পাসপোর্ট ছাড়াই ইমিগ্রেশন সুবিধা দেবে চাঙ্গি এয়ারপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
২০২৪ সাল থেকে বিশ্বের অন্যতম সেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ভ্রমণসেবাকে আরও সহজ ও উপভোগ্য করার লক্ষ্যে পাসপোর্ট বিহীন চলাচল সুবিধা চালু করবে। এতে করে দেশটি থেকে পাসপোর্ট ছাড়াই শুধু বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে যাত্রীরা বিমানে ভ্রমণ করতে পারবেন।
গত সোমবার সংসদীয় অধিবেশনে সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও এই তথ্যটি নিশ্চিত করেন। একইসাথে এ উদ্যোগের কারণে দেশটির আইনে বেশকিছু পরিবর্তন এনে নতুন ইমিগ্রেশন অ্যাক্ট পাশ করা হয়েছে। অধিবেশনে জোসেফিন তেও বলেন, ‘সিঙ্গাপুর বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি হতে যাচ্ছে যারা পাসপোর্ট ছাড়াই স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সুবিধা চালু করতে যাচ্ছে।’
যদিও ইতিমধ্যেই চাঙ্গি বিমানবন্দরে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন, এর ইমিগ্রেশন চেকপয়েন্টের স্বয়ংক্রিয় লাইনে রয়েছে বায়োমেট্রিক প্রযুক্তি ও ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। তবে জোসেফিন তেও জানান, প্রযুক্তিটি ব্যবহারের ফলে বারবার যাত্রীদের ট্রাভেল ডকুমেন্ট প্রদর্শনের ঝামেলা থেকে মুক্তি দেবে। এতে করে জায়গায় জায়গায় ভ্রমণ সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে না।
এক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিটি অথেনটিকেশনের ক্ষেত্রে একক টোকেন হিসেবে ব্যবহার করা হবে। এই টোকেনটিই পরবর্তীতে বোর্ডিং, ব্যাগ সংগ্রহের মতো জায়গায় কাজে লাগানো হবে। তবে পাসপোর্টের প্রয়োজনীয়তা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। কেননা সিঙ্গাপুরের বাইরের বেশিরভাগ বিমানবন্দরগুলোতেই পাসপোর্ট ফ্রি ক্লিয়ারেন্স সুবিধা নেই। তাই সেক্ষেত্রে ঐসব বিমানবন্দরের জন্য আপাতত পাসপোর্ট সাথেই রাখতে হবে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে বিশ্বের অন্যতম ব্যস্ত ও উন্নত এয়ারপোর্টের একটি। এতে রয়েছে নিয়মিত মোট ১০০ এয়ারলাইন্সের যাতায়াত। বিমানবন্দরটি থেকে বিশ্বের মোট ১০০ টি দেশের ৪০০ শহরে যাতায়াত করা যায়। গত জুন মাসেই বিমানবন্দরটিতে মোট ৫২ লাখ যাত্রী যাতায়াত করেছে। ২০২০ সালের জানুয়ারী মাসে করোনা শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ। বর্তমানে চাঙ্গি বিমানবন্দরে মোট চারটি টার্মিনাল রয়েছে। ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে এতে পঞ্চম টার্মিনাল যুক্তের কাজ চলছে। সূত্র : সিএনএন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে