নগরীর পানিবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে : প্রশাসক শাহজাহান মিয়া
১৬ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. শাহজাহান মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর নাগরিক সেবা কার্যক্রম গতিশীলতা আনয়নে কাজ শুরু করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্ষায় করণীয়, পানিবদ্ধতা ও ডেঙ্গু দমনসহ বিভিন্ন বিষয়ে দৈনিক ইনকিলাবকে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার একলাছ হক।
ইনকিলাব : নগরের পানিবদ্ধতা নিরসনে আপনার পরিকল্পনা কী?
শাহজাহান মিয়া : পানিবদ্ধতা ঢাকার অন্যতম একটি বড় সমস্যা। আমি এখানে যোগদান করার পর আমাদের প্রকৌশল বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছি এবং পানিবদ্ধতার কারনগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। এটি সমাধানে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে
নিয়েছি। স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় বর্ষার আগেই ১৫টি খাল ও কালভার্ট পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ঠিকাদাররা কাজ শুরু করেছেন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি, যাতে আগামী এপ্রিল-মের মধ্যেই কাজ সম্পন্ন হয়। মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নগরের ড্রেনেজ নেটওয়ার্কের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোথায় কোন ড্রেন সংযুক্ত, কোনটি কার্যকর আছে এসব তথ্য আপডেট করা হচ্ছে। প্রয়োজনে ওয়াসার তথ্যও নেওয়া হবে। দীর্ঘমেয়াদে, ঢাকা শহরের পানিবদ্ধতা নিরসনে নতুন ৯-১০টি আউটলেট দরকার, যা বৃষ্টির পানি সরাসরি বুড়িগঙ্গা নদীতে অপসারণ করতে পারবে। এজন্য একটি মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এতে অর্থায়নের উৎস নির্ধারণ করা হবে, কোন কাজ সরকার নিজেই করবে, কোন ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে, তা বিবেচনায় রাখা হচ্ছে।আমাদের অবকাঠামো অতীতে টানা বৃষ্টির উপযোগী ছিল, কিন্তু এখন আকস্মিক ভারী বর্ষণ হয়, যা পানিবদ্ধতার অন্যতম কারণ। আমরা আশাবাদী, চলতি বর্ষায় আগের তুলনায় জলাবদ্ধতা কম হবে। প্রয়োজনে পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণ করা হবে।
ইনকিলাব : এডিস মশার উপদ্রব রোধে কী ব্যবস্থা নিয়েছেন?
শাহজাহান মিয়া : এডিস মশা মূলত বদ্ধ পানিতে জন্মায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর উপায়। আমি নিজে সেহেরির পর ভোরবেলায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছি, সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে তাদের উৎসাহিত করছি। আশা করি এবার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হবে। এর পাশাপাশি, বেশ কিছুদিন ধরে মশার ওষুধ সংকট ছিল। তবে এখন নতুন সরবরাহ এসেছে, এবং আমরা প্রতিটি ওয়ার্ডে এডাল্টিসাইড, লার্ভিসাইড ও ফগিং মেশিন ব্যবহার করে মশা নিধনের কার্যক্রম চালাচ্ছি।
ইনকিলাব : ঢাকা দক্ষিণের বেশ কিছু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে বা বন্ধ রয়েছে। এ নিয়ে কী পদক্ষেপ নিচ্ছেন?
শাহজাহান মিয়া : জুলাই অভ্যুত্থানের পর সব কাজেই কিছুটা স্থবিরতা চলে এসেছিল। সিটি করপোরেশনেও দেখা গেছে, প্রশাসক থাকলে নির্বাহী ছিলেন না নির্বাহী থাকলে প্রশাসক ছিলেন না। তাই বিভিন্ন কাজ আটকে ছিল। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছিল। তবে এখন আমরা সব জটিলতা কাটিয়ে
উন্নয়ন কাজ গতিশীল করতে পেরেছি। সরকারের সহযোগিতায় দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হবে।
ইনকিলাব : জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতার কী সমাধান হবে?
শাহজাহান মিয়া : স্থানীয় সরকার আইন অনুযায়ী, জন্ম নিবন্ধনের দায়িত্ব রেজিস্টার জেনারেল কার্যালয়ের। এ কার্যালয়ের সার্ভার থেকেই সারা দেশে জন্মনিবন্ধন বিতরণ করা হয়। সেখানে ঢাকা দক্ষিণে নিজস্ব সার্ভারে জন্মনিবন্ধন দেওয়া হয়েছিল। যদিও ৫ আগস্টের পর তা বন্ধ রয়েছে। এখন আমরা নতুন কোনো জন্মনিবন্ধন দিচ্ছি না। যে নিবন্ধনগুলো করা হয়েছিল তা কিভাবে জাতীয় সার্ভারে যুক্ত করা যায় সে বিষয়ে চেষ্টা করছি। কারণ ন্যাশনাল সার্ভারে মাইগ্রেড করা যাচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরণের চুক্তি বা পদ্ধতি না রাখায় এমন পরিস্থিতি হয়েছিল। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমস্যাটির সমাধান বের করার চেষ্টা করছি।
ইনকিলাব : প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা কেমন?
শাহজাহান মিয়া : সিটি করপোরেশন সাধারণত রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়, যেখানে কর্মকর্তা কর্মচারীদের ওপর রাজনৈতিক প্রভাব থাকে। মেয়র পরিবর্তন হলে অনেকেই কাজে শৈথিল্য দেখান। আমি সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছি। আমার ভিন্ন কোনো এজেন্ডা নেই, আমি শুধু দায়িত্ব পালনে মনোযোগী।
ইনকিলাব : সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
শাহজাহান মিয়া : ইনকিলাবকেও ধন্যবাদ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা