ভারত ‘এ প্লাস’ ও দেউলিয়াত্ব শ্রীলংকাও এ মাইনাস

গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের ‘ডি’ গ্রেড প্রাপ্তি

Daily Inqilab ইনকিলাব

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের র‌্যাংকিংয়ে গভর্নর হিসেবে ‘ডি’ গ্রেড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সবক’টি সূচকে সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ পেয়েছেন এ প্লাস গ্রেড। এ মাইনাস গ্রেড পেয়েছেন শ্রীলংকাকে দেউলিয়াত্ব ও ভয়াবহ মূল্যস্ফীতির পরিস্থিতি থেকে বের করে আনা গভর্নর নন্দলাল বীরাসিংহে।
১৯৯৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের গভর্নরদের গ্রেডিং করে আসছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। সাময়িকীটির বার্ষিক প্রকাশনা হিসেবে নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড’। ১০১টি গুরুত্বপূর্ণ দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মূল্যায়নের ভিত্তিতে ২০২৩ সালের সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মূল্যায়ন করা হয় পাঁচ শ্রেণীতে এ, বি, সি, ডি ও এফ। এর মধ্যে পারফরম্যান্স মূল্যায়নে কমবেশির ভিত্তিতে এ, বি, সি ও ডি শ্রেণীকে আবার তিনটি উপশ্রেণীতে ভাগ করা হয়। যেমনÑ এ শ্রেণীর গভর্নরদের এ প্লাস, এ ও এ মাইনাস উপশ্রেণীতে মূল্যায়ন করা হয়েছে। আর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অকার্যকর ও চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হিসেবে বিবেচিত হলে সেটির গভর্নরকে র‌্যাংকিংয়ে আনা হয়েছে এফ গ্রেডের অধীনে।
এতে দেখা যায়, এশিয়ায় গভর্নরদের মধ্যে সেরাদের সেরা বা ‘এ প্লাস’ গ্রেড পাওয়া দুই গভর্নর হলেন প্রতিবেশী দেশ ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাশ ও ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নগুয়েন থি হং। দক্ষিণ এশিয়ায় শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে ‘এ মাইনাস’ গ্রেড পেয়েছেন। আর নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহাপ্রসাদ অধিকারী পেয়েছেন ‘বি মাইনাস’ গ্রেড। মূল্যস্ফীতিসহ ভয়াবহ সঙ্কটে থাকা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমদ পেয়েছেন ‘সি মাইনাস’।
গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের বিশ্লেষণে গভর্নরদের মূল্যায়নের মাপকাঠি হিসেবে মোটাদাগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, স্থানীয় মুদ্রার বিনিময় হারের সুরক্ষা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত করার মতো বিষয়গুলোর কথা উঠে এসেছে। গত এক বছরে এসব সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের।
তবে অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণকেই বাংলাদেশ ব্যাংকের বড় দুর্বলতা হিসেবে দেখছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ। আবার মূল্যস্ফীতির হার বাংলাদেশ ব্যাংকের ৫ শতাংশের লক্ষ্যকে ছাড়ালেও এ অতিরিক্ত হার সীমিত ছিল দশমিক ৬ শতাংশীয় পয়েন্টে। স্থিতিশীল ছিল টাকার বিনিময় হারও। কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে টাকার অবমূল্যায়ন হয় সাড়ে ৯ শতাংশ। ডলার সঙ্কটে হিমশিম খেতে থাকেন পণ্য আমদানিকারকরা। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যমূল্য ব্যাপক মাত্রায় বাড়তে থাকে। মূল্যস্ফীতিও হয়ে ওঠে লাগামহীন। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা কমতে থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণের কারণে মূল্যস্ফীতির মতো বাহ্যিক ধাক্কার মুখে নাজুক অবস্থানে পড়ে যায় বাংলাদেশ।
এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সেথাপুত সুথিওয়ার্তনারুয়েপুত পেয়েছেন ‘বি প্লাস’। ব্যাংক অব ইন্দোনেশিয়ার গভর্নর পেরি ওয়ারজিও পেয়েছেন ‘এ মাইনাস’। দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ংকে ‘এ মাইনাস’, সিঙ্গাপুরের রবি মেননকে ‘বি মাইনাস’ এবং তাইওয়ানের ইয়াং চিন-লংকে ‘এ’ গ্রেড দেয়া হয়েছে। এ মহাদেশের উল্লেখযোগ্য অর্থনীতির দেশগুলোর মধ্যে চীন, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কর্মদক্ষতার মূল্যায়ন এবারের প্রতিবেদনে করা হয়নি। এসব দেশের গভর্নর নতুন করে যোগদান করায় তাদের গ্রেডিং করা থেকে বিরত থেকেছে ম্যাগাজিনটি।
ফজলে কবির অবসরে গেলে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের ১২ জুলাই গভর্নর হিসেবে তিনি দায়িত্ব নেন। এ কারণে ২০২২ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডে’ তাকে নিয়ে কোনো মূল্যায়ন আসেনি। ম্যাগাজিনটির চলতি বছরের রিপোর্ট কার্ডেই প্রথমবারের মতো তাকে নিয়ে কোনো মূল্যায়ন প্রকাশ হলো।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি মনে করি, অর্থনীতিতে যেসব সঙ্কট চলছে, সেগুলোর সমাধান আছে। বাংলাদেশ ব্যাংকও সমাধানের পথ সম্পর্কে হয়তো অবগত। সম্ভবত সরকারের প্রতিবন্ধকতার কারণে সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। দুই বছর ধরেই দেশের মূল্যস্ফীতির হার ক্রমাগত বাড়ছে। গত বছরের জুলাইয়ে দেশের মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। ক্রমাগত বেড়ে চলতি বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৯২ শতাংশে গিয়ে ঠেকেছে।
বাংলাদেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করলেও বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেই এ বিষয়ে ক্রমাগত সফলতা দেখিয়ে চলেছে প্রতিবেশী ভারত। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের র‌্যাংকিংয়ে প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান শক্তিকান্ত দাশকে গভর্নর হিসেবে এ+ গ্রেড দেয়া হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৯ দশমিক ১ শতাংশে, যা ছিল সর্বকালের সর্বোচ্চের কাছাকাছি। প্রবৃদ্ধির এ ধারা বজায় রাখার সঙ্গে সঙ্গে অর্থনীতির বৃহৎ মূল্যায়ন সূচক মূল্যস্ফীতির হারকেও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে দেশটি।
দেউলিয়াত্ব ও ইতিহাসের নজিরবিহীন মূল্যস্ফীতির পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। সর্বশেষ গত মাসেও দেশটি মূল্যস্ফীতির হার নামিয়ে এনেছে ২ দশমিক ১ শতাংশে। মূল্যস্ফীতির বড় অনুঘটক খাদ্যপণ্যের দামও এখন কমছে দেশটিতে। শ্রীলংকার এ ঘুরে দাঁড়ানোর পেছনে বড় কৃতিত্ব দেয়া হয় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার (সিবিএসএল) গভর্নর নন্দলাল বীরাসিংহেকে। যদিও গত বছর দায়িত্ব নেয়ার পর বড় একটি সময় তাকে অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্যোগজনিত পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের র‌্যাংকিংয়ে গভর্নর হিসেবে তাকে দেয়া হয়েছে এ মাইনাস।
আবদুর রউফ তালুকদার অর্থ সচিব থাকাকালীন করোনার সময়ে লাখো কোটি টাকার বেশি বিশেষ প্রণোদনার চিন্তা করে পুরষ্কার হিসেবে অর্থমন্ত্রী পদ পেয়েছেন। আর প্রণোদনা সুবিধা যারা নিয়েছেন তারা এখন পর্যন্ত ব্যাংককে কোনো টাকাই ফেরত দেননি। এমনকি প্রণোদনার টাকা দিতে গিয়ে তারল্য সঙ্কটে ভুগছে ব্যাংকগুলো। কবে নাগাদ প্রণোদনার এই টাকা ফেরত পাবেন এই নিয়েও শঙ্কায় রয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি দায়িত্ব নেয়ার পর থেকে সব সূচকেই নি¤œমুখী ধারায় রয়েছে আর্থিক খাতের সূচক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও এখন বেশ নাজুক। গত বছরের জুন শেষে দেশের রিজার্ভ ছিল (বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতিতে) ৪ হাজার ১৮২ কোটি বা ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার। এ হিসাবায়ন পদ্ধতিতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর রিজার্ভ নেমেছে ২৭ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। তবে আইএমএফ’র শর্তের ভিত্তিতে এখন রিজার্ভের পরিসংখ্যান প্রকাশে আন্তর্জাতিক মানদ-ও (বিপিএম৬) অনুসরণ করা হচ্ছে। আন্তর্জাতিক মানদ-ের হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ এখন মাত্র ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন নিট রিজার্ভ এর চেয়েও অন্তত ২ বিলিয়ন ডলার কম।
২০২২ সালের ৩০ জুন আন্তঃব্যাংক লেনদেনে দেশে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। আর গতকালের বাজারে তা ছিল ১১০ টাকা। এ হিসাবে ওই সময় থেকে এখন পর্যন্ত টাকার অবমূল্যায়ন হয়েছে ১৭ দশমিক ৭১ শতাংশ। দেশের ডলারের বাজারে এখন তীব্র সঙ্কট চলছে। বাংলাদেশ ব্যাংকও রিজার্ভ থেকে প্রতিনিয়ত বাজারে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে। ডলারের সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো উদ্যোগই তেমন কোনো কাজে আসেনি। রেমিট্যান্স প্রবাহও এখন কমতির দিকে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
আরও

আরও পড়ুন

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে