আরাভ কান্ডে তোলপাড়
১৮ মার্চ ২০২৩, ১১:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ পিএম
বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধনের ঘোষণা দেন ফেসবুক লাইফে। কয়েকদিন সেই ‘সাকিব লাইফ’ প্রচারের পর ১৫ মার্চ দুবাইয়ে রাজকীয়ভাবে আরাভ জুয়েলার্স উদ্বোধন করা হয়। এরপর প্রকাশ পায় সাকিব যার ব্যবসার মডেল হয়ে দুবাই গেছেন তিনি খুনের মামলার আসামি এবং পলাতক। দুবাইতে রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত আরাভ খানের বিরুদ্ধে এখনো ১২টি ওয়ারেন্ট। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের বদলে আলোচনায় চলে আসে খুনের আসামি আরাভ খানের নাম। এর মধ্যে চলে আসে পুলিশের একজন সাবেক উর্ধ্বতন কর্মকর্তার নাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ব্লগ, টুইটার এবং ইউটিউবে এনিয়ে তোলপাড় চলছে। গণমাধ্যমের মতো ওই সব সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সম্পাদকীয় নীতি’র বালাই না থাকায় যে যেভাবে পারছেন পোস্ট দিচ্ছেন, লাইক, কমেন্ট করছেন। অনেকেই লিখেছেন আরাভ খান ভয়ঙ্কর সুন্দর। তিনি পুলিশ খুনের আসামি অথচ দুবাইয়ে সুন্দর ব্যবসা করছেন নির্বিঘেœ। দেশে আসেন যান-ভারতের নাগরিত্ব নেন; কিন্তু আমাদের পুলিশ খোঁজ রাখছে না। রাজপথে বিএনপিকে যারা নিত্য পেটান তাদের খাতায় আরাভ খান পলাতক।
দুবাইয়ে সাকিব আল হাসানের হোস্ট পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম। তিনি এখন দুবাইয়ে স্বর্ণের অনেক বড় ব্যবসায়ী। তিনি দুবাইতে ‘আরাভ জুয়েলার্সের’ মালিক। আলাদিনের চেরাগ পাওয়া এক জাদুকর। মাত্র ৪ থেকে ৫ বছরে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি ভারতের নাগরিত্ব নিয়ে দুবাইয়ে ব্যবসা করছেন এবং মাঝে বাংলাদেশও ঘুরে গেছেন। দুবাইয়ের ওই আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে চলছে নানা গুঞ্জন। কীভাবে আরাভ ঢাকায় পুলিশ হত্যা করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত গেল, কীভাবে ভারতের নাগরিকত্ব নিয়ে দুবাই গেল, এত টাকার উৎস কী এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ তথ্য উপস্থাপন করা হয়েছে যে আরাভ খান মূলত আমেরিকায় নিষেধাজ্ঞা প্রাপ্ত এবং পুলিশের সাবেক এক মহাপরিদর্শকের ব্যবসায়ির পার্টনার। কেউ কেউ লিখেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের টাকায় ওই জুয়েলারি দোকান খোলা হয়েছে। এখন সর্বোত্রই আলোচনা-বিতর্ক কে এই আরাভ খান? তার খুঁটির জোর কোথায়? সংযুক্ত আরব আমিতাতে আরাভ খান এখন বিশাল ব্যবসায়ী। রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। দুবাইয়ে পলাতক খুনের আসামি আরাভ খানের ধন-সম্পদের ফিরিস্তি দিয়ে বলা হয় আরাভ খান দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ এর মালিক। তার ওই দোকানে রেকর্ড পরিমাণ স্বর্ণের মজুত রয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের ৬৫ তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাটের (নম্বর-৬৫১০) মালিক আরাভ খান। এছাড়াও দুবাই শহরে আরও ৪-৫টি ফ্ল্যাট রয়েছে। বাগান ও সুইমিংপুলসহ একটি ডুপ্লেক্স বাড়িও বানিয়েছেন। তার বিলাসবহুল একাধিক সব গাড়িও রয়েছে। সাবিক হাসান খানরা যে দোকান উদ্বোধন করেন সেই আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি স্বর্ণ দিয়ে বানানো হয় বাজপাখির আদলে একটি লোগো। আড়াই মাস সময়ে এই লোগো তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে আলোচনায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সাকিব আল হাসানকে আগেই তথ্য দেয়া হয়েছিল দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান হত্যা মামলার আসামি। সোর্সের মাধ্যমে তাকে জানানোর পরও তিনি দুবাই গেছেন। খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীর আহমেদ সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার। আইন-শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা আরাভ খানকে স্বর্ণের ব্যবসার জন্য টাকা দিয়েছে। এ ধরনের কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিকভাবে কোনো নাম আমরা এখনো পাইনি। মিডিয়া তো আমাদের বলেনি। আসলে উনি কে। স্বর্ণের ব্যবসা হলো দুবাইতে। হত্যা মামলা হওয়ার পর চার্জশীট হলো। এরপর আমরা তার কিছু তথ্য পেয়ে গেছি। আমরা আরো খোঁজ নিচ্ছি। আমাদের এখনো কোনো সুস্পষ্ট কোনো তথ্য নেই। যারা বলেন রং লাগানোর জন্য বলেন। যারা এই নিউজটা করেছেন তারা তো আমাদের গোপনেও এটা বলতে পারেন।
এর মধ্যে গত ১৬ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১২টা ২২ মিনিটে পুলিশ হত্যা মামলার আসামি ওই আরাভ খান নিজের ফেসবুক পেজে এক লাইভে বলেন, আমি খুনের (পুলিশ পরিদর্শক মামুন এমরান) ঘটনায় জড়িত ছিলামই না। জড়িত থাকলে এখনই পালিয়ে যেতাম। খুন হয়েছে আমার অফিসে। এ জন্য বিচার হলে মাথা পেতে নেব আমি। আল্লাহ যেটা কপালে রাখছে সেটা হবে। আমার অফিসে মার্ডার হয়েছে এটার যদি কোনো সাজা বা বিচার হয়ে থাকে, সেটা মাননীয় আদালত আমার বিচার করবে। আমি মাথা পেতে নেব। যতটুক অপরাধ করেছি ততটুকু সাজা হোক এটা চাই। এর আগে অপর এক বার্তায় হত্যা মামলার আসামি আরাভ খান বলেছেন, ‘আমি খুনের সঙ্গে জড়িত নই খুনের আসামি নই, তবে গুমের সঙ্গে জড়িত এবং গুমের আসামি।’
এদিকে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আরাভ খানকে দুবাই থেকে ঢাকায় ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা চাইতে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে। এরই মধ্যে তাকে (আরাভ খান) কে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।’
দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে পুলিশের একজন সাবেক আইজি ওই (আরাভ খানের জুয়েলারি) ব্যবসায় বিনিয়োগ করেছেন। অনেকেই আকারে ইংগিতে সেই সাবেক আইজিপির দিকে আঙুল তুললেও কেউ কেউ সরাসরি নাম বলেছেন। বেনজির আহমেদ গতকাল শনিবার দুপুর সাড়ে ৩টায় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেছেন, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। পোস্টে বেনজীর আহমেদ লিখেছেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই, যে আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’
এদিকে বাংলাদেশের এখন আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার দুর্নীতি ও অপরাধকা- নিয়ে কথা বলার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ঢাকায় পুলিশ হত্যার আসামি রবিউল ইসলাম দুবাইয়ে আরাভ খান নামে স্বর্ণের বড় ব্যবসায়ী বনে গিয়েছেন। এই ঘটনায় পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। কিন্তু ভয়ে সেই নাম কেউ মুখে আনতে পারছেন না। দিনমজুরের ছেলে স্বর্ণ দিয়ে লোগো বানায়। তাও মাত্র ৪ থেকে ৫ বছরে। কী পরিমাণ টাকা লুটপাট। এটা কি তার টাকা? আমরা পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শুনি। তার নাম আমরা নিতে পারছি না।
উল্লেখ, ২০১৮ সালের ৭ জুলাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যাকা-ের আসামি এই আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা। রাজধানীর বনানীতে তার অফিসে এই হত্যাকা-টি সংঘটিত হয়েছিল। এরপর সে পালিয়ে ভারতে চলে যায়। ভারতের কোলকাতার নারায়ণপুর বস্তিতে একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপন করে। সেখানে বিয়েও করে। এরপর ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমায় দুবাইয়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে ওঠে। ওইদিন পুলিশের স্পেশাল ব্র্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন এমরান খান রহমত উল্লাহ নামের এক ব্যক্তির আমন্ত্রণে রাজধানীর বনানীর একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাকে ‘ব্ল্যাকমেল‘ করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, এই ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মামুনকে ফাঁদে ফেলে বনানীর ওই বাসায় ডেকে নেয়া হয়। সেখানে তাকে বেঁধে, স্কচটেপ দিয়ে মুখ আটকে নির্মমভাবে নির্যাতন করা হয়। এক একপর্যায়ে পরিদর্শক মামুন মারা যান। পরে তার লাশ গুম করতে গাজীপুরের কালীগঞ্জে জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা। পরে সেখান থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়। ওই হত্যাকা-ে রহমত উল্লাহ, রবিউল ইসলাম, সুরাইয়া আক্তার কেয়া, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারওয়ার হোসেন, মেহেরুন্নিসা ওরফে স্বর্ণা ও ফারিয়া বিনতে মাইসাকে আসামি করে বনানী থানায় হত্যা মামলা করে মামুনের পরিবার। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ এবং রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেখানে রবিউল ইসলামকে পলাতক উল্লেখ করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা