দেশবাসী যাতে নিরাপদে ঈদ শেষ করে কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেজন্য পুলিশ দায়িত্ব পালন করছেন: বাহারুল আলম

নিরাপদ ঈদ উদযাপনে কঠোর নিরাপত্তা

Daily Inqilab সাখাওয়াত হোসেন

২৭ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বয় করে দায়িত্ব পালন করছে। ঈদে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদে রাখতে এবং ঢাকা ছেড়ে যাওয়া সাধারণ মানুষের হয়রানী মুক্ত ভ্রমন নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

 

ঈদের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যানজটমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সার্বিক বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন পুলিশ প্রধান বাহারুল আলম। পুলিশসহ সকল সংস্থার এ কার্যক্রম অব্যাহত থাকবে ঈদ শেষ করে সাধারণ মানুষের কর্মস্থলে ফিরে আসার আগ পর্যন্ত।   অন্যদিকে ঈদুল ফিতরের ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকা- প্রতিরোধে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি ও র‌্যাব। অপরাধ রোধে এ সময় মহানগরে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে। রাস্তায় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দপ্তর থেকে বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সরকার ইতোমধ্যে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ।সূত্র জানায়, ঈদ উপলক্ষে সরকারি ছুটিতে বিপুল মানুষ রাজধানী ছেড়ে ঘরমুখো হচ্ছেন।

 

এ সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা, চাঁদাবাজির আশঙ্কা রয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে।এ বিষয়ে আইজিপি বাহারুল আলম ইনকিলাবকে বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। হাইওয়ে যানজট মুক্ত রাখতে এবং ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়েতে ১০০০ ফোর্স বাড়ানো হয়েছে। একই সাথে হাইওয়ে কেন্দ্রীক সকল মেট্টোপলিটন ও জেলা পুলিশ যানজট নিরসনে সমন্বয় করে কাজ করছে। পুলিশ সদর দফতরের পাশাপাশি মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছেন। এক প্রশ্নে জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশের গার্মেন্টস সেক্টরের অসন্তুষের কারণ চিহ্নিত করে ইন্ডাষ্টিয়াল পুলিশ কাজ করছেন। এ বছর দেশবাসী যাবে নিরাপদে ঈদ শেষ করে কর্মস্থলে পৌছাতে পারেন সে জন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদায়িত্ব পালন করছেন। একই সাথে পুলিশ সদর দফতর থেকে প্রতিটি পয়েন্টে সমন্বয় করে মনিটরিং করা হচ্ছে। 

 

ডিএমপি সূত্র জানায়, ঈদ ঘিরে অনেক মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা রাজধানীতে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী। চুরি, ছিনতাই ও ডাকাতি—এই ভয়ের অন্যতম কারণ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি। নগরবাসীকে উদ্দেশ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ দায়িত্ব পালন করলেও ঈদে বাড়ি যাওয়ার সময় বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। ডিএমপির একাধিক কর্মকর্তা বলেন, ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। নিরাপত্তা জোরদার করা হয়েছে বাস টার্মিনাল, লঞ্চ ও রেলস্টেশনে। পুরান ঢাকা ছাড়াও মহানগরের বিভিন্ন এলাকার সোনার মার্কেটে থাকছে পুলিশের কড়া নজরদারি।

 

বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে। র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান ইনকিলাবকে বলেন, ঈদে মানুষের নিরাপত্তায় গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এ সময় ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছে। ঈদে নিরাপত্তায় গোয়েন্দা, ফুট প্যাট্রোল, মোবাইল প্যাট্রোল, সাইবার ওয়ার্ল্ডের নজরদারি রয়েছে। এ ছাড়া র‌্যাবের মোবাইল টিম মাঠে রয়েছে। দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সকল সংস্থার সাথে সমন্বয় করে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।। র‌্যাবের বিপুল সদস্য ঈদকেন্দ্রিক নিরাপত্তায় মাঠে থাকবে। রাজধানীতে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে র‌্যাব গোয়েন্দা নজরদারি রয়েছে। র‌্যাব সদর দফতর থেকে সারাদেশের র‌্যাবের মাঠ পর্যায়ের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন ইনকিলাবকে বলেন, ঈদকে সামনে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও হাইওয়ের যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার সাথে এক যোগে কাজ করছে ঢাকা রেঞ্জ পুলিশ। রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা মাঠে থেকে মনিটরিং ও সার্বিক নির্দেশনা দিচ্ছেন। সাধারণ মানুষের আনন্দময় ঈদ করতে ঢাকা রেঞ্জ পুলিশ সক্রিয় ভুমিকা রাখছে। ঢাকা রেঞ্জের ৫জন কর্মকর্তা রেঞ্জের ১৩ জেলার পুলিশ কর্মকর্তাদের সার্বিক কাজের মনিটরিং করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন বলে আওলাদ হোসেন জানান। শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো: সিবগাত উল্লাহ ইনকিলাবকে বলেন, রমজান মাসের প্রথমার্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা করা হয়। এর পর বেতন বোনাস পরিশোধকে কেন্দ্র করে যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সে জন্য আমরা কাজ করছি। যার ফলে এখনও শিল্প কারখানায় বড় ধরনের কোন বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সরকারি গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীদাররা আমাদের সহযোগিতা করেছেন।

 

ঈদের ছুটিতে ঢাকা থেকে বহির্গামী বিপুল সংখ্যক শ্রমিকের যাতায়াতকালে যাত্রা পথে যেন ছিনতাই, ডাকাতি, পকেটমার ও অজ্ঞান পার্টির কবলে না পরে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতা সৃষ্টিসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে শিল্প পুলিশের পক্ষ থেকে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান ইনকিলাবকে বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল সংস্থার সাথে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছে গাজীপুর মহানগর পুলিশ। যানজট মুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণে ৩০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরের যানজট নিরসনের পাশাপাশি সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে সকল সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে পুলিশ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। পরামর্শগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত সময় নিয়ে ঈদে ভ্রমণ করা। ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখা। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ না দেওয়া। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকা। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করা। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হওয়া।

 

প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়া। বেপরোয়া গতিতে গাড়ি না চালানো। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকা। বাস মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে না দেওয়ার কথা বলা হয়েছে।এছাড়া ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের না করা এবং চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেজন্য চালককে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে লঞ্চ, স্টিমার, স্পিডবোটের যাত্রীদের প্রতি জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে না ওঠা, নৌযানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ না করা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ইনকিলাবকে বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত কল্পে অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং হাইওয়ে পুলিশের সাথে সমন্বিতভাবে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সিনিয়র অফিসারদের তদারকি ব্যাপকভাবে বাড়ানো হয় এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। ফলে পবিত্র রমজান মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিচ্ছিন্ন ঘটনা বাদে মোটামুটি ভাবে নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা হয়। বর্তমান সময়ে কেপিআই গুলো, বিদ্যুৎকেন্দ্র গুলো বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি মো: মুশফেকুর রহমান ইনকিলাবকে বলেন, ঈদকে সামনে রেখে সিলেট রেঞ্জের সব জেলাগুলোতে সকল সংস্থার সাথে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে। মহাসড়কে যানজট নিরসনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। সিলেটে ঈদের সময় পর্যটকদের ব্যাপক সমাগত হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরনসহ কেপিআই গুলোর নিরাপত্তায় সিলেট রেঞ্জ পুলিশ সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান আমিনুল হকের
ফিলিস্তিনে ইসারায়েলি গণহত্যার প্রতিবাদ ও নিন্দা ডিআরইউর
গাজাবাসীদের সমর্থনে হরতালে বিক্ষোভে সারা দেশ উত্তাল জনতার ঢল নেমেছিল মিছিলে
‘নো ওয়ার্ক নো স্কুল’ আন্দোলনে ঢাবি সাদা দলের সংহতি
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তরা জুড়ে বিক্ষোভ মিছিল
আরও
X

আরও পড়ুন

অভিজ্ঞদের নিয়েই আসছে জিম্বাবুয়ে

অভিজ্ঞদের নিয়েই আসছে জিম্বাবুয়ে

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরার তালিকায় যারা

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরার তালিকায় যারা

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস :  মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস :  মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১