চবি ছাত্রলীগের কমিটি বাতিলের নাটক’
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি জাতীয় দৈনিক কর্মরত বিশ^বিদ্যালয় প্রতিনিধিকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার কলা অনুষদের সামনে প্রকাশ্যে ১০-১৫ জন কর্মী তার উপর হামলা করে বেধড়ক পিটুনি দেয়। রক্তাক্ত অবস্থায় আহত মোশাররফ শাহকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। হামলাকারীরা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে জানিয়েছেন আহত ওই শিক্ষার্থী। এদিকে দুই গ্রুপের ক্যাডারদের মধ্যে টানা সংঘাত-সহিংসতা এবং সর্বশেষ সাংবাদিক পেটানোর ঘটনার পর বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে।
মোশাররফ শাহ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির সদস্য। ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার মোশাররফ শাহ বলেন, সাড়ে ১১ টার দিকে ভিসি কার্যালয়ে যাচ্ছিলাম। এসময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে। মারধরের সময় তারা ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার হুমকি দিয়ে বলেন- আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।
আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তার হাতেও আঘাত আছে। উন্নত চিকিৎসা জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনা শুনেছি। যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমি ঘটনার পর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র গিয়েছি। তাকে চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্রলীগের দুটি গ্রুপ গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে নিজেদের মধ্যে একের পর এক সংঘাত-সহিংসতায় লিপ্ত হচ্ছে। বৃহস্পতিবার নিজেদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্র নিয়ে অংশ নেয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। তাদের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা ওই সাংবাদিকের ওপর হামলা করেছে। নিজেদের মধ্যে মারামারি ছাড়াও ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। দুটি গ্রুপের একটি শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর অনুসারী এবং অপর গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনে অনুসারী হিসেবে পরিচিত। একের পর এক নানা অপকর্ম করার পর অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে ওই ঘোষণার পরও তাদের দাপট কমছে না। ছাত্রলীগের নামেই তারা ক্যাম্পাসে নানা অপকর্ম অব্যাহত রেখেছে।
এদিকে নিজেদের মধ্যে একের পর সংঘাত-সহিংসতা এবং সর্বশেষ এক সাংবাদিকদের পিটিয়ে আহত করার পর গতকাল বিকেলে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। যদিও এ ঘটনাকে দোষীদের আড়াল করতে নাটক বলছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০২২ সালের ৩১ জুলাই ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে