চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমেছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে নতুন আলু কেজিতে ১০ টাকা কমছে। তবে পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে চালের বাজার এখনো উর্ধ্বমুখী। আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। অন্যদিকে চলতি সপ্তাহে মুরগীর দামও গত সপ্তাহের চেেেয় ১০ থেকে বিশ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগী গত সপ্তাহে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল তা ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। পাকিস্তানি কক ও সোনালী মুরগীর দামও একই হারে বেড়েছে। গতকাল রাজধানীর মালিবাগ, শান্তিনগর, খিলগাঁওসহ কয়েটি বাজারে দেখা গেছে এমন চিত্র।
রাজধানীর এসব বাজার দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজি গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এসব বাজারে সিম ২০ থেকে ৪০ টাকা, বেগুন ২০টাকা কেজি, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধা কপি বড় সাইজের ২০ থেকে ৩০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো কেজিতে ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা কেজি ২০ টাকা, খিরাই ৪০ টাকা এবং শশা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি করলা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস, কেপসি ক্যাপ ২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি হয়। বাজারে নতুন আণুর সরবারাহ বেড়েছে। ফলে নতুন আলুর দামও কমেছে। গতকাল আলু বিক্রি হয়েছে ৩৫ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। পুরাতন আলু ৫০ টাকা, বগুড়ার লাল আলু ৬০ টাকা দরে বিক্রি হয়।
পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ কেজিতে ১০০ টাকা, মুড়ি কাটা পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, পাতা পেঁয়াজ ৪০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা দরে বিক্রি হয়।
আমনের ভরা মৌসুমেও চালের বাজার অস্থির। বাজার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানি করলেও এখনো তার কোন প্রভাব নেই। চালের দাম এখনো বাড়ছে। মিনি কেট চাল ৭৮ থেকে ৮৬ টাকা এবং নাজির শাইল ৭৮ থেকে ৮৪ টাকা দরে বিক্রি হয়েছে। সাধারণ স্বর্ণ ও লতা জাতের মোটা চালও ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া