আইনে কী পরিবর্তন হয়েছে ভালোভাবে দেখতে হবে : গায়েন লুইস
০৮ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
‘ডিজিটাল নিরাপত্তা আইন’র পরিবর্তে ‘সাইবার নিরাপত্তা আইন’ করার সরকারি সিদ্ধান্তে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সন্তুষ্টির কথা জানান। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যে পরিবর্তন আনা হয়েছে বলে জানতে পেরেছি সেটি সত্য হলে আমি খুশি।
জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। আইনটিকে ভালোভাবে যাচাই করার মতো কারিগরি জ্ঞানসম্পর্কিত ব্যক্তি আমি নই। কিন্তু এই পরিবর্তনে আমি খুব খুশি। আইনে কী পরিবর্তন করা হয়েছে, তা আমাদের ভালো করে দেখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন এখন আর নেই। সেখানে নতুন আইন প্রতিস্থাপন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, আমি টেকনিক্যাল পারসন নই। সাইবার নিরাপত্তা আইনটি আমি দেখিওনি। তবে তারা (সরকার) যা করেছে তা প্রশংসনীয়।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি সংশোধনও না, রহিতও না। এটি পরিবর্তন করা হয়েছে। আইনটিতে এত বেশি পরিবর্তন হয়েছে যে, পুরনো নামটি রাখলে সংশোধনীই বলতে হতো। আর এতে মানুষ বিভ্রান্ত হতো। আইনের ব্যাপ্তি বাড়ানোর জন্যই নামটি রাখা হয়েছে ‘সাইবার সিকিউরিটি আইন।’ গোয়েন লুইসের সঙ্গে কি কথা হয়েছে-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, গতকাল (সোমবার) আপনাদের সঙ্গে যা বলেছি গোয়েন লুইসের সঙ্গেও সেটিই বলেছি। অন্যান্য আলোচনার সঙ্গে সাইবার নিরাপত্তা আইন নিয়েও কথা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন যখন সাইবার নিরাপত্তা আইনের একটি দফার মধ্যে আছে, সেহেতু এটিকে রহিত করা হয়েছে। আল্টেমেটলি এটিকে রহিত করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব টেকনিক্যাল ধারা ছিল, সাইবার নিরাপত্তা আইনেও একই টেকনিক্যাল ধারাগুলো আছে। সে জন্য আমি সবসময় বলছি যে, এটি পরিবর্তন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনও হয়নি। আবার সম্পূর্ণভাবে যদি কেউ বলে যে ডিজিটাল সিকিউরিটি আইন রহিত করা হয়েছে- তেমনটিও নয়।
ডিজিটাল সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে সেগুলোর পরিণতি কি হবে-জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। কারণ হচ্ছে, আইনের অবস্থান হচ্ছে, যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি যে অপরাধ করেছেন, তাকে আদালত দিতে পারেন। সেখানে আমরা চিন্তাভাবনা করবো। এই আইনে যেহেতু শাস্তির পরিমাণ অনেকাংশেই কমানো হয়েছে। সরকারের ও আইনসভার উদ্দেশ্য সেই কমানোটা যাতে বাস্তবায়িত হয় সেই চেষ্টা করা।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, সাইবার নিরাপত্তা আইন জনগণেরর জন্য আরও ভোগান্তির কারণ হবে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি ঢালাওভাবে মন্তব্য করতে চাই না। কিন্তু তারা জিনিসটা না পড়েই এ মন্তব্য করছেন। যেহেতু তারা পড়েননি তাই তারা বোঝেনওনি। এ কারণেই এ ধরণের মন্তব্য করছেন। অংশীজনরা দেখুক। আপনারাও (সংবাদ মাধ্যম) দেখেন। নতুন প্রস্তাবিত আইন সম্পর্কে ড. শাহদীন মালিকসহ আইনজীবীরা বলছেন, এতে মানুষের হয়রানি কমবে না। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, আমাদের কোনও পদক্ষেপই তারা ভালো মনে করেন না। কিন্তু আমাদের পদক্ষেপে দেশের জন্য ভালো হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক