‘দেশে গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য বেশি ছড়ায়’
২২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের মধ্যে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব বেশি ছড়াচ্ছে। সরকার ও বিরোধী দলগুলোও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব তথ্য ছড়িয়ে থাকে। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মিথ্যা তথ্য বেশি ছড়ায়। এই মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজবের ফলে সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।
গতকাল রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে রোববার ‘দ্য ওয়ার এগেইনস্ট মিসইনফরমেশন কন্টিনিউস (মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই চলছে)’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি। তিনি বলেন, যে দেশে গণতন্ত্র নির্বাসিত সে দেশে মিথ্যা তথ্য বাসা বাঁধে। মিথ্যা তথ্য অনেক ক্ষেত্রে জীবন-মরণের প্রশ্ন তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি আরো খারাপ আকার ধারণ করছে। আর যে সব দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কম সে সব দেশেও মানুষ মিথ্যা তথ্যকেও গুরুত্ব দেয়। কারণ সে কথা বলতে পারে না এবং প্রকৃত তথ্য জানতে পারে না।
মুঠোফোন ব্যবহারের বিস্তৃতি তুলে ধরে স্টিফেন ইবেলি বলেন, আমাদের সন্তানদের জীবনের অংশ হয়ে গেছে মুঠোফোন। তাদের ভুল তথ্য ও ডিপফেকের (একেবারে আসলের মতো দেখতে ভুয়া ছবি ও ভিডিও) মতো বিষয়গুলো সম্পর্কে জানাবোঝা ও জ্ঞান থাকা জরুরি। তিনি বলেন, নরওয়েতে শিক্ষার্থীদের বয়স অনুসারে ফ্যাক্ট চেকিং (তথ্য যাচাই), মিথ্যা তথ্য ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। পরবর্তী প্রজন্মের জন্য এই শিক্ষা দরকার।
প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে ভুল তথ্য ছড়ানোর ধরন, কারা ছড়াচ্ছে, মূলধারার গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনফ্লুয়েন্সারদের’ (যাঁরা প্রভাব বিস্তার করতে পারেন) ভূমিকা, গণমাধ্যম ও সাংবাদিকদের রাজনৈতিক বিভক্তি এবং দেশের গণতান্ত্রিক পরিস্থিতির সঙ্গে মিথ্যা তথ্যের ভূমিকা ইত্যাদি বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে প্রশ্ন করেন সাংবাদিক, ফ্যাক্ট চেকার (যাচাইকারী) ও ইনফ্লুয়েন্সাররা। উত্তর দেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা স্টিফেন ইবেলি।
জিল্লুর রহমান বলেন, মিথ্যা তথ্য এমন একটি বিষয়, যেটির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে হয়। বাংলাদেশে সরকার ও বিরোধী দলও মিথ্যা তথ্য ছড়ায়। ধর্মীয় দলগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মূলধারার গণমাধ্যমও অনেক ক্ষেত্রে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। গণমাধ্যমগুলো তাদের অনলাইন সংস্করণে অর্থ উপার্জনের জন্যও মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে দিয়ে থাকে।
গণতন্ত্রের চেয়ে ভালো শাসনব্যবস্থা নেই উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য, গুজব বাড়তে থাকবে। উগ্রবাদের বিস্তার, সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার ঝুঁকিও থাকবে। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করতে হলে দেশের গণতন্ত্রের জন্যও লড়তে হবে। গণতন্ত্র শক্তিশালী না হলে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ অন্ধকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ প্রকল্পটি বাস্তবায়ন করেছে সিজিএস। স্থানীয় পর্যায়ে ভুল তথ্যের প্রক্রিয়া এবং ভুল তথ্য মোকাবিলার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে প্রকল্পটি কাজ করে। এই প্রকল্পের আওতায় গত এক বছরে সারা দেশে ১৪টি সংলাপ ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচিতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
প্রকল্পের অধীন ‘ভুয়া তথ্য কী: একটি শনাক্তকরণ নির্দেশিকা’ও প্রস্তুত করা হয়েছে। সিজিএসের গবেষণা সহযোগী স্যাঁইনশৈক্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার