসন ব্যবস্থা মানবরচিত কোন ব্যবস্থা নয় বরং মানুষের স্রষ্টা আল্লাহ তা’আলা কর্তৃক প্রদত্ত শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় রাষ্ট্রের জনগণ, শাসক কারো পক্ষেই স্বেচ্ছাচারী হওয়ার, জনগণের উপর রাষ্ট্রের পক্ষ থেকে অন্যায় বিধান, করের বোঝা চাপিয়ে দেয়ার সুযোগ নেই। কর্মী সম্মেলনে মো. জাকির হোসাইনকে সভাপতি ও শাহীনুর আলমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট মতিঝিল থানা কমিটি ঘোষণা করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে