চোরাকারবারীরা বেপরোয়া মুজিবনগর সীমান্তে
০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বেড়েছে চোরাকারবারীদের দৌরাত্ম। একসময় গরু আর মাদক কারবারের মধ্যে চোরাচালান সীমাবদ্ধ থাকলেও এখন ডলার, স্মার্টফোন এমনকি বিদেশী পাখি পাচারের রুটে পরিণত হয়েছে। সীমান্ত এলাকায় গেল এক বছরে পাচারবিরোধী অভিযানে যেচিত্র উঠে এসেছে। হাতেগোনা কয়েকজন এ চোরাচালান নিয়ন্ত্রণ করলেও তারা রয়েছে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে।
অনুসন্ধানে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের মাঝপাড়ার সাইফুল ইসলাম ও নতুনপাড়ার আশরাফুল ইসলামের বিরুদ্ধে মিলেছে বিস্তর অভিযোগ। তারা বেপরোয়াভাবেই করছে চোরাচালান। হন্ডি ও চোরাকারবারি হিসেবে সীমান্ত এলাকায় তাদের নাম যেন ওপেন সিক্রেট। তবে আশরাফুল ইসলাম অভিযোগ চাপিয়েছেন সাইফুল ইসলামের দিকে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাঝপাড়ার সাইফুল দৃশ্যমান পেশাগতভাবে পল্লী পশু চিকিৎসক। মোটর সাইকেলে ওষুধের ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়ান তিনি। তিনি চিকিৎসা দেন এমন রেকর্ড কমই আছে। পৈত্রিক সম্পদ-সম্পত্তি বলতেও দৃশ্যমান তেমন কিছু চোখে পড়ে না। তাহলে তিনি হঠাৎ তিন বিঘা জমি আর তিনতলা বাড়ির মালিক কিভাবে বনে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ। সাইফুল ইসলামের বিরুদ্ধে সীমান্তে গরু পারাপারের অভিযোগ রয়েছে। তাছাড়া একসময় তিনি বাইরের এক জেলায় ফেনসিডিলসহ ধরা পড়েছিলেন বলে গ্রামের মানুষের জানা আছে।
এতসব যার বিরুদ্ধে সেই সাইফুল ইসলামের সাথে কথা হয়। অভিযোগের বিষয়ে তিনি জানান, তিনি অবৈধ চোরাকারবারি সাথে কোনভাবেই জড়িত নন। তার উপর শত্রুতা করে এ ধরনের অভিযোগ কেউ দিতে পারে। তবে তিনি সার বীজ আনার কথা স্বীকার করে বলেন যে, সীমান্ত এলাকায় বসবাসের কারণে আমরা বিভিন্ন কৃষির মালামাল সার বীজ এক সময় এনেছি। বর্তমান সীমান্তের অবস্থা কড়া হইছে তাই এগুলো আর আনা হয় না। তিনি বলেন, আমি এখন পল্লী পশু চিকিৎসকের কাজ করি।
এদিকে নতুনপাড়ার আশরাফুল ইসলামের বিরুদ্ধে চোরাচালানের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই আশরাফুলেরও এক সময় তেমন কোন সহায় সম্পদ ছিল না। জমি লিজ নিয়ে এক সময় চাষাবাদ করলেও এখন তিনি সারাদিন মোটরসাইকেলে ঘুরে বেড়ান। সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই কিছু না কিছু পারাপার করে থাকে। একটা সিন্ডিকেটের মাধ্যমে পেশিশক্তির সিন্ডিকেট তৈরি করেছে আশরাফুল ইসলাম। ফলে তার চোরাচালানের বিষয়টি মাঝে মাঝে প্রকাশ্য হলেও এলাকার মানুষ প্রতিবাদ করতে পারেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশারাফুল ইসলাম বলেন, সীমান্তের কোন অবৈধ কাজের সাথে আমি জড়িত নই। বরং মাঝপাড়ার সাইফুল ইসলাম হচ্ছে এই সমস্ত অবৈধ ব্যবসার সাথে জড়িত। সীমান্তের সব ধরনের চোরাচালান সে পার করে।
সীমান্তের চোরাচালালের বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, আসলে সোনাপুর এলাকার অনেকেই চোরাকারবারীর সাথে জড়িত। আমরা অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছি। যা চলমান প্রক্রিয়া। চোরাকারবারীদের বিরুদ্ধে মুজিবনগর থানা পুলিশের অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার