নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত
০২ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী গভীর নিম্নচাপের প্রভাবে বর্ষার মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। এর ফলে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ, বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। তবে শ্রাবণের তৃতীয় সপ্তাহে এসে এ বৃষ্টিপাত মৌসুমের এ পর্যায়ে যথেষ্ট নয়। বর্ষণে গরমের দাপট কিছুটা কমেছে, এসেছে আপাতত স্বস্তি। গতকাল ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৮ মিলিমিটার। এ সময়ে চট্টগ্রামে ৬১, সন্দ্বীপে ১০০, ঢাকায় ২২, সীতাকু-ে ৮১, ফেনীতে ৫০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সে.। ঢাকায় পারদ নেমে এসেছে দিনে সর্বোচ্চ ৩০.৫ এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সে.। ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগে বিচ্ছিন্ন হালকা ছিটেফোটা বৃষ্টিপাত হয়েছে। উত্তরাঞ্চলের উভয় বিভাগের অনেক জায়গায় শ্রাবণের ভরা বর্ষা মৌসুমেও পানির অভাবে ফসলের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে কোথাও কোথাও।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ৫ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে গত রাতে আবহাওয়া বিভাগ জানায়, খুলনা উপকূলে অবস্থানরত মৌসুমী গভীর নিম্নচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহার এলাকা দিয়ে কেটে যাচ্ছে। বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়। মৌসুমী নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে। তবে নিম্নচাপ কেটে গেলে তা প্রত্যাহার করা হতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্রান্স ছাড়ছেন দেশম
পাকিস্তানের জরিমানায় সুবিধা বাংলাদেশের
এসএ গেমস নভেম্বরে
এক যুগের মধ্যে তলানীতে কোহলি
আবাহনীর কাছে হেরে আলফাজের উপলব্ধি
এবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে পুরুষ সাফ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
ব্যাংকে ডলারের সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা
বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি
সবাই ভাবে রাজপথ দখলে নিলেই সমাধান -ডিএমপি কমিশনার
এস আলমের ছেলেসহ ৫৪ জনের নামে মামলা অনুমোদন
জাতীয় হজনীতি অনুযায়ী হজ কোটা নির্ধারণ করতে হবে
এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭২৯৪
চালের দাম বৃদ্ধির ৫ অজুহাত
টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের
নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বার্ন ইউনিটের নির্মাণ কাজ
বেড সঙ্কটে হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের
বিগত সরকারের চুরির ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ-গ্যাসের দাম ও ট্যাক্স বাড়াতে হচ্ছে