নকল আইডি কার্ড, ব্যাংক রসিদে মিলছে খুচরা সার বিক্রির লাইসেন্স
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে চলছে অভিনব কৌশলে জালিয়াতি-প্রতারণা ও দুর্নীতি। খুচরা সার বিক্রির লাইসেন্স বা তালিকায় নাম অন্তর্ভুক্তি, কীটনাশক বিক্রির লাইসেন্স প্রদানসহ বিধি বহির্ভূতভাবে যত্রতত্র সার ডিলার কার্ড ইস্যু করে রাজস্ব আদায়ের নামে কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন লাখ টাকা। সরকারি কোষাগারে জমা না দিয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসব টাকা নিজের পকেটস্থ করছেন বলে অভিযোগ রয়েছে। আর এসব কর্মকা-ের পুরোভাগে রয়েছেন সদ্য চাকুরি পাওয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল হাসান সুমন। অন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নের কাজ করলেও শুরু থেকেই স্থানীয় প্রভাব খাটিয়ে মহিবুল হাসান সুমন অফিসে কাজ করে আসছেন। তার নাকি অফিসে কাজ করা বেশি পছন্দনীয়। কম্পিউটারে ডাটা এন্ট্রি থেকে শুরু করে যাবতীয় কাজ তিনিই মেইনটেন করেন। প্রভাব খাটিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে তোয়াক্কা না করেই অবৈধ নানা কাজ ভাগিয়ে নেন অফিস থেকে। অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা যেন দর্শকের ভূমিকায় থাকেন! তার বিরুদ্ধে আছে পূর্বের কর্মস্থলে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও। এমন নানা অভিযোগ উঠেছে মোরেলগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল হাসান সুমনের ওপর।
বর্তমানে ভুক্তভোগীদের অভিযোগে প্রতিদিনই তার হাজির হতে হচ্ছে খুলনা এবং বাগেরহাটের উর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের দপ্তরে। তৃণমুলে কৃষি সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে কৃষি মন্ত্রণালয় থেকে ওয়ার্ডভিত্তিক খুচরা সারের ডিলার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেন। মোরেলগঞ্জে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ১৬১টি ওয়ার্ডে ৩০ হাজার টাকা করে জামানত নিয়ে ১৬১ জন কার্ডধারী খুচরা সার বিক্রেতা নিয়োগ করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। তারা উপজেলার ১৭ জন বিসিআইসি সার ডিলারের কাছ থেকে সরকারি বরাদ্দের ৫০ শতাংশ সার গ্রহণ করবেন এবং সরকার নির্ধারিত মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নের মধ্যে বিক্রি করবেন। কিন্তু মহিবুল হাসান সুমন এসব নীতিমালার কোনো পাত্তা দেন না।
জানা যায়, মোরেলগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ১৬১ এর মধ্যে ২০২২ সালে ৫৫টি শুণ্য পদে বিজ্ঞপ্তি প্রকাশসহ যাবতীয় প্রক্রিয়া শেষে ১০৩ জন আবেদনকারীর মধ্য হতে ওই ৫৫ জনকে নিয়োগের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সুপারিশ করেন। সুপারিশকৃতদের কাছ থেকে ২০০ টাকা কার্ড ফি এবং জামানতের জন্য ৩০ হাজার টাকা নিয়ে ব্যাংক রশিদ ও লাইসেন্স আইডি কার্ড তাদেরকে ইস্যু করার বিধান রয়েছে। কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে সুপারিশকৃতদের তালিকার বাইরে গিয়ে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে তাদের পছন্দমতো কিছু ব্যক্তিকে ভুল বুঝিয়ে খুচরা সার বিক্রেতা হওয়ার জন্য উৎসাহিত করে উপজেলা কৃষি অফিস। তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে জামানতের নামে ৩০ হাজার এবং অতিরিক্ত আরও ৫-২০ হাজার টাকা অফিস খরচের নামে নেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল হাসান সুমন। তাদের হাতে ধরিয়ে দেন পূর্বে জামানতের জমাকৃত কারো বৈধ রশিদের ফটোকপি আর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত অবৈধ আইডিকার্ড।
গত কয়েকদিনের অনুসন্ধানে দেখা যায়, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত খুচরা সার বিক্রেতা থাকা সত্ত্বেও সাবেক এক ইউপি সদস্যকে ভূয়া কাগজপত্র সরবরাহ করে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মহিবুল হাসান সুমন। তাকে যে রশিদ দেয়া হয়েছে তার ক্রমিক নম্বর ৪৩৯। অথচ ব্যাংকে গিয়ে দেখা যায় ৪৩৯ ক্রমিকের রশিদটি হোগলাবুনিয়া ইউনিয়নের মো. ইউসুফ আলী নামের বৈধ রশিদ।
অনুরূপভাবে জাল আইডিকার্ড দিয়ে নিশানবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবির হোসেন তালুকদার,নিশানবাড়িয়া ইউনিয়নের আব্দুল হক খান, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের তাজিরুল ইসলাম সহ আরও অনেকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ টাকা। কীটনাশক লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও রয়েছে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ। ৭শ’ টাকার স্থলে ২-৪ হাজার পর্যন্ত নেয়া হয়েছে ক্ষেত্র বা ব্যক্তি বিশেষে। আর এগুলোর মূল খলনায়কের ভূমিকায় ছিলেন ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল হাসান সুমন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ও সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আকাশ বৈরাগী বলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল আমার সাক্ষর জাল করে জমানতের নামে অবৈধ টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ইউনিয়নে নকল আইডি কার্ড ও ব্যাংক রশিদ দিয়েছে।চাকরি বিধিমালায় এর শাস্তি ভয়াবহ,ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ দিয়েছে,আমি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নিবো।
উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন..কৃষকগন আমাদের দেশের সোনার মানুষ,কৃষকের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব,যারা এই কৃষকগনের কাছ থেকে সারের ডিলার নিয়োগ দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাগেরহাট জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন,ইতিমধ্যে মহিবুলের ব্যাপারে কয়েকটি অভিযোগ জমা হয়েছে যেগুলো তদন্তধীন।অভিযোগ প্রমানিত হলে চাকরি বিধি অনুসারে ব্যাবস্থা নেয়া হবে।
উপজেলা সার বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন বলেন কৃষিক্ষেত্রে এসসব অনিয়ম দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে,এরা সরকারের বদনাম করে,কতৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের তীর যার দিকে সেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল হাসান সুমনের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ