সিসিটিভি ফুটেজ প্রচারে অপরাধীরা গা ঢাকা দিয়েছে ----ডিসি তেজগাঁও
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীর তেজগাঁওয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে ‘টার্গেট’ করে এলোপাতাড়ি গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে চলে গেছে। তবে যে বা যারা এ ঘটনায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সম্প্রতি আলোচিত এই মামলায় আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইমন তার প্রতিপক্ষ আরেক শীর্ষ সন্ত্রাসী মামুনকে খুনের পরিকল্পনা করেন। দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর বের হওয়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও দিয়ে যাবার সময় সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের ছোঁড়া এলোপাতাড়ি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুবন চন্দ্র শীল ও মো. আরিফুল নামে দুই পথচারী আহত হন। তাদের মধ্যে সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনি পরামর্শক ভুবন চন্দ্র মারা যান।
আলোচিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো অগ্রগতি করতে পারেনি। এ নিয়ে সাংবাদিকের প্রশ্ন ছিলো তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে।
আজিমুল হক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অত্যন্ত লোমহর্ষক এই ঘটনার পর পুলিশ প্রথম থেকে কাজ করছিল। অগ্রগতিও ছিল। তবে ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রচার হওয়ার অপরাধীরা অ্যালার্ট (সচেতন) হয়ে গেছে। তবে ইতোমধ্যে আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি। আমরা সতর্কতার সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দিই। আশা করছি আমরা এই অপরাধে জড়িত সবাইকে ধরতে পারব। গণমাধ্যমে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রচার হওয়ায় অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, ঘটনার পরপর অভিযুক্তরা দেশ ছেড়ে পাশ্ববর্তী দেশে চলে গেছে। তাই তাদেরকে আটক কিংবা শনাক্ত করা যাচ্ছে না। গত রবিবার রাতের ওই ঘটনার পর ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছিলেন, তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মামুন সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। মগবাজারের পিয়াসা বার থেকে ফেরার পথে তার মাইক্রোবাসে হামলা হয়। মামুন ২০ বছর জেল খেটে বের হয়েছে।
ডিবি প্রধান জানান, সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করছে বলে ধারণা করছি। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বিস্তারিত তদন্ত করছে বলেও জানিয়েছিলেন তিনি।
হিমেল দুই দিনের রিমান্ডে: গুলিবিদ্ধ হয়ে ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় গ্রেফতার মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বিএম রানা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে