সেপ্টেম্বরে সড়কে ঝরল ৩৯৪ প্রাণ
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমছেই না। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থানে সড়কে ঝরছে প্রাণ। আহতদের সংখ্যাটাও বাড়ছে প্রতিনিয়ত। গত মাস সেপ্টেম্বরে দেশের বিভিন্ন এলাকায় ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮৩ জন। নিহতদের মধ্যে ৫৩ জন শিশুও আছে। এসব দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন, যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।
গতকাল রোববার সড়ক দুর্ঘটনা নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৪ দশমিক ৬১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, অর্থাৎ ১২ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন। ৩৩টি রেলপথ দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৬২৪টি। এর মধ্যে বাস ৯৬, ট্রাক ৯২, কাভার্ডভ্যান ১৭, পিকআপ ২৪, ট্রাক্টর ৭, ট্রলি ৮, লরি ৭, ড্রাম ট্রাক ৪, তেলবাহী ট্যাঙ্কার একটি, পুলিশের পিকআপ একটি, মাইক্রোবাস ১৭, প্রাইভেটকার ১২, অ্যাম্বুলেন্স ২, পাজেরো একটি, মোটরসাইকেল ১৭৬, থ্রি-হুইলার ১০৩, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ২৩, বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান ১৯ এবং অজ্ঞাত গাড়ি ১৪টি।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যানে বলা হয়েছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ৩০ দশমিক ৪০ শতাংশ, প্রাণহানি ২৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২ দশমিক ৫৬ শতাংশ, প্রাণহানি ১১ দশমিক ৬৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৮ দশমিক ৩৪ শতাংশ, প্রাণহানি ১৭ দশমিক ৫১ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২ দশমিক ৩১ শতাংশ, প্রাণহানি ১৩ দশমিক ১৯ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ০৪ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৮৬ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ০২ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ৮৫ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ৭৮ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৬১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৫২ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৮৩ শতাংশ ঘটেছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। ১২১টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন। ঢাকায় ২৩টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনা ঘটেছে এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২৩ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৩২টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও নড়াইল জেলায়। এই ৫টি জেলায় সামান্য মাত্রার ১১টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ