রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩
০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম

রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারী ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এছাড়াও চকবাজারের একটি বাসায় এক দম্পতিকে ছুরিকাঘাত করেছে সোহাগ নামে এক যুবক। জানা গেছে, চুরি করার বিষয়টি টের পেলে ওই দম্পত্তির ওপর হামলা চালায় সোহাগ। পরে তাকে স্থানীয়রা আটত করে পুলিশে সোপর্দ করে।
মেডিকেল সূত্র জানায়, আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড় ও ভাটারা এলাকার পৃথক স্থান থেকে ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। যাত্রাবাড়ীতে আহতরা হলেন- আব্বাস (৩২) ও আব্দুল লতিফ (৫৬) এবং ভাটারায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আহসান (৫২)।
যাত্রাবাড়ীতে আহত আব্দুল লতিফের ভাই সুমন জানান, আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী। সকালে অটোরিকশায় করে যাওয়ার সময় জনপথ মোড়ে তিনজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশাচালক আব্বাসকে ধারালো চাপাতি দিয়ে ডান হাতে ও বাম পায়ের নিচে আঘাত করে এবং আমার ভাইকে বাম হাঁটুর নিচে আঘাত করে তারা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। তাদের দুজনেরই জরুরিভাবে চিকিৎসা চলছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
অন্যদিকে ভাটারা এলাকা থেকে আহসানকে নিয়ে আসা সহকর্মী শাহাবুদ্দিন জানান, আমরা ভাটারার সিটি কর্পোরেশনের এসটিএস বর্জ্য ব্যবস্থাপনা কর্মী। ভোরের দিকে ময়লা পরিষ্কার করার সময় ২-৩ জন ছিনতাইকারী ডান পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালের দিকে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকা থেকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
অপরদিকে রাজধানীর চকবাজারের একটি বাসায় চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে এক চোর। পরে গণপিটুনি দিয়ে সোহাগ (১৮) নামে এক চোরকে ধারালো অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে চকবাজারে ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আবু মুসা (৪০) ও তার স্ত্রী শাহনাজ আখতারকে (৩৫) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, চকবাজার এলাকার ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আবু মুসা ও শাহনাজ আখতার দম্পতি। সকালে ঘুম থেকে উঠে আবু মুসা রুমের বাইরে ওয়াশরুমে যান। এই সময় রুমের দরজা ফাঁকা পেয়ে সোহাগ নামে ওই যুবক রুমে ঢুকে পড়ে। পরে আবু মুসার স্ত্রী শাহনাজ আখতার দেখে ফেললে চিৎকার শুরু করে, এ সময় সোহাগ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। চিৎকার শুনে তার স্বামী ওয়াশরুম থেকে এলে তাকেও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় জনতা এসে সোহাগ নামে ওই যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয়। পরে আমাদের খবর দিলে আমরা আবু মুসা ও তার স্ত্রী শাহনাজ এবং ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। তারা তিনজনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মূলত সোহাগ চুরি করার উদ্দেশ্যে ওই বাসায় ঢুকেছিল এবং তাদের ছুরিকাঘাত করে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ভূমিকম্প কাঁপলো ইস্তাম্বুল, আহত ১৫১

নারী সংস্কারের কথিত প্রস্তাব ধর্মীয় ভারসাম্য ধ্বংসের গভীর ষড়যন্ত্রর বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত

গণহত্যাকারী বাহিনীর নেতারা ক্ষমা চাওয়ার পরিবর্তে হুমকি-ধামকি দিচ্ছে : রিজভী

খুব শিগগিরই চালু হচ্ছে ঢাকার চার পয়েন্টে

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

আজ সচিবালয়ের সব ভবনে বিদ্যুৎ বন্ধ

মালয়েশিয়াসহ বন্ধকৃত শ্রমবাজার দ্রুত খোলার ব্যবস্থা নিন মানববন্ধনের বায়রা নেতৃবৃন্দ

রানা প্লাজায় আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করবে সরকার : শ্রম সচিব

৮১২ কোটি টাকা আত্মসাত হাসিনা-তারিক সিদ্দিকসহ ১৯ জনের তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

সাংবাদিকের ওপর হামলা ইউজিসির ৪ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা

কাজী নাবিল ও পরিবারের ৩৬২ একর জমি-বাড়ি-বিনিয়োগ জব্দ

মেয়র পদের গেজেট সম্পর্কে সিইসির সঙ্গে সাক্ষাৎ

নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

আফতাবনগরে গরুর হাটের ইজারা চ্যালেঞ্জ করে ফের রিট

উত্তরায় কিশোর হত্যা ওবায়দুল কাদের-কামালসহ ২২৭ জনের নামে মামলার আবেদন

মার্চে সড়কে নিহত ৬১২ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

আড়াইহাজারের ভাইরাল ওসি অবশেষে বদলি

মুগদা মেডিক্যালে ২২ দালালের ১৫ দিনের কারাদণ্ড

বাবার নামে ঠিকাদারি লাইসেন্স, ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত