চট্টগ্রামে সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : বেদখল ফুটপাথ সড়কে বিশৃঙ্খলা

হাঁসফাঁস গরমে তীব্র যানজট

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৬ জুন ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

অস্বাভাবিক গরমে হাঁসফাঁস জীবন। এ অবস্থায় বন্দরনগরী জুড়ে তীব্র যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচ- রোদে আটকে পড়া যানবাহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়কে যত্রতত্র সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি, উন্নয়ন প্রকল্পে ধীরগতি, ফুটপাত ও রাস্তা দখল, অবৈধ ছোট যানবাহনের আধিক্য, সেইসাথে ট্রাফিক আইন না মানার প্রবণতা দেশের দ্বিতীয় বৃহত্তম এ মহানগরীতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তীব্র যানজটে আটকা পড়ে বিনষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। দুঃসময়ে অপচয় হচ্ছে জ্বালানি তেলের। যথাসময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম।
গতকাল মঙ্গলবার মহানগরীর প্রায় প্রতিটি সড়কেই ছিল তীব্র যানজট। কোন কোন এলাকায় সড়ক ছাড়িয়ে অসহনীয় জট বিস্তৃত হয় অলিগলি পর্যন্ত। তাতে দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। সরেজমিন দেখা যায়, মহানগরীর প্রধান সড়কের ইপিজেড মোড়, সল্টগোলা ক্রসিং, বন্দর-ফকিরহাট, বারিক বিল্ডিং, দেওয়ানহট থেকে টাইগারপাস, জাকির হোসেন রোড, জিইসি মোড়, ষোলশহর ২নং গেইট, বহদ্দারহাট, মুরাদপুরসহ বেশিরভাগ ব্যস্ততম মোড়ে ছিল যানজট সেইসাথে জনজট। কাস্টম মোড় থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এর ফলে সড়কের ওই অংশে যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে।

একইচিত্র দেওয়ানহাট মোড় থেকে টাইগারপাস হয়ে লালখান বাজার পর্যন্ত। এ দুটি এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট অব্যাহত থাকছে। নগরীর অন্যতম জংশন মুরাদপুরে কালভার্ট নির্মাণের কাজ চলছে কয়েক মাস ধরে। সড়কের একপাশ বন্ধ করে খোঁড়াখুঁড়ি করায় ওই এলাকায় রাতে-দিনে যানজট এখন স্থায়ী। ঝুঁকিপূর্ণ সড়ক পার হয়ে ফুটওভার ব্রিজ ধরে রাস্তা পার হতে গিয়ে তীব্র জনজট হচ্ছে ওই এলাকায়। উত্তর চট্টগ্রামের সাথে মহানগরীর সংযোগস্থলের এমন বেহাল অবস্থায় আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়ছে। মহানগরীর সবকটি প্রবেশপথেই চরম বিশৃঙ্খলা। একে খান গেইট এলাকায় সড়কের ওপর টার্মিনাল ও দূরপাল্লার বাসের কাউন্টার।

রাস্তায় বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা হচ্ছে। ফলে মহানগরীতে প্রবেশ এবং বের হওয়ার পথে যানবাহনগুলোকে যানজটে আটকা পড়তে হচ্ছে। কালুরঘাট সেতুতে একমুখী যানবাহন চলছে। সেখানেও যানজট এখন নিত্যদিনের চিত্র। নগরীর অক্সিজেন মোড়ের অবস্থা আরও বেহাল। এ কে খান গেইট থেকে সাগরিকা হয়ে পোর্ট কানেকটিং রোডের দুইপাশ দখল করে রাখা হচ্ছে আমদানি-রফতানি পণ্যবাহি ভারি যানবাহন। ফলে ওই সড়কটিতে ভারি যানবাহন আটকা পড়ছে। কর্ণফুলী সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানমুখি যানবাহনের চাপ সেতুর দুইপ্রান্তে।

সেতুর উত্তরপ্রান্তে অঘোষিত বাস টার্মিনাল। অসংখ্য যাত্রীবাহি বাস সড়কে দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা হচ্ছে। ওই চত্বরকে ঘিরে সেতু এলাকার আশপাশের সড়কগুলোতে চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এর প্রভাবে বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু সংযোগ সড়ক এবং চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ এলাকার সড়কগুলোতেও যানজট হচ্ছে। অর্থবছরের শেষদিকে এসে চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি বেড়েছে। এ অবস্থায় বন্দরমুখি ভারি যানবাহনের চাপও বাড়ছে। পতেঙ্গা এলাকায় গড়েওঠা বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতেও ভারি যানবাহনের চাপ। এর ফলে চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার সড়কগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে।

গতকাল চট্টগ্রাম ইপিজেড, সল্টগোলা ক্রসিং থেকে বারিক বিল্ডিং হয়ে মাঝিরঘাট ও সদরঘাট সড়কেও তীব্র যানজট দেখা যায়। মহানগরীর বেশিরভাগ ফুটপাত বেদখলে। ফুটপাত এবং সড়ক দখল করে বসানো হয়েছে পণ্যের পসরা। সড়কে রাখা হচ্ছে যানবাহন, নির্মাণ সামগ্রী। মহানগরীতে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ। ফুটপাত বেদখল হওয়ায় লোকজন বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে চলাচল করছে। তাতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মহানগরীতে রিকশার জোয়ার। বৈধ-অবৈধ মিলিয়ে দুই লক্ষাধিক রিকশা চলছে নগরীতে। আছে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা, টমটম, টুকটুকিসহ ছোট যানবাহন। ছোট যানবাহনের কারণেও সড়কে যানজট হচ্ছে।

সিটি সার্ভিসের বাস-মিনিবাস, হিউম্যান হলার ও টেম্পু চালকেরা ট্রাফিক আইনের ব্যাপারে উদাসীন। গুরুত্বপূর্ণ মোড়ে বাস-মিনিবাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা হচ্ছে। তাতে সড়কে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বাণিজ্যিক রাজধানীখ্যাত এ মহানগরীতে নেই স্থায়ী কোন বাস টার্মিনাল। সিটি সার্ভিসের বাস ও দূরপাল্লার যানবাহন রাখা হয় সড়কে। মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বাস কাউন্টার। এসব কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছাড়ছে। নগরীর হাটবাজার ও আড়তে আসা শাকসবজি, ফলমূলবোঝাই সারি সারি ট্রাক রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা হচ্ছে। সড়ক দখল করে নামানো হচ্ছে মালামাল।

এর ফলে স্বাভাবিক যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। বিগত কয়েক বছরের মহানগরীর যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে একাধিক ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণ করা হয়। বেশিরভাগ ফ্লাইওভার ফাঁক থাকছে। আর ফ্লাইওভারের নিচে তীব্র যানজট। সড়ক বেদখল হয়ে যাওয়ায় সুফল পাচ্ছে না নগরবাসী। এছাড়া সেবাসংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে। বিভিন্ন সংস্থা সড়কে কাটাকাটি করছে। কাজ শেষ না করেই কাটা সড়ক ফেলে রাখা হচ্ছে। তাতে মানুষের দুর্ভোগ শুধু বাড়ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ

বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া

অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি

ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি

সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম

সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা

সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা

হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ

হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা

নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল

নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল

বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত

বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার

পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার

কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩

কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩

বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে-  আল্লামা তারেক মনোয়ার

বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই

"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"

"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"

পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া