উত্তরায় চরম গ্যাস সঙ্কট
০৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
রাজধানী উত্তরার নতুন ওয়ার্ডগুলোতে গ্যাস সঙ্কট দিন দিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এখানকার বাসাবাড়ি, অবৈধ ওয়াস ফ্যাক্টরী ও কল কারখানাগুলোতে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এর ফলে বাসাবাড়িতে দিনে ৫ ঘন্টার বেশি গ্যাস থাকে না। সময় মতো লাইনে গ্যাস না পেয়ে গ্রাহকরা চরম বিপাকে। আবার কখনো কখনো সারা দিনেও তিতাস গ্যাস গ্রাহকরা আবাসিক সংযোগ থেকে গ্যাস পায় না।
সরেজমিনে দেখা যায়, গতকাল দুপুর ২টা ৪১ মিনিটের সময় উত্তরখান মিয়াবাড়ি তালতলা এলাকার এক গৃহিণী এবং রাত ১২ টার সময় চুলায় আগুন জ্বালাতে চাবি চালু করে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। কিন্তু লাইনে গ্যাস না থাকায় বার বার চেষ্টা করে ও আগুন জ্বলাতে পারেনি। এমন ঘটনা দীর্ঘ এক বছর যাবত উত্তরার বিভিন্ন বাসাবাড়িতে রয়েছে। দীর্ঘদিন যাবত আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস না পাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে বৃহত্তর উত্তরা এলাকার লাখ লাখ মানুষ। প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত, আবার রাত ১১-১২ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত এ ভাবে লাইনে গ্যাস আসে এবং যায়। গত কয়েক বছর যাবত উত্তরার নতুন ১৮টি ওয়ার্ডের বাসাবাড়িতে চলছে গ্যাসের চরম সঙ্কট।
দীর্ঘ কয়েক বছর যাবত উত্তরা এলাকায় গ্যাসের চরম সংকট থাকলেও এই এলাকায় এমন অভিযান এখনো দেখা যায়নি। স্থানীয়রা জানান, তিতাসগ্যাস কম্পানীর অসাধু কিছু কর্মকর্তার সাথে আতাঁত করে বিভিন্ন ফ্যাক্টরির মালিকেরা তাদের চাহিদা মেটাতে গ্যাস পাইপের মুখে শক্তিশালী রাইজার বসিয়ে অবৈধ পন্থায় গ্যাস টেনে নিয়ে যাচ্ছে।এর ফলে উত্তরখান দক্ষিণখান তুরাগসহ উত্তরার বাসাবাড়িতে দিন-রাত মিলে ৫ ঘন্টার বেশি গ্যাস সরবরাহ থাকে না। প্রতিদিন গড়ে ১৫-১৬ ঘন্টা উত্তরখান-দক্ষিনখান, খিলখেত-ডুমনি, তুরাগ বাউনিয়া এলাকায় লাইনে গ্যাস থাকেনা। এর ফলে এখানকার প্রায় ১০ লাখ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্যাসের তীব্র সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তিতাসগ্যাস কম্পানীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো সরকার কেন ব্যবস্থা নেয়নি এবিষয়ে তারাক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
রাজধানীর অন্যতম ঘনবসতি এলাকা উত্তরখান হযরত শাহ কবির মাজার চৌরাস্তা,কাঁচকুড়া, মাউসাইদ,আটিপারা, দক্ষিণখান, কোটবাড়ি, মোল্লারটেক, হলান, কাওলা,আসকোনা,ডুমনি, নিকুঞ্জ, খিলখেত এলাকায় ভোর ৫টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না। এছাড়াও হরিরামপুর, তুরাগ, দলিপাড়া,কামারপাড়া,বাউনিয়া ও নলভোগ এলাকায় প্রতিদিন দুপুর ২ টার পর অল্প সময়ের জন্য লাইনে গ্যাস দিলেও প্রয়োজনের তুলনায় গ্যাসের চাপ থাকে অনেক কম। কখনো কখনো সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত লাইনে গ্যাস থাকেনা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, অন্তর্বতী সরকার দায়িত্ব গ্রহনের পর থেকে দেশের প্রতিটি সেক্টরে পরিবর্তন আসলেও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দূর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির কারণে সারা দেশের ন্যায় উত্তরার বাসা বাড়িতে চলছে গ্যাসের চরম সংকট।
এ বিষয়ে তিতাস ট্রাস্টমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কর্মকর্তারা বলেন, উত্তরার ডুমনি, খিলখেত তুরাগ, কামারপাড়া, উত্তরখান মাজার,হেলাল মার্কেট, চানপাড়া ও দক্ষিণখান হলান, মোল্লাবাড়ী এলাকার বেকারি, ওয়াস এবং ডায়িং ফ্যাক্টরীগুলোতে খুব শীঘ্রই অভিযান চালাবে তারা। অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেলে সংযোগ বিচ্ছিন্নসহ মালামাল জব্দ করা হবে সে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তাইওয়ানের আকাশে চীনা বেলুনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জে বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আইয়ূব ভাদুরী গ্রেফতার
পবিপ্রবিতে র্যাগিংয়ের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন ; বহিষ্কার ৭ শিক্ষার্থী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার
ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের রায় স্থগিত
বিশ্ববিদ্যালয় দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
মোল্লা কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী ভবনে আটক, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন
শহীদের রক্তের ঋণ পরিশোধে কাজ করে যাবো: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ভিসি
মোল্লা কলেজে ব্যাপক হামলা-ভাঙচুর
ব্রিটেনে ঝড় বার্টের তাণ্ডবে বহু প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক সাখাওয়াত হোসেন
অস্ট্রেলিয়াকে উড়িয়ে এগিয়ে গেল ভারত
সাভারে হেফাজতে ইসলামের নেতাকে হয়রানীর বিচার দাবীতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান
ফিলিপাইনে মার্কোসের ওপর হত্যার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমানবন্দরে দুটি বিমান অবতরণ করতে পাড়ে নাই
সাটুরিয়ায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাকিবের 'বরবাদ' এ আইটেম গার্ল নুসরাত জাহান
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৪৩ জন আত্মহত্যার চেষ্টা