যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে ২৯ শতাংশ
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
যুক্তরাষ্ট্রের বাজারে গত সাত মাসে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে প্রায় এক তৃতীয়াংশ (২৯ শতাংশ)। আর ইউরোপের বাজারে পোশাক রফতানি কমেছে ১৪ দশমিক ৫০ শতাংশ। তবে রফতানি ধরে রাখতে বিজিএমইএ নতুন বাজারগুলোতে রফতানি বাড়াতে কাজ চলছে। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি ও দেশে মূল্যস্ফীতি বাড়ায় তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যয় বাড়ছে। তাই চাপে রয়েছে পোশাক শিল্প। এছাড়া চলতি বছর নূন্যতম নতুন মজুরি কার্যকর হলে বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্প আরও চাপের মুখে পড়বে।
যদিও দেশে বর্তমানে আলোচনার অন্যতম ইস্যু আমেরিকার ভিসানীতির বিষয়ে দেশের পোশাক রফতানিতে কোনো প্রভাব পড়বে না। যে কোনো স্যাংশনস দিলেই তা শঙ্কিত হওয়ার। এরপরও ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন, আকু পেমেন্ট অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। অবশ্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ শুরুর খবরে কিছুটা উদ্বেগ এবং দুশ্চিন্তা তৈরি হয়েছে দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে। দেশের রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রফতানিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞ ও রফতানিকারকরা। তাদের ধারণা, এর প্রভাব হিসেবে বিভিন্ন ধরনের অশুল্ক বাধার শঙ্কা রয়েছে। মার্কিন বিনিয়োগও সংকুচিত হতে পারে। সে দেশ থেকে আসা প্রবাসী আয়ও কমে যেতে পারে। এদিকে ‘পোশাক রফতানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা পাচার’ বিষয়ে প্রচারিত সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিযোগ তদন্ত না করেই ঢালাওভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি পোশাক শিল্পের ক্ষতি হয়েছে উল্লেখ করে এর নিন্দাও জানানো হয়েছে।
গতকাল পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহিদুল্লা আজিম, সাবেক সভাপতি সালাম মুর্শিদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমেরিকার ভিসানীতিটা যে কারও ওপর হতে পারে। আবার আমি গত ৩০ বছর ধরে ৫ বছর করে আমেরিকার ভিসা পাই। এরপরও আমি আমেরিকা যাওয়ার পর আমাকে বলতে পারে তোমার ভিসা বাতিল করা হলো। এভাবে কারও ভিসা বাতিল করা হয়। তিনি বলেন, ব্যবসায়ীদের কারও ভিসা বাতিল হলেও তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমরা করোনার সময়ে কোনো দেশে যেতে পারিনি। এরপরও আমাদের ব্যবসা বন্ধ হয়নি। সেক্ষেত্রে বলা যায় ভিসা বাতিল হলেও বিকল্পভাবে তিনি তার ব্যবসা চালিয়ে নিতে পারবেন বলে আমার বিশ্বাস। আকু পেমেন্টে কিছু ব্যাংকের ওপরে স্যাংশনস বিষয়ে তিনি বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। তবে যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আশাবাদী ব্যবসায়ী তার ব্যবসায় প্রভাব পড়বে না।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি আশঙ্কাজনক হারে কমেছে এসেছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পোশাক আমদানি ভ্যাল্যুতে কমেছে ২২ দশমিক ২৮ শতাংশ, যেখানে বাংলাদেশ থেকে তাদের আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ। অন্যদিকে পরিমাণের দিক থেকেও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আমদানি ২৮ শতাংশ কমেছে। যেখানে বাংলাদেশ থেকে কমেছে ২৯ শতাংশ। অর্থাৎ পরিমাণের দিক থেকে এই সাত মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি এক তৃতীয়াংশ কমেছে। আর একই সময়ে ইউরোপের বৈশ্বিক আমদানি কমেছে ৭ দশমিক ৫ শতাংশ এবং বাংলাদেশ থেকে কমেছে প্রায় ১২ শতাংশ। পাশাপাশি পরিমাণ অনুযায়ী সমগ্র বিশ্ব থেকে আমদানি কমেছে প্রায় ১৩ শতাংশ এবং বাংলাদেশ থেকে কমেছে ১৪ দশমিক ৫০ শতাংশ।
বিজিএমইএ’র সভাপতি বলেন, আমাদের প্রধান দুটি বাজার হলো উত্তর আমেরিকা ও ইউরোপ। এই বাজার দুইটিতে আমাদের মোট রফতানির প্রায় ৮০ শতাংশ হয়। এ বাজারে অস্থিতিশীলতা তৈরি হলে তার বিরূপ প্রভাব পড়ে আমাদের শিল্পে। আমরা এই দুর্বলতা কাটিয়ে উঠার জন্য বরাবরই বাজার সম্প্রসারণ ও নতুন বাজার তৈরি ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছি। ২০১০ সাল থেকে আমরা ক্রমাগত এই কাজটি করে আসছি। সর্বশেষ আমরা অস্ট্রেলিয়ায় দিনব্যাপী বাংলাদেশ অ্যাপারেল সামিট করেছি। সেখানে আমরা আমাদের শিল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেছি। আমরা আশা করছি, অস্ট্রেলিয়ায় আমাদের রফতানিতে নতুন গতি সঞ্চার হবে। আমরা আরও অনেক অপ্রচলিত বাজার নিয়ে কাজ করছি। যেমনÑ দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভারত, সউদী আরব এমনকি ইরাক। বর্তমান এই সঙ্কটময় সময়ে নতুন বাজারে রফতানির প্রবৃদ্ধি আমাদের সাহায্য করছে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন সময় অতিক্রম করছে। শতাব্দীর ভয়াবহ বিপর্যয়, করোনা মহামারির ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মূল্যস্ফীতির কারণে বৈশ্বিক অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে চরম বিরূপ প্রভাব পড়েছে। বৈশ্বিক সাপ্লাই চেইনে উৎপাদনকারী বা ক্রেতা, আমরা যে অবস্থানেই থাকি না কেন, সবাই একটি সঙ্কটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। মূলত জ্বালানি তেল ও খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বিশ্বব্যাপী নজিরবিহীন যে মূল্যস্ফীতি ঘটেছে তা নিয়ন্ত্রণের জন্য এখন উন্নত দেশগুলো সংকোচনশীল মুদ্রানীতি নিয়েছে। তারা ঋণের সুদের হার বাড়িয়ে দিয়েছেন, যা ভোক্তাদের আয়-ব্যয় এবং পণ্যের চাহিদায় বিরূপ প্রভাব ফেলেছে। ক্রেতারা এখন পোশাক কিনতে ব্যয় কমিয়ে খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে আমাদের পণ্যের খুচরা বিক্রয় কমে গেছে। ফলে প্রধান বাজারগুলোর পোশাক আমদানি কমে এসেছে। পোশাকখাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি এই বছরে পুনঃনির্ধারণের জন্য বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে ফারুক হাসান বলেন, ন্যূনতম মজুরি বোর্ড এখন পর্যালোচনার জন্য কাজ করছেন। বোর্ড ইতোমধ্যে কয়েকটি সভা করেছেন এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করছেন। তারা কারখানা পরিদর্শন করে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করছেন। ধারণা করছি এবছর শেষ হওয়ার আগেই একটি নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এর ফলে আমাদের খরচ কিন্তু আরও বাড়বে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা গভীর বিস্ময়ের সঙ্গে দেখছি, সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের জারীকৃত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। দেশের প্রধান দৈনিকগুলো বিভিন্ন শিরোনামে তা ছেপেছে। যেমন ‘পোশাক রফতানির আড়ালে ৩০০ কাটি টাকা পাচার’ এ ধরনের চিঠি, এ ধরনের মিডিয়া রিলিজ, এ ধরনের মিডিয়া ক্যাম্পেইন, আসলে কার স্বার্থে করা হয়েছে, এটি আমাদের কাছে একটি বড় প্রশ্ন। আমরা মনে করি এটি আমাদের অর্থনীতি, শিল্প, দেশ অথবা সরকার, কাউকেই কোনো সুবিধাজনক অবস্থানে নিচ্ছে না। শুধু বাধাগ্রস্তই করছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা, যা এখনো তদন্তই হয়নি, সেগুলো নিয়ে সমগ্র শিল্পখাতকে ঘিরে ঢালাও মন্তব্য মোটেও কাম্য নয়। যদি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকে সরকারের সংশ্লিষ্ট সংস্থা তাদের ডাকবে। তদন্ত করবে এবং যারা সত্যিকার অর্থে কোনো ধরনের অসাধু তৎপরতায় জড়িত, তাদের বিচারের আওতায় আনবে।
তিনি বলেন, বিষয়টিকে এভাবে মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে জাতির কাছে শিল্পকে ছোট করাটা আমরা একটি অপচেষ্টা বলে মনে করি। আমরা এ ধরনের কর্মকা-ের তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করছি। যে ১০টি কারখানার বিষয়ে অভিযোগ এসেছে, তার মধ্যে ৪টি বিজিএমইএ’র এবং ২টি বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান। অবশিষ্ট ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে বিজিএমই বা বিকেএমইএ’র কোনো সংশ্লিষ্টতা নেই। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এ মিথ্যাচারের মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। আমরা সরকারের কাছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানাই। না হলে মালিক-শ্রমিক মিলে আমরা বসে থাকবো না। যেসব কারখানা মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকবে বিজিএমইএ-বিকেএমইএ।
এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার। গেল ২০২২-২৩ অর্থবছর দেশটিতে মোট ৯৭০ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়; যা দেশের মোট রফতানি আয়ের ১৭ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক রফতানি থেকেই এসেছে ৮৫২ কোটি ডলার। বাকি সব পণ্যের রফতানির পরিমাণ ১২৮ কোটি ডলার। অন্য পণ্যের মধ্যে রয়েছে হোমটেক্সটাইল, ওষুধ, পাদুকা, ফার্নিচার, খেলনা ইত্যাদ। রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে আন্তর্জাতিকমানের কর্মপরিবেশ না থাকার অভিযোগে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা বা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। গত এক দশকেও সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। দেশের প্রধান রফতানি পণ্য কখনোই যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় ছিল না। এছাড়া একক দেশ হিসেবে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের। ২০২২ সাল শেষে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ স্থিতি ৪১০ কোটি ডলার। অন্যদিকে উল্লেখযোগ্য অঙ্কের রেমিট্যান্স আসে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে।
তৈরি পোশাক খাতের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদক এবং রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাবে রফতানি পণ্যের ওপর নানা ধরনের অশুল্ক বাধা আসার শঙ্কা রয়েছে। ইরান এবং আফ্রিকার দু’একটা দেশের ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটেছে। অশুল্ক বাধা হিসেবে কঠিন কমপ্লায়েন্সের শর্ত দেয়া হতে পারে। আলোচনায় থাকা শ্রম অধিকার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেডে ট্রেড ইউনিয়নের মতো বিষয়গুলোতে কঠোর হতে পারে যুক্তরাষ্ট্র। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্রেতারা এ নিয়ে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা জানায়নি।
গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর সেলিম রায়হান মনে করেন, ভিসা নিষেধাজ্ঞা দু’দেশের সম্পর্কের তিক্ততা প্রমাণ করে। এ পরিস্থিতিতে বাণিজ্য, বিনিয়োগ এবং রেমিট্যান্সের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। একই সুরে কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। এই দুই সুর মিলে রফতানি, বিনিয়োগ ও রেমিট্যান্সে দুশ্চিন্তার জায়গা তৈরি করেছে। এখন দেখার বিষয় নতুন আর কী পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। তবে দ্রুতই এই তিক্ততার অবসান চান তিনি। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে