স্যালাইনের তীব্র সংকট
১১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু ১১০০ (১১০৯ জন) ছাড়িয়েছে। সরকারি হিসেবে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সোয়া ২ লাখেরও বেশি। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যের ঘটনা ঘটছে। গতকালও ১৩ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসেও ডেঙ্গুর দাপট চলছে। চলতি মাসে এ রোগে মৃত্যুর সংখ্যা ১২০ জন। একদিনে আরো ২ হাজার ৫৫৫ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। ডেঙ্গু রোগীদের জন্য সালাইন দিতে হয়। ফার্মেসিগুলোতে স্যালাইন পাওয়াই যাচ্ছে না।
সরেজমিন ঘুরে দেখা গেছে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় রাজধানীর ফার্মেসিতে চলছে তীব্র স্যালাইন সংকট। অসাধু সিন্ডিকেট এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, দেশে স্যালাইনের ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন দেশে উৎপাদন হচ্ছে এবং বিদেশ থেকেও আমদানি করা হয়েছে।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে এবার অনেক বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে স্যালাইনের চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি করে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে স্যালাইন।
স্যালাইন সংকটের বিষয়ে জানতে চাইলে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণে স্যালাইন উৎপাদিত হচ্ছে। কিন্তু রোগীর স্বজনরা কিনতে গেলে স্যালাইন পান না। আমাদের সন্দেহ হচ্ছে, একটি সিন্ডিকেট চক্রান্ত করে স্যালাইনের সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন। এ সময়ে মৃত্যের সংখ্যা ১ হাজার ১০৯ জন। এর মধ্যে নারী ৬২৬ জন এবং পুরুষ ৪৮৩ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৪০৯ জন এবং রাজধানীতে ৭০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৫৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯৩৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৫৫৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬০২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯১৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৪২১ জন এবং নারী ৯০ হাজার ৩৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন।
সরকারি হাসপাতালের বাইরেও হাজার হাজার ডেঙ্গু রোগী বেসরকারি ক্লিনিক, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অথচ রোগীদের স্যালাইন দিতে হয় পারছেন না। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, টিবি হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের আশেপাশের ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে স্যালাইন সংকটের চিত্র পাওয়া গেছে। সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন কাজী ফার্মেসিতে দুটি স্যালাইন কিনতে এসে একটি স্যালাইন নিয়ে যাওয়ার সময় মো. আমিনুল ইসলাম নামে একজনের সঙ্গে কথা হয়। রোগীর প্রেসক্রিপশন দেখিয়ে তিনি বলেন, ডাক্তার বলেছেন, আমার রোগীর স্যালাইন চলবে। কিন্তু আমাকে একটার বেশি স্যালাইন দিল না, এখন আবার একটু পরে অন্য কাউকে পাঠিয়ে আরেক ব্যাগ স্যালাইন কেনার চেষ্টা করতে হবে।
সরেজমিনে বিভিন্ন ফার্মেসির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই থেকে তিন মাস ধরে চলছে সব ধরনের স্যালাইনের তীব্র সংকট। বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে স্যালাইনের অর্ডার করেও পাওয়া যায় না। আবার স্যালাইন পাওয়া গেলেও সেটা চাহিদার তুলনায় একেবারেই কম।
স্যালাইনের সরবরাহ ঠিক আছে কি না জানতে চাইলে সোহরাওয়ার্দী হাসপাতালের উল্টোপাশের সানমুন ফার্মার এক বিক্রেতা জানান, দুই-তিন মাস ধরে স্যালাইনের সংকট চলছে। অনেকেই স্যালাইন কিনতে আসে, তবে আমাদের কাছে না থাকায় দিতে পারি না।
আল মদিনা ফার্মেসির একজন বিক্রেতা বলেন, ডেঙ্গু বেড়ে যাওয়ার পর থেকেই স্যালাইন ঠিকমতো পাই না। কোম্পানির লোকেরা মাঝে মাঝে ১০/১২ ব্যাগ দেয়, যা চাহিদার তুলনায় একেবারেই কম।
বাংলাদেশ ফার্মার এক বিক্রেতা বলেন, আমাদের প্রতিদিন একশোর উপরে স্যালাইনের চাহিদা। তবে আমরা কোম্পানি থেকে পাই ১/২ কার্টুন, নিমিষেই শেষ হয়ে যায়। অনেককেই স্যালাইন কিনতে আসলেও আমরা স্যালাইন দিতে পারি না।
এছাড়াও গ্রিন লাইফ ফার্মা, নিরাময় ফার্মেসি, মেডিসিন কর্নার, পপুলার ফার্মেসিসহ আরও বেশ কিছু ফার্মেসির বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে সব ধরনের স্যালাইন চাহিদা মোতাবেক সরবরাহ নেই। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে যে স্যালাইন পাওয়া যায়, তা চাহিদার ১০ ভাগের এক ভাগও নয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক মো. নূরুল আলম এই বিষয়ে বলেন, কিছু দিন আগে স্যালাইনের যে সংকট ছিল, সেটা এখন কেটে গেছে। এখন স্যালাইনের কোনো সংকট নেই। আমাদের স্থানীয় উৎপাদন আছে প্রতিদিন ১ লাখ ৯০ হাজার ব্যাগ। পাশাপাশি ২০ লাখ ব্যাগ আমদানি করা হয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করলে আইনে তাকে তাৎক্ষণিক দুই লাখ টাকা জরিমানা করার বিধান আছে।
এদিকে অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারি মাসে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চ মাসে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন শনাক্ত এবং প্রাণহানি ৩৪২ জন। সেপ্টেম্বর মাসে শনাক্ত রোগী ৭৯ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৩৯৬ জন। অক্টোবরের ১০ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১২০ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা আরো বেশি হবে। বর্তমান সরকারি হিসেবের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়
ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল
মেডিকেলে চান্স পেয়েছেন ছাগলনাইয়ার শিক্ষক দম্পতির মেয়ে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত