সেই মুজিবুর এখন ভিন্ন পরিচয়ে
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চতুর্থ শ্রেণির কর্মচারী (চেইনম্যান)। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হন চাকরিচ্যুত। ঢাকায় ফিরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসের তদবির ও কাগজপত্র নকল করে শুরু করেন প্রতারণা। নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়, কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, আবার কখনো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেন। ফ্ল্যাট কিনেন রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে। ভুয়া পরিচয়ে নির্বাচিত হন ফ্ল্যাট মালিক কমিটির সেক্রেটারিও। ভয়ঙ্কর এ প্রতারকের নাম মুজিবুর রহমান। সাবেক সরকারের সময় তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মামলা হলেও কিছু পুলিশ কর্মকর্তার আশীর্বাদে পার পেয়ে গেছেন সবসময়।
ভুক্তভোগীদের দায়ের করা বিভিন্ন মামলায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে মুজিবুরের বিরুদ্ধে। অথচ তিনি পলাতক থেকেও বর্তমানে আইন উপদেষ্টার পিএসের আত্মীয় পরিচয়ে নতুন করে অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছেন। মামলা তুলে নিতে ইতোমধ্যে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী। সেখানে উল্লেখ রয়েছে, গত ১১ সেপ্টেম্বর বিকেলে ধানমন্ডি এলাকায় দুই ব্যক্তিসহ এসে মুজিবুর তাকে এক মাসের মধ্যে মামলা তুলে নিতে বলেন। অন্যথায় মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এতে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে ধানমন্ডি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, এর আগেও মুজিবুরের বিরুদ্ধে অনেক অপরাধমূলক অভিযোগ দেয়া হয়েছে। সে সবেরও তদন্ত চলছে।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ইনকিলাবকে বলেন, মুজিবুরের প্রতারণার অনেক বিষয়ে জানতে পেরেছি। কয়েক দিন আগে তার বিরুদ্ধে আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানার কপি থানা রিসিভ করেছে। আমরা গ্রেফতারি পরোয়ানা তামিল কিংবা আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।
খোঁজ নিয়ে জানা যায়, ধানমন্ডির ১১/এ নম্বর রোডে ৭৭ নম্বর বাড়িতে সপরিবারে থাকেন মুজিবুর। এর বাইরেও ওই বাড়ির তৃতীয় তলায় ২/এ ফ্ল্যাটের মালিক হিসেবে পরিচিত মুজিবুর। ফ্ল্যাটের মূল্য প্রায় চার কোটি টাকা। যাতায়াতের জন্য দুটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩৬-৩০৩৯ এবং ঢাকা মেট্রো-গ-২৬-৪৪০৬) ব্যবহার করেন। দুটি গাড়ির জন্য দুজন চালক রয়েছেন। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসাও রয়েছে। মোহাম্মদিয়া সুপার মার্কেটের ৭৯/৮০ নম্বর দোকানে খোলা হয়েছে কোম্পানির অফিস। হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড়ে রয়েছে একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট। নামে-বেনামে একাধিক প্লট রয়েছে। খুলনায় রয়েছে একাধিক জমি। প্রতারণার মাধ্যমেই এসব অবৈধ সম্পদের মালিক তিনি।
বিভিন্ন জনকে পূর্বাচলে প্লট কিনে দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েও জমি রেজিস্ট্রি করে দেননি। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জিডি ও মামলা করেন মুজিবুর। সম্প্রতি এক শিক্ষকের সঙ্গে প্রতারণা করেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক। কুমিল্লার এক ব্যবসায়ীকে প্লট দেয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। এমন আরো অন্তত ১১ জন ব্যবসায়ী, চাকরিজীবীসহ নানা পেশার লোকজনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় একাধিক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার সঙ্গে সখ্য গড়ে অনেক মানুষকে ধোঁকা দিয়ে টাকা বাগিয়েছেন মুজিবুর। ধানমন্ডি এলাকার এক সাবেক কাউন্সিলরকেও অর্থের বিনিময়ে সহযোগিতা করতেন তিনি। রয়েছে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী।
পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, মুজিবুর রহমান ১৯৯৮ সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেইনম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২০ সালে কর্মস্থলে অনুপস্থিত, অসদাচরণ ও অবহেলার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। তখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।
মুজিবুর প্রসঙ্গে ধানমন্ডির একই ভবনের বাসিন্দা বীর মুক্তযোদ্ধা বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (অব.) সেখ আব্দুস সালেক ইনকিলাবকে বলেন, মজিবুর শয়তানের চেয়েও অধম। প্রতারণাই তার পেশা। স্থানীয় প্রশাসনসহ স্থানীয় একটি দুষ্টুচক্র তাকে সহায়তা করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ কিশোরগঞ্জের দানবীর, শিক্ষানুরাগী ওয়ালী নেওয়াজ খান এর ৩৮তম মৃত্যুবার্ষিকী
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার