ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

হবু বরসহ সড়কে নিহত ৮

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। এরমধ্যে রাজশাহীর বাঘায় জুয়েল রানা নামে এক হবু বরসহ টাঙ্গাইলে ৩, ঝিনাইদহের শৈলকুপায় ২, কুষ্টিয়া ও নোয়াখালীতে ১ জন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বর জুয়েল রানা নিহত হয়েছেন। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। এমন সময় খবর এল সড়ক দুর্ঘটনায় মারা গেছে হবু বর জুয়েল রানা। জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের মোস্তফা আলীর ছেলে। জানা যায়, জুয়েল রানা গতকাল বৃহস্পতিবার দুপুরে মাথার চুল কাটাতে বিনোদপুর বাজারে গিয়েছিলেন। সেলুনে চুল কাটিয়ে বিকাল ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা মোস্তফা আলী জানান, আজ শুক্রবার একই উপজেলার মীরগঞ্জ গ্রামের তজলু মেম্বারের ভাতিজির সঙ্গে জুয়েল রানা বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। বিনোদপুর বাজার থেকে মাথার চুল কাটিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভটভটির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘা থানায় দেওয়া হয়েছে। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়ায় থেকে জানান, কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
মিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাজেদা খাতুন একটি ভ্যান থেকে নেমে রাস্তা পার হয়ে নিজ বাড়ি যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত একটি স্টিয়ারিং তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্টিয়ারিংয়ের চালককে আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেলা, সখিপুর উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী ও সখিপুরে মোটরসাইকেল ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিহত হয়েছে।
ধনবাড়ী থানার পরিদর্শক তদন্ত ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতরা হলেন-পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা দুজনেই প্রশিকা এনজিওতে চাকরি করতেন।
অপরদিকে, টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার সময় বাসাইল উপজেলার বাসুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিয়া মুক্তি উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে টাঙ্গাইলের করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সূত্রে জানা যায়, মুনিয়া সন্ধ্যায় ভাইয়ের সাথে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয়ের হলে যাচ্ছিলেন। এ সময় পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মুনিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় যাওয়ার সময় পথিমধ্যে মির্জাপুরের গোড়াই নামক স্থানে রাত ১১টায় তার মৃত্যু হয়।
শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বড়দাহ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঝিনাইদহের হড়িনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত একই গ্রামের আক্কাস মিস্ত্রির ছেলে খোকন হোসেনকে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ সময় নসিমনের চালক হাসান এবং দুই যাত্রী আব্দুস সাত্তার ও আহাদ আলীসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে সাত্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, নোয়াখালী সেনবাগে গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় সেনবাগ রাস্তার মাথা সড়কের শাহাপুর খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাঈন উদ্দিন নিলয় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিলয় ওই সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। একই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যান এবং বাইক চালাককে আটক করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আরও

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল

যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি

যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন