বিভিন্নস্থানে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৪
১৪ জুলাই ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
চার জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো সংঘঠিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা।
নগরীর কাটাখালী থানার এসআই আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল চিকিৎসাধীন। বিকালে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুই আরোহী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুছাপুর ক্লোজার রোডে টিকু মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত তামজিদ কুমিল্লার লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গাজীমুড়া এলাকার আবু তাহেরের ছেলে। আহতরা হলো- কুমিল্লার লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গাজীমুড়া এলাকার সুরুজের ছেলে মহিন, একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ফাহাদ। আহতদের মধ্যে ফাহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত মহিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, গতকাল সকালে কুমিল্লার লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গাজীমুড়া এলাকা থেকে ৩ মোটরসাইকেলে ৬ বন্ধু মিলে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে আসে। এসময় তারা ক্লোজার রোডে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে টিকুর দোকানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়ি গাছের সাথে ধাক্কা খায়। এসময় অপর দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একে-অন্যটির সাথে ধাক্কা খেয়ে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎক তামজিদকে মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাত জানান, গতকাল বেলা ১ টায় মোটরসাইকেলের ধাক্কায় ঈশ্বরদী-পাকশী-পাবনা সড়কে জিগাতলা নামক স্থানে আব্দুল করিম (৬২) নামের একজন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত হয়েছে। সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের জিগাতলা গ্রামের আসেনুদ্দীনের ছেলে। জানা গেছে, বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় প্রচ- আঘাত প্রাপ্ত হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নীলফামারী : নীলফামারীতে মোটরসাইকেলের সঙ্গে কুকুরের ধাক্কা খেয়ে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সৌরভ। গতকাল শুক্রবার সকাল ১০টায় নীলফামারী-গোড়গ্রাম সড়কের শালমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ইসলাম জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বড়বাড়ি পাড়া গ্রামের মো. হাসানুর রহমানের ছেলে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা