শঙ্কা কাটয়িে দাপুটে জয় ভারতরে
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আইসসিি ওয়ানডে বশ্বিকাপে নজিদেরে প্রথম ম্যাচে অস্ট্রলেয়িার বপিক্ষে শঙ্কা কাটয়িে দাপুটে জয় তুলে নয়িছেে ভারত। গতকাল চন্নোইয়রে এম,এ চদিাম্বরম স্টডেয়িামে হাইভোল্টজে ম্যাচে ভারত ৫২ বল হাতে রখেইে ৬ উইকটেে হারায় অস্ট্রলেয়িাক।ে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অজরিা। জবাবে ৪২.২ ওভারে ৪ উইকটে হারয়িে ২০১ রান তুলে বড় জয় নশ্চিতি করে ভারত।
টস জতিে প্রথমে ব্যাট করতে নমেে ভারতীয় বোলংিয়রে সামনে দাঁড়াতইে পারনেনি মচিলে র্মাশ-অ্যাডাম জাম্পারা। রবীন্দ্র জাদজো, কুলদীপ যাদব ও রবচিন্দ্রন আশ্বনিদরে র্ঘুণি যাদুতে রীতমিতো ধুঁকতে দখো গছেে অজি ব্যাটারদরে। পুরো ৫০ ওভার খলেতে পারনেনি তারা। চদিাম্বরম স্টডেয়িামরে স্লো এবং লো উইকটেে ব্যাটারদরে রান তুলতে বশে বগে পতেে হব,ে স্পনিাররা বাড়তি র্টান পাবনে- এসব ভারতরে জানাই ছলি ভারতীয় টমি ম্যানজেমন্টেরে! সঙ্গত কারণইে স্কোয়াডে রবীন্দ্র জাদজোর সঙ্গে দুই বশিষেজ্ঞ স্পনিার যাদব ও আশ্বনি। ঘররে মাঠ বলইে হয়তোবা কোচ রাহুল দ্রাবড়িরে এমন মাস্টারপ্ল্যান! তবে এই লো উইকটেে আগে ব্যাটংিয়রে সদ্ধিান্ত নয়িে রীতমিতো ‘ছড়েে দে মা, কঁেদে বাঁচ’ি অবস্থা অস্ট্রলেয়িার! ব্যাটংিয়ে নমেে তাদরে টপ র্অডার ব্যাটাররা কছিুটা লড়াই করলওে মডিল র্অডার ভঙেে যায় তাসরে ঘররে মতোই। ফলে দুইশর আগইে গুটয়িে যায় অজি ইনংিস! চদিাম্বরম স্টডেয়িাম পুরোপুরি স্পনি নর্ভির। ভারত নজিদেরে দশেে যে সব স্টডেয়িামে বশেি সফল, এর মধ্যে এই স্টডেয়িামটি অন্যতম। উইকটে পুরোপুরি স্লো। সখোনে আগে ব্যাটংিয়রে সদ্ধিান্ত নয়ো অস্ট্রলেয়িার জন্য কতটা যুক্তযিুক্ত তা এখন বড় প্রশ্ন হয়ে দখো দয়িছে।ে ব্যাটংিয়ে নমেে শুরুতইে মচিলে র্মাশরে উইকটে হারয়িে হতবাক অস্ট্রলেয়িা। ইনংিসরে তৃতীয় ওভাররে শুরুতে জাসপ্রতি বুমরাহর বলে বরিাট কোহলরি হাতে ক্যাচ দয়িে শূন্যরানে ফরেনে র্মাশ। অস্ট্রলেয়িার দলীয় সংগ্রহ তখন মাত্র ৫ রান। এরপর স্টভিনে স্মথি এবং ডভেডি ওর্য়ানার মলিে ধীরগতরি ব্যাটংি করলওে একটা বড় জুটি গড়ার চষ্টো করনে। ৬৯ রানরে জুটওি গড়নে তারা। তবে ১৬.৩ ওভারে দলীয় ৭৪ রানে কুলদীপ যাদবরে শকিারে পরণিত হন ওর্য়ানার। আউট হওয়ার আগে ৫২ বলে ৪১ রান করনে তনি।ি তার ইনংিসে ছলি ছয় বাউন্ডাররি মার। এরপর র্মানাস লাবুশনেকে নয়িে ৩৬ রানরে জুটি গড়ে তোলনে স্মথি। ২৭.১ ওভারে দলীয় ১১০ রানরে মাথায় ফরিে যান স্মথিও। ৭১ বলে ৫ চাররে মারে র্সবােচ্চ ৪৬ রান করে জাদজোর বলে বোল্ড হন তনি।ি ৩০তম ওভাররে দ্বতিীয় বলে দলীয় ১১৯ রানে জাদজোকে মারতে গয়িে উইকটেরক্ষক কএেল রাহুলরে তালুবন্দী হন লাবুশনে। ফরোর আগে ৪১ বলে এক বাউন্ডারতিে ২৭ রান করনে তনি।ি গ্লনে ম্যাক্সওয়লে ২৫ বলে মাত্র ১৫ রান করে যাদবরে বলে বোল্ড হন। অ্যালক্সে ক্যারি তো রানরে দখোই পানন।ি ২০ বলে ৮ রান করে আশ্বনিরে বলে পান্ডয়িাকে ক্যাচ দয়িে ফরেনে ক্যামরেন গ্রনি। ২৪ বল খলেে একটি করে চার ও ছক্কার মারে ১৫ রান করে বুমরাহর শকিার হন অধনিায়ক প্যাট কামন্সি। অ্যাডাম জাম্পা করনে ২০ বলে মাত্র ৬ রান। আর মচিলে র্স্টাক ৩৫ বলে ২ চার ও এক ছয়রে মারে ২৮ রান করে আউট হলে স্বল্প পুঁজতিইে গুটয়িে যায় অস্ট্রলেয়িার ইনংিস।
ভারতীয় স্পনিার রবন্দ্রি জাদজো ২৮ রানে ননে ৩ উইকটে। জসপ্রতি বুমরাহ ও কুলদীপ যাদব যথাক্রমে ৩৫ এবং ৪২ রানে শকিার করনে ২টি করে উইকটে।
লো স্কোরংি ম্যাচ। ওয়ানডে ক্রকিটেে যে সময়ে সাড়ে ৩ বা ৪শ’ রানও নরিাপদ নয়, ঠকি সইে সময়ে ২০০ রানরে লক্ষ্যে ব্যাট করতে নমেে শুরুতইে চাপে পড়ে ভারত। লো স্কোরংি ম্যাচ হলওে ইনংিসরে শুরুটা যাচ্ছতোই হয়ছেে তাদরে। এক সময় হাররে শঙ্কাও জগেছেলি ভারতরে। প্রথম ওভাররে চর্তুথ বলে মাত্র ২ রানে প্রথম উইকটে হারানোর পর দ্বতিীয় ওভারে আরও দুই ব্যাটারকে হারয়িে যনে দশিহোরা তারা। তখন দলীয় সংগ্রহ ৩ উইকটেে মাত্র ২ রান। তবে দলটা যখন ভারত, তখন তো সব শঙ্কা কটেে যতেে সময়ও লাগে কম। বাস্তবে ঘটছেওে তাই।
সবাই ভবেছেলি লক্ষ্য তাড়ায় নমেে হয়ত হসেখেলেইে জতিবে ভারত। কন্তিু অস্ট্রলেয়িার তো রক্তে মশিে আছে লড়াই করার আকাঙ্খা। প্রথম দুই ওভারে ভারতরে টপ র্অডার তছনছ করে দনে মচিলে র্স্টাক ও জশ হ্যাজলেউড। একে একে অধনিায়ক রোহতি র্শমা, ইশান কশিান ও শ্রয়োস আয়ারকে শূন্য রানে ড্রসেংিরুমে ফরেত পাঠান দুই অজি পসে বোলার। এরপরই যনে ত্রাতার ভূমকিায় আবর্ভিূত হন বরিাট কোহলি ও লোকশে রাহুল। চাপরে মুখে অস্ট্রলেয়িান পসোরদরে আগুনরে গোলা রুখে দয়িে দলকে ঠকিই জয়রে বন্দরে নয়িে যান কোহল।ি তাকে যোগ্য সঙ্গ দনে লোকশে রাহুল। ধীর গতরি ব্যাটংিয়ে উইকটে টকিয়িে রখেে খলেতে থাকে এই জুট।ি ৭৫ বলে তনি বাউন্ডাররি মারে নজিরে হাফসঞ্চেুরি তুলে ননে কোহল।ি অন্য প্রান্তে রাহুলও পান হাফসঞ্চেুররি দখো। তনিওি ৭২ বলে ৫ চাররে মারে করনে ৫০ রান। একসময় মনে হচ্ছলি অনবদ্য এক শতক উপহার দয়িে দলকে জয়রে বন্দরে নয়িে যাবনে কোহল।ি কন্তিু ১১৬ বলে ছয় বাউন্ডাররি মারে ৮৫ রান করে হাজলেউডরে শকিার হয়ে ড্রসেংিরুমে ফরেনে ভারতরে এই তারকা ব্যাটার। অন্য প্রান্তে শষে র্পযন্ত টকিে ছলিনে রাহুল। র্দুভাগ্য সঞ্চেুরি পাননি তনি।ি ৯৭ রানে অপরাজতি থকেে দলকে জতিয়িইে মাঠ ছাড়নে রাহুল। তার ইনংিসে ১১৫ বলরে ইনংিসে ৮ চার ও দুই ছক্কার মার ছলি। কোহলি আউট হওয়ার পর র্হাদকি পান্ডয়িা ব্যাটংিয়ে নমেে ৮ বলে এক ছক্কায় অপরাজতি ১১ রান করনে। অস্ট্রলেয়িার পক্ষে হ্যাজলেউড ৩৮ রানে ৩টি ও র্স্টাক ৩১ রানে ১টি উইকটে পান। ম্যাচসরো নর্বিাচতি হন ভারতরে লোকশে রাহুল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত