পশু পালনে স্বাবলম্বী ফরিদপুরের রানা
১৪ জুলাই ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ফরিদপুর চড়ের ছেলে রানা ইনকিলাব পত্রিকা পড়ে পশু পালনে স্বাবলম্বী হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার এ আনন্দের খবর জানালেন, ফরিদপুর ইনকিলাবের সংবাদদাতার নিকট। তিনি বললেন, আমি ছোটবেলা থেকেই দৈনিক ইনকিলাব পড়ি। ইনকিলাবে ইসলামিক পাতা, এবং কৃষির খবর, খামারিদের উপর যেসব সংবাদগুলো লিখেন সেগুলো পড়ে আমি উৎসাহী হই এবং পশু পালন শুরু করে আজ আমি স্বাবলম্বী। তিনি বলেন, অল্প কয়েটা দুধের গাভী কয়েকটা ষাঁড় পালনেও স্বাবলম্বী হওয়া যায়।
ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম মেধা ও আন্তরিকতার সাথে যা কিছু করা যায়, তাতে জীবনে সাফাল্য আসবেই। ঠিক এমনটা বাস্তবরূপ দিয়ে নিজেদের জীবনের অভাবের চাকা ঘুরিয়ে আজ স্বাবলম্বী হয়েছেন, ফরিদপুর সদর থানার চরমাধবদিয়া ইউনিয়নের রামকান্তৎংর এলাকার মো. রানা। চরমাধবদিয়ার জোসনা বেগম, নর্থচানেলের আইয়ুব মিয়া, অম্বিকাপুরের ফরিদা বেগম, লক্ষীপুর মডেল টাইউনের সাগর মিয়া। এরা প্রত্যেকে ২ টি গাভী ও ২ টি ষাঁড় দিয়ে নিজ ভিটায় ছোট খামার করেন। ছোট খামারি থেকে সকলেই আজ তারা বেশ স্বাবলম্বী হয়ে উঠছেন। এক সময় এদের অভাবের সংসার ছিল। এখন কারো ঘরেই অভাব নাই। সব অভাব কাটিয়ে অর্থনৈতিক ভাবে আজ উভয়ে স্বাবলম্বী।
দৈনিক ইনকিলাবের সাথে কথা হয় মো. রানার সাথে, তিনি জানান, পূর্বে আমার সংসার খুব বেশি স্বচ্ছল ছিল না। আজ আমি কোটি টাকার সম্পদের মালিক। আমার ফার্মে এখন অনেক গরু। আজ সবাই রানা সাহেব নামে ডাকতে শুরু করছেন।
১৯৯৮ সালে মাত্র ১০টি বলদ ও ষাঁড় গরু দিয়ে নিজ বাড়িতে ছোট একটি ঘড়ে পশু পালন শুরু করেন। সেই রানা আজ ফরিদপুর জেলার মধ্যে একজন আর্দশবান কৃষক এবং ডেইরি ফার্মের মালিক। একাধারে নিজ বাড়ির দিঘিতে মৎস্য চাষও করেন তিনি। এক সময় তার মাঠের জমি ছাড়া কোন সম্পদই ছিল না। এখন তিনি সদর থানার মধ্যে একজন বিশাল ধনাঢ্য ডেইরি ফার্ম মালিক। রানার নিজ বাড়িতে ৪ বিঘা জমির উপর এক সাথে “আফিয়া ইমনাত ডেইরি ফার্ম” “আফিয়া মৎস চাষ,” “আফিয়া ফলদ বাগান”নাম দিয়ে আলাদাভাবে তিনটি প্রজেক্ট শুরু করেছেন। আজ সে যথেষ্ট স্বাবলম্বী।
মো. রানা ইনকিলাবকে আরো জানান, আজ আমি বিশাল ফার্মের মালিক। আমার ফার্মে ছোট বড় ৬০/৭০ টি গরু আছে। প্রত্যেকটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা। এই বছর কোরবানির পশুর হাটে আমার ফার্মের বেশ কিছু গরু বিক্রি করেছি। এতে আমার কয়েক লাখ টাকা নগদ পুঁজি দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, প্রতি বছর আমি কমপক্ষে এক কোটি থেকে এক কেটি ১০ লাখ টাকার পশু কোরবানির হাটে বিক্রি করি। তবে এখন খরচও বেড়ে গেছে তিনগুন। গো খাদ্যের যেমন অভাব, তেমনি বাজারের খাবারেরও দামও অনেক। নিজের ফার্মে নিজেই লেবার এবং কামলা। গরুর গোসল খাবার ময়লা আবর্জনা সব নিজেই পরিষ্কার করি। পাশা-পাশি গরুর গোবর সংরক্ষন করছি। এ বছর থেকেই গোবর দিয়ে জৈব সারের প্লান্ট এবং প্রাকৃতিক গ্যাস তৈরী করার কাজে হাত দিয়েছি। এ জন্য আর ২ বিঘা জমি কাজের উপযোগী করে তুলছি।
তিনি আরো বলেন, ফরিদপুর কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে লোন পেয়ে এসব কাজের পিছনে খরচ করে বহু অগ্রগামী হচ্ছি।
ফরিদপুর কৃষি ব্যংকের আঞ্চলিক মূখ্য কর্মকর্তা মোহম্মদ তাইয়েবুর রহমান ইনকিলাবকে বলেন, রানার ফার্ম পরিদর্শন করেছি তার বেশ সফলতা লক্ষ্য করেছি। তাকে আরও লোন পাইতে সুপারিশ করার আশাও দেন তিনি।
রানা ইনকিলাবকে আরো জানান, এসব কাজের পিছনে বেশী উৎসাহিত করছেন, আমার স্ত্রী লাবনী আক্তার এবং দৈনিক ইনকিলাব পত্রিকা। ইনকিলাবের কৃষি ও খামারির এবং ধর্মীয় বিষয় কিছু সংবাদ থাকে, এগুলো পড়ে আমি বেশী জ্ঞান অর্জন করছি। পাশাপাশি শ্রম দিয়ে মেধা খাটিয়ে সবকিছু সম্ভব হয়েছে। তাই আজ আমি স্বাবলম্বী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা