গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা বন্ধ করেছে কাতার
১১ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম
কাতার ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইসরাইলকে বলেছে যে, তারা গাজায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য তাদের প্রচেষ্টা থামিয়ে রাখবে যদি না তারা আলোচনা পুনরায় শুরু করার জন্য দইচ্ছা ও গুরুত্ব’ দেখায়। গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। গাজায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে নিষ্ফল আলোচনার বিষয়ে উপসাগরীয় দেশটি কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিসরের সাথে কাজ করছে এবং প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে আরো জটিল করতে পারে।
কাতারের মন্ত্রণালয় আরো বলেছে, দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের ভবিষ্যত সম্পর্কে প্রেস রিপোর্টগুলো ভুল ছিল, কীভাবে তা ব্যাখ্যা না করে। শুক্রবার রয়টার্স একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ওয়াশিংটন কাতারকে এ গোষ্ঠীটিকে বহিষ্কার করতে বলেছে এবং দোহা হামাসকে এ বার্তা পৌঁছে দিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবহিত একজন কর্মকর্তা শনিবারও বলেছেন, কাতার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, তার মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ হয়ে গেলে হামাসের রাজনৈতিক অফিস ‘আর তার উদ্দেশ্য পূরণ করছে না’। তবে হামাসের তিনজন কর্মকর্তা রেকর্ডের বাইরে কথা বলে বলেছেন, কাতার গোষ্ঠীটিকে জানায়নি যে, তাদের নেতাদের দেশে আর স্বাগত জানানো হচ্ছে না। কাতার যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির অধীনে ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক নেতাদের আতিথ্য দিয়েছে এবং সেখানে গ্রুপটির উপস্থিতি আলোচনার অগ্রগতিতে সহায়তা করেছে। যুদ্ধ শুরু হয় যখন হামাসের বন্দুকধারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি সম্প্রদায়ের ওপর হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২শ’ জন ইহুদীবাদী নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। ইসরাইলের সামরিক অভিযান গাজার বেশিরভাগ অংশকে সমতল ভূমিতে পরিণত করেছে এবং প্রায় ৪৩ হাজার ৫শ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কাতার একটি চুক্তিতে পৌঁছানোর চূড়ান্ত প্রচেষ্টার সময় ১০ দিন আগে দলগুলোকে জানিয়েছিল যে, যদি একটি চুক্তিতে পৌঁছানো না হয় তবে তারা হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ করবে’। ‘কাতার তার মিত্রদের সাথে সেই প্রচেষ্টাগুলি পুনরায় শুরু করবে যখন দলগুলি নৃশংস যুদ্ধের অবসান ঘটাতে তাদের ইচ্ছা ও গুরুত্ব দেখাবে’। হামাস বা ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামাস স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় অক্টোবরের মাঝামাঝি সময়ে সর্বশেষ দফা আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। ইসরাইল এর আগে দীর্ঘ যুদ্ধবিরতির কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গাজায় হামাস এবং ইসরাইলের উপস্থিতির দীর্ঘমেয়াদী ভবিষ্যত নিয়ে মতবিরোধ কেন্দ্রীভূত হয়েছে।
এদিকে ফিলিস্তিনের গাজার জাবালিয়া উদ্বাস্তুশিবিরে ইসরাইলের বিমান হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা-বাবা, সন্তান, নাতি-নাতনিসহ সব সদস্যও। গাজার স্থানীয় সময় রোববার সকাল ছ’টায় উদ্বাস্তুশিবিরটিতে ওই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা ওই শিবিরের বাসিন্দা। পূর্বসতর্কতামূলক কোনো বার্তা ছাড়াই ইসরাইল উদ্বাস্তুশিবিরের একটি ভবনে এ হামলা চালায়। ওই সময় লোকজন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। সূত্র : রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত আরও ১০৭৯
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এমরান চৌধুরী
এবার কৃষ্ণসার হত্যা নিয়ে কথা বললেন সালমান খান
শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে-- ডিআইজি ড. আশরাফুর রহমান
চকরিয়ায় বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার নিহত
প্রকাশনা জালিয়াতি করে পদোন্নতির অভিযোগ রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে
সখিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইবিতে র্যাগিংয়ের ঘটনা, প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
‘মানুষ একদিন বলবে আ.লীগ নামে কোন দল ছিল না সন্ত্রাসীরাই আ.লীগ’
হত্যা মামলায় গ্রেপ্তার, বরখাস্ত ডিসি মশিউর ও এডিসি জুয়েল
পান্তকে রেকর্ড দামে কিনে নিল লাক্ষ্ণৌ
তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন
বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক রহমান
রায়গঞ্জে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঈদগাঁওতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
টেকনাফে সাগরে ভেসে যায় তিন শিশু, মৃত্যু উদ্ধার-১, নিখোঁজ দুই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ
একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না: প্রধান নির্বাচন কমিশনার
যশোরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নয়াদিল্লি-লন্ডনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল ও আকবর