মানহীন ভারতীয় গোশতে হুমকিতে জনস্বাস্থ্য
১১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
বৈধ এবং অবৈধ পথে আসছেই মানহীন ভারতীয় মহিষের গোশত। এসব হিমায়িত গোশত দীর্ঘদিন সতেজ রাখতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। আবার গরুর গোশত বলে বিক্রি হচ্ছে সুপার শপ, হোটেল, রেস্তোরাঁয়। তাতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। প্রতারিত হচ্ছেন ক্রেতা-ভোক্তারা। দেশে চাহিদার বেশি গরু, মহিষ, ছাগলসহ গবাদি পশু থাকার পরও ভারতীয় নিম্নমানের গোশতের আগ্রাসন খামারিদেরও উদ্বেগ বাড়ছে।
এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত প্রায় আড়াই কোটি টাকার মহিষের গোশতের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দাম উঠে মাত্র চার লাখ টাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলীর মেসার্স এমবি ট্রেডিং চলতি বছরের শুরুর দিকে ভারত থেকে ৪০ ফুটের কন্টেইনারে প্রায় ২৮ টন মহিষের গোশত আমদানি করে। নির্ধারিত সময়ে এ গোশত খালাস করে না নেয়ায় তা নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবছর বিপুল পরিমাণ ভারতীয় মহিষের গোশত আসছে। তবে কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, এসব গোশত আমদানিতে অতিরিক্ত শুল্কসহ বেশকিছু শর্ত আরোপ করায় বৈধপথে আমদানি কমে গেছে। চোরাই পথে আসছে ভারতীয় মহিষের গোশত। বিভিন্ন স্থলবন্দর দিয়ে একশ্রেণির আমদানিকারক গোশত আমদানি করছে। বৈধ পথে আসা গোশত ফ্রিজার কন্টেইনারে করে আমদানি করা হলেও সীমান্তে বস্তায় ভরে এসব গোশত আনা হচ্ছে।
বৈধ এবং অবৈধ পথে আসা এসব ভারতীয় গোশত দেশের সুপার শপ, হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান এমনকি বড় বড় হাটবাজারের গোশতের দোকানেও বিক্রি হচ্ছে। এসব গোশত তাজা দেখানোর জন্য ফ্রিজ থেকে বের করে জবাই করা গরুর রক্ত মেখে বিক্রি করা হচ্ছে। মহিষের গোশতকে গরুর গোশত হিসেবেও বিক্রি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়িরা। তাতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। কিছুটা কম মূল্য হওয়ায় হোটেল, রেস্তোরাঁগুলো ভারতীয় মহিষের গোশত পরিবেশন করছে। ভোক্তারা গরুর গোশত মনে করেই চড়াদামে এসব গোশত এবং গোশতের তৈরি খাবার খাচ্ছেন। সুপার শপগুলোতে গরুর গোশত হিসেবে ভারতীয় এসব মহিষের গোশত বিক্রি হচ্ছে।
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে গোশত আমদানি নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে। তবে বাণিজ্য মন্ত্রণালয় এ দাবি আমলে নিচ্ছে না। দেশিয় প্রাণিসম্পদের সুরক্ষায় ভারতীয় মহিষের গোশত আমদানির ক্ষেত্রে শুল্ককর বৃদ্ধিসহ কিছু শর্ত জুড়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গোশত আমদানি করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। এছাড়া ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে গোশত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে আমদানি ধীরে ধীরে কমে যায়। আবার আমদানির ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এ অনুমোদন না পাওয়ায় আমদানি আরো কমে গেছে।
জানা গেছে, আমদানিতে কড়াকাড়ি আরোপের ফলে ভিন্ন কৌশল নিয়েছেন অনেকে। আমদানিকারকরা অফাল (গরু-মহিষের গোশত ছাড়া পায়া, নাড়িভুঁড়ি, জিহ্বাসহ অন্যান্য) ঘোষণা দিয়ে গোশত আমদানি করছেন। অফালের ওপর শুল্ক ৫ শতাংশ। অফাল ঘোষণা দিয়ে গোশত আমদানির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। একসময় শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতীয় গোশত আমদানি হলেও এখন স্থলবন্দর দিয়েও আমদানি হচ্ছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. হাবিবুর রহমান গতকাল ইনকিলাবকে বলেন, আগের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতীয় মহিষের গোশত আমদানি অনেক কমেছে। সাম্প্রতিককালে কোনো চালান আসেনি বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজুল করিম বলেন, দেশ এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। চাহিদার চেয়ে বেশি গবাদিপশু মজুদ রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে গোশত আমদানি কোনো প্রয়োজন নেই। গত কয়েক বছর ধরে আমরা গোশত আমদানির কোনো অনুমতি দিচ্ছি না। অবৈধপথে কিংবা অন্য কোনো কৌশলে কেউ যদি গোশত আমদানি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গোশত নিয়ে বিপাকে কাস্টমস : প্রায় ২৮ টন ভারতীয় মহিষের গোশত নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকৃত ২৭ হাজার ৮৯০ কেজি হিমায়িত মহিষের গোশতের প্রকাশ্যে নিলামে দুই কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে কর্তৃপক্ষ। এ হিসেবে প্রতিকেজির দাম ৮৭৫ টাকা। কিন্তু সোমবার অনুষ্ঠিত নিলামে প্রতিকেজির দাম উঠেছে ১৪ টাকা ২৯ পয়সা। যা সংরক্ষিত মূল্যের ২ শতাংশেরও কম। রাজশাহীর শাহ মখদুম ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। তবে চট্টগ্রাম কাস্টমসের নিলামের স্থায়ী আদেশ মতে, পণ্যের প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ দাম না পড়লে বিক্রয় অনুমোদন দেয়া যাবে না।
নিলাম শাখার কর্মকর্তারা বলছেন, আগামী দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন পড়ে থাকা এসব গোশতে পচন ধরেছে। আমদানিকারক নির্ধারিত সময়ে চালানটি খালাস না নেয়ায় এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় কাস্টম হাউস। নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসময় ক্ষেপণ হওয়ায় গোশতের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদি কাস্টমসের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাণিসম্পদ অধিদপ্তর এসব গোশতের নমুনা পরীক্ষা করে গুণগতমানের সনদ দেয়ার পরই তা খালাস করা হবে।
এমভি এইচআর আরাই নামের জাহাজে করে ৪০ ফুট শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে এক হাজার ৬৫৬ কার্টুনে মহিষের গোশত পাওয়া যায়। এসব কার্টুনে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ২ জানুয়ারি ২০২৩ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩। আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়
ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল
মেডিকেলে চান্স পেয়েছেন ছাগলনাইয়ার শিক্ষক দম্পতির মেয়ে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত