‘হাফফিট’ তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ!
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
অনেক ক্রিকেটপ্রেমী সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে লিখেছেন, কোন দেশের ক্রিকেট বোর্ড সবার শেষে বিশ্বকাপ দল দিতে পারে, এ নিয়ে বিসিবি আর এসএলসির মধ্যে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় তাহলে বাংলাদেশই জিতে গেল! কারণ, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) যে বিসিবির আগেই দল ঘোষণা করে ফেলল। সেই ‘জয়ের’ গর্ব নিয়ে বাংলাদেশও খুব বেশি দেরী করেনি দল দিতে। সবার শেষ দেশ হিসেবে গতরাতেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে টাইগাররা। সমালোচনার সল্তে জ্বালিয়ে তাতে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। তবে সমালোচনার পর টিকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল রাত সোয়া ৮টায় বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তাতে ছিলেন না তামিম। অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার গুঞ্জন থাকলেও সাকিবকেই দেয়া হয়েছে দলনেতার আর্মব্যান্ড। বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই বিশ্বকাপের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’
এই নিয়ে পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন সাকিব। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই মিলেছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে অবধারিতভাবে আছেন আরেক সিনিয়র মুশফিকুর রহিম। ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে বসেছিলেন মুশফিক। জার্সির বক্সটা তার হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশাআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’
তবে এই দল ঘোষণা নিয়ে পানি কম ঘোলা হয়নি। আগের দিন পার হয়েছে নানা গুঞ্জন আর নাটকীয়তায়। ছুটি কাটিয়ে ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান প্রধান কোচ চ-িকা হাথুরুসিংহে, সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিবও। কি আলাপ হয়েছে তা তৎক্ষনাৎ জানা না গেলেও রাতে বিশ্বকাপের দল ঘোষণার পর সেটি পরিস্কার। পরিস্কার হয়েছে বিলম্বি দল ঘোষণার কারণও।
জানা গেছে মূলত দুটি ইস্যু নিয়েই সংশয় কাটাতে পারছিলো না টিম ম্যানেজমেন্ট। একমত হতে পারছিলো না সব পক্ষ।
প্রথমটি অবশ্যই তামিমের চোট। পীঠের চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলেন তিনি। বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে যাওয়ার পরেরটিতে ব্যাটিং করেন অভিজ্ঞ ওপেনার। খেলেন ৪৪ রানের ইনিংস। তবে ওইদিন সংবাদ সম্মেলনে এসে জানান, ব্যাটিং উপভোগ করলেও অস্বস্তিও বোধ করেছেন। তার চোটের যে ধরণ তাতে টানা খেলার নিশ্চয়তাও দিতে পারছেন না তামিম। অস্বস্তি বোধ করায় তৃতীয় ওয়ানডে থেকে ছুটি নিয়ে নেন সাবেক অধিনায়ক। কোচ ও অধিনায়ক চান বিশ্বকাপে পুরো ফিট স্কোয়াড। কিন্তু তামিমের ব্যাপারে কেউই এই নিশ্চয়তা দিতে পারেনি। নিজের অবস্থান তামিমও নির্বাচকদের জানিয়েছেন। তার চোট যেকোনো সময় গুরুতর হতে পারে এটা পরিষ্কার করেছেন তিনি। এই জায়গাতেই তৈরি হয়েছে জটিলতা। কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিবের চাওয়াতেই হাফফিট তামিমকে রাখা হয়নি স্কোয়াডে।
দল ঘোষণায় দেরির দ্বিতীয় কারণ মাহমুদউল্লাহ। জায়গা হারানোর পর লম্বা সময় পেরিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফেরেন তিনিও। দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ বলে করেন ৪৯ রান। যদিও দল হেরে যায় ৮৬ রানে। গতকালও তার ব্যাট থেকেই এসেছে দ্বিতীয় সর্বোচ্চ (২১)। রান পাওয়ায় মাহমুদউল্লাহকে দলে রাখর চাপ ছিল প্রবল। তবে তাকে দলে রাখতে গেলে তিন তরুণের যেকোনো একজনকে বাদ দিতে হতো। তামিম যেহেতু চোট নিয়ে সংশয় কাটাতে পারছেন না, ব্যাকআপ ওপেনার একজন প্রয়োজন। তানজিদ হাসান তামিমের জায়গায় তাই মাহমুদউল্লাহকে রাখার সুযোগ কম। এছাড়া আছে দুটি জায়গা। বাংলাদেশ যদি একজন পেসার কম নিয়ে যায় তাহলে মাহমুদউল্লাহর জায়গা হয়ে যায়। কিন্তু লম্বা বিশ্বকাপে কেবল চার পেসার নিয়ে যাওয়ার ঝুঁকি আছে। বাংলাদেশ দলে কোন পেস অলরাউন্ডারও নেই। প্রায় সব ম্যাচেই নামতে হবে অন্তত তিন পেসার নিয়ে। চোট এড়াতে ৯ ম্যাচে পেসারদেরও খেলাতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। একজন পেসার কম রাখলে টুর্নামেন্টের মাঝপথে তৈরি হতে পারে নতুন সংকট।
আরেকটি বিকল্প হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদীকে না নিয়ে মাহমুদউল্লাহকে নেওয়া। এখানে মুশকিল হচ্ছে মেহেদীর বোলিং গত এশিয়া কাপ থেকেই বেশ কার্যকর। মাহমুদউল্লাহ আবার বল হাতে তেমন ধারালো নন। মেহেদীকে বাদ দিলে ৬ষ্ঠ বোলিং অপশনের ঘাটতি থেকে যাবে একাদশে। তাওহীদ হৃদয় পাঁচ, মুশফিকুর রহিম ছয় আর মেহেদী হাসান মিরাজ সাতে খেললে একাদশে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া কঠিন। সেক্ষেত্রে তার বয়সের একজনকে বদলি ফিল্ডার হিসেবে বিবেচনা করাও শক্ত। তবে সেসবকে ছাপিয়ে অভিজ্ঞতার দাম দিয়েই কেনা মাহমুদউল্লাহর বিশ্বকাপ টিকিট।
অস্বস্তি এখনও আছে। দলে ওপেনার মাত্র দুজন। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ৫জন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার ২জন। পেসার ৫জন। সাকিব আর মিরাজের পরিচয় যে অলরাউন্ডার, তা না বললেও চলে। বিশ্বকাপ হবে প্রায় দেড়মাস ধরে। এত বড় এবং লম্বা টুর্নামেন্টে তৃতীয় ওপেনারের অনুপস্থিতি ভোগাতে পারে বাংলাদেশকে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে