বেসরকারি ইকোনমিক জোনে বদলে যাবে বগুড়ার অর্থনীতি
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
শিল্প নগরী খ্যাত বগুড়া কালের বিবর্তনে ও রাজনৈতিক বৈরিতার কারণে শিল্পনগরীর খ্যাতি হারিয়ে ফেলেছিল। এ বিরূপ পরিস্তিতির মধ্যেই বগুড়ার স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠান বগুড়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছে। পর্যাপ্ত শ্রম সুবিধা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সুবিধা, স্বল্পমূল্যে শিল্প অবকাঠামো গড়ে তোলার মতো জায়গার সহজ লভ্যতা, সেই সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় বেসরকারি খাতের অনেক শিল্প উদ্যোক্তা বগুড়ায় বেসরকারি উদ্যোগে শিল্পাঞ্চল সৃষ্টিতে আগ্রহ দেখাচ্ছে।
ইতোমধ্যেই বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের পাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের কারখানা ও গোডাউন স্থাপন করেছে। এতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। শিল্পাঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দেয়ায় সংশ্লিষ্ট এলাকার গুরুত্বও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বগুড়া শহরতলীর বাঘোপাড়া, গোকুল, মহিষবাথান, তেলিহারা মিলিয়ে মোট ৪টি মৌজায় বেসরকারি খাতে স্থাপিত হতে যাচ্ছে বেসরকারিভাবে পুন্ড্র ইকোনোমিক জোন। যার সন্নিকটে যথেষ্ট আবাসন সুবিধা, কারিগরি শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য পুন্ড্র বিশ্ববিদ্যালয় সহ আধুনিক চিকিৎসা সেবা সম্বলিত হাসপাতাল ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা বিদ্যমান। এই শিল্প জোনে দেশি-বিদেশি মিলে প্রায় ১৬টি বিনিয়োগকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। উদ্যোক্তাদের ধারনা পুরো মাত্রায় এই শিল্পজোন প্রতিষ্ঠিত হলে সেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।
নতুন উদ্যোমে যাত্রা শুরু করা পুন্ড্র ইকোনোমিক জোনে যেসব শিল্প কারখানা স্থাপিত হবে সেগুলোর মধ্যে রয়েছে গ্লাস ফ্যাক্টরী, টাইলস কারখানা, সিরামিক ফ্যাক্টরী, লাইট ইঞ্জিনিয়ারিং, ভেহিকেল অ্যাসেম্বলীং ফ্যাক্টরী, কুটির শিল্প, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, ফুড প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ভোগ্যপণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে যেমন আমদানি নির্ভরতা কমবে, তেমনি রফতানি আয় বাড়বে ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। ইতোমধ্যেই বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রায় ৩০ একর জায়গায় গ্লাস ফ্যাক্টরীর কাজ চলমান রয়েছে। এই গ্লাস ফ্যাক্টরীতে প্রায় ৩ থেকে ৪ হাজার জনবলের কর্মসংস্থানের সুযোগ হবে।
টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ও পরিচালক লায়ন ইঞ্জি. মো. হাবিবুর রহমান ইনকিলাবকে জানান, বিসিএল শিল্প গ্রুপের উদ্যোগেই মূলত স্থানীয় ও জাতীয় শিল্প উদ্যোক্তাদের নিয়ে বেসরকারি পুন্ড্র ইকোনোমিক জোন গড়ে উঠবে। তিনি আরো জানান, উত্তর জনপদে একাধিক গ্লাস ফ্যাক্টরী থাকলেও বিসিএলের নির্মাণাধীন গ্লাস ফ্যাক্টরীটি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত হতে যাচ্ছে। ফলে এই প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পুরুত্বের গ্লাস সহজলভ্য, টেকসই এবং মূল্যের দিক থেকেও সাশ্রয়ী হবে। এতে করে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা সহজে পছন্দের গ্লাস সাইজ অনুসারে ক্রয় ও পরিবহন করতে পারবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি