ঈদে ঢাকাবাসীর ভরসা হয়ে উঠছে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস
২৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

ঈদ এলেই রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করে। চাপ বাড়ে ঘরমুখী মানুষের। কর্মজীবী মানুষ পরিবার-পরিজনসহ ঈদ করতে ছুটে যান গ্রামের বাড়িতে। তবে অনেক মানুষই পরিবার-পরিজন ছাড়া ঢাকায় ঈদ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাবাব আল রশিদকেও এবার ঢাকাতেই থাকতে হবে। পরীক্ষার জন্য বাড়ি যেতে পারছেন না তিনি।
কথা হয় শাবাবের সাথে। তার মেসে এবার ঈদে শুধু দুজন থাকছেন। জানালেন, পরীক্ষার জন্য বাসার বাইরে বেরোচ্ছেন না আর বাসায় নিজে রান্নাও করবেন না। মেসে কাজ করা গৃহকর্মীও ছুটি নিয়েছেন। ফলে এ সময় অনলাইন ফুড ডেলিভারি সেবাই তার ভরসা। এর সুবিধা নিয়ে তিনি বলেন, “ঈদের ঠিক পরেই আমার ফাইনাল পরীক্ষা। ভালো প্রস্তুতির জন্য এবার আর ঈদে বাড়ি যাওয়া হবে না। একবারে পরীক্ষা শেষ করে যাব। এ সময় আমার ভরসা হোমশেফ। হোমশেফদের খাবার আমার বাসার খাবারের কথা মনে করিয়ে দেয়।”
ঈদের মত উৎসবের দিনগুলোতে ঢাকায় থেকে যাওয়া মানুষদের ভরসা হয়ে উঠেছে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস। বিশেষ করে ‘হোম শেফ’ সেবা ও ফেসবুকের বিভিন্ন কিচেন পেজ এসব মানুষের খাবার অর্ডার করার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দমত খাবার খুব সহজেই অর্ডার করা যায় এবং তা নিমিষেই দোরগোড়ায় পোঁছে যায়। ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার থেকে শুরু করে নানা রকমের খাবার এখন ঘরে বসেই অর্ডার করা যাচ্ছে ফুড ডেলিভারি অ্যাপগুলোর কল্যাণে। এমনকি, হোমমেড খাবারও পাওয়া যাচ্ছে। হোমশেফ কিংবা ফেসবুক পেজের কিচেনের খাবারে ঘরোয়া খাবারের স্বাদ যেমন মেলে, তেমনি স্বাস্থ্যকরও হয়।
বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করা আহনাফ ও মালিহা দম্পতি এবার ঢাকায় থাকবেন। তাঁদের গৃহকর্মীও ছুটি নিয়েছেন। তারা জানান, এবার পরিবারের সময় মিলে ঢাকায় থাকার পরিকল্পনা করেছি। ঈদের কয়েকদিন ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রান্নায় যিনি সহযোগিতা করেন তিনি ছুটি নিয়েছেন। ফলে অনলাইনে খাবার অর্ডার করাই আমাদের ভরসা। স্নাক্স আইটেম থেকে শুরু করে নাশতা ও দুপুর-রাতের খাবারও অ্যাপ থেকেই অর্ডার করবো।
এ সময়ে ডেলিভারি রাইডারদেরও ব্যস্ততা বেড়ে যায়। ফুড ডেলিভারি রাইডার এনামুল বলেন, “এবার ঈদে কাজ করছি। রাস্তা ফাঁকা থাকায় অন্য সময়ের তুলনায় বেশি অর্ডার দিতে পারছি। অনেক হোমশেফও তাঁদের কিচেন চালু রেখেছেন। তাঁদের অর্ডারের চাপও রয়েছে।
ফুডপ্যান্ডার হোমশেফ ‘আরবান লিফ’ এবার ঈদের দিন ছাড়া অন্য সময়ে কিচেন চালু রেখেছে। কিচেনের মালিক আকাশ মাহমুদ জানালেন, এবারের ঈদে কিচেন চালু রেখেছি। অর্ডারের চাপ রয়েছে। ঈদে মানুষ যেসব খাবার খেতে চায় সেগুলো মেন্যুতে রেখেছি। চিকেন ভুনা, ভুনা খিচুড়ি, বিফ আলু গোস্ত, ল্যাটকা খিচুড়ি, চিকেন রেজালা এগুলোর চাহিদা বেশি।
ধানমন্ডির একটি রেস্টুরেন্টের মালিক মাহবুব হাসান বলেন, ঈদের সময় আমাদের জনপ্রিয় আইটেম কেনার সুযোগ রেখেছি। অনলাইনেও খাবার ডেলিভারি দিচ্ছি। অনলাইন অর্ডারের চাপও রয়েছে।
এ নিয়ে জানতে চাইলে, ফুডপ্যান্ডার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস জাহেদুল ইসলাম বলেন, “ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস অনেকের জন্য একটি ভাল বিকল্প। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এ সময়ে গ্রাহকরা রেস্টুরেন্ট, হোমশেফ ও ক্লাউড কিচেন থেকে তাঁদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।”
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের

ইসরায়েলি ভয়াবহ হামলায় গাজায় একদিনেই নিহত আরও ৬০ ফিলিস্তিনি

তুরিন আফরোজকে আদালতে তোলা হবে আজ

কমলনগরে স্বেচ্ছাসেবকদল নেতার প্রতিবন্ধী পিতাকে পিটিয়ে হত্যা,একই পরিবারের আহত- ৫

ভারতীয় সিনেমায় আরমিন মুসার 'নিদ্রাহীন'

নতুন ফিল্ডিং কোচ পেল বাংলাদেশ

অভিজ্ঞদের নিয়েই আসছে জিম্বাবুয়ে

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরার তালিকায় যারা

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই