ঢাকা   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশ-উজবেকিস্তান চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম


বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস। বেশ কিছুদিন ধরেই বিতর্কিত এই আইন বাতিল বা সংশোধনের বিষয়ে অন্তর্বতী সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। পরে গত ৩ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত।

পরে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামও এ আইন বাতিলের কথা বলেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে গত বছর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছিল। কিন্তু এই আইন নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায় থেকে আপত্তি ওঠে। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়। এখন আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল অন্তর্র্বতী সরকার। মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে। কোন মন্ত্রণালয়ে কোন খাতে কত টাকা খরচ করেছে তার হিসাব নেওয়া হবে। এমনকি বেসরকারি কোম্পানিগুলোকেও মজিববর্ষের জন্য অর্থ দিতে বাধ্য করা হয়েছে। সেগুলোর হিসাব নেওয়া হবে।

বৈঠক শেসে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলা কিংবা কোনো প্রকার আক্রমণ সহ্য করা হবে না। সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল। অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে। অনেক গণমাধ্যমে অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে। তবুও আমরা কোনো গণমাধ্যম বন্ধ করছি না। তবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানিয়েছেন প্রেস সচিব। এর আগে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। দ্রুতই আরেকটা নতুন আইন তৈরি করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে। কোন মন্ত্রণালয়ে কোন খাতে কত টাকা খরচ করেছে তার হিসাব নেওয়া হবে। এমনকি বেসরকারি কোম্পানিগুলোকেও মজিববর্ষের জন্য অর্থ দিতে বাধ্য করা হয়েছে। সেগুলোর হিসাব নেওয়া হবে। প্রেস সচিব বলেন, বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতার কমিটি হবে। জরুরি ওষুধের দাম দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে এসেনশিয়াল ড্রাগের তালিকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে। কেবিনেট বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ উপদেষ্টা পরিষদ-বৈঠকের চূড়ান্ত অনুমোদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুনরায় উপস্থাপন করবে। সাইবারস্পেসে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করার বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাচিবিক ও কারিগরি সহায়তায় একটি পৃথক আইনি কাঠামো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স-সম্পর্কিত মামলাগুলো (মুক্তমত প্রকাশের কারণে মামলা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানানো হয়েছে।
আইন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান। বর্তমানে স্পিচ অফেন্স-সম্পর্কিত মোট ১ হাজার ৩৪০টি মামলা চলমান, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন। ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে ‘স্পিচ অফেন্স’ এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পিচ অফেন্স-সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান বলে তখন সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমান সরকার স্পিচ অফেন্সসংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ৩৪০টি স্পিচ অফেন্স-সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন ৪৬১টি মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।

বাংলাদেশ-ইথিওপিয়া প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন॥
প্রেসসচিব বলেন,ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও সেবা/সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়া একে অপরের দেশে প্রবেশের অনুমোদন শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খসড়া চুক্তিতে মোট ৮টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক এবং সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই অপরপক্ষের ভূখ-ে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ (নব্বই) দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন। চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ (নব্বই) দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে। বাংলাদেশ ও ইথিওপিয়া সরকারের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে ‘কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে। খসড়া চুক্তিটিতে মোট ৯টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকরা একে অন্যের ভূখ-ে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ (নব্বই) দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন। চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ (নব্বই) দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে। এ চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার এবং ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে। চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়।
##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
জয়সওয়াল-কোহলিতে পিষ্ট অস্ট্রেলিয়া
আরও

আরও পড়ুন

আদানির বিরুদ্ধে এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা

আদানির বিরুদ্ধে এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন যে ৩ বিচারক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন যে ৩ বিচারক

ইসরায়েলে হামলা চালানোর সব প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলে হামলা চালানোর সব প্রস্তুতি নিচ্ছে ইরান

বড় জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

বড় জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা হিজবুল্লাহর, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা হিজবুল্লাহর, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

কষ্টে ফলো-অন এড়ালো বাংলাদেশ

কষ্টে ফলো-অন এড়ালো বাংলাদেশ

এবার তেল আবিবে হিজবুল্লাহর ২৫০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এবার তেল আবিবে হিজবুল্লাহর ২৫০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

পিটিআইয়ের বিক্ষোভের ডাক,লকডাউন ইসলামাবাদে

পিটিআইয়ের বিক্ষোভের ডাক,লকডাউন ইসলামাবাদে

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন রিকশা চালক আটক

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন রিকশা চালক আটক

আজ কিশোরগঞ্জের দানবীর, শিক্ষানুরাগী ওয়ালী নেওয়াজ খান এর ৩৮তম মৃত্যুবার্ষিকী

আজ কিশোরগঞ্জের দানবীর, শিক্ষানুরাগী ওয়ালী নেওয়াজ খান এর ৩৮তম মৃত্যুবার্ষিকী

'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড

'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত

গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত

কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের

কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা

শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে