মাঘে রোদের তেজ, তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি!
১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৫ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৫ এএম
মাঘের শীতে বাঘ তো কাঁপে না; বরং দিনের বেলায় কড়া সূর্যের তেজে কোথাও কোথাও গরমে ঘামানোর অবস্থাই তৈরি হয়! পঞ্জিকার পাতায় বর্তমানে ভরা ‘শীতকাল’। মৌসুমের এই সময়ের ‘স্বাভাবিক’ তাপমাত্রার তুলনায় গত কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বে অবস্থান করছে। তাছাড়া ঘন কুয়াশা এবং উত্তরের কনকনে হিমেল হাওয়া আপাতত বলতে গেলে নেই। মাঘ মাসের তৃতীয় দিনে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে (দিনের সর্বোচ্চ তাপমাত্রা) কক্সবাজার ও টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনি¤œ তাপমাত্রা (রাতের সর্বনিম্ন তাপমাত্রা) ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সে.। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ঢের বেশি! গতকাল দেশের কোথাও ছিল না শৈত্যপ্রবাহ।
রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮.১ এবং সর্বনিম্ন ১৬.৯ ডিগ্রি সে.। চট্টগ্রামের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০.৫ এবং সর্বনিম্ন ১৭.২ ডিগ্রি সে.। প্রায় সারা দেশে গতকাল দিনের তাপমাত্রার পারদ ছিল ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে! রাতের সর্বনিম্ন তাপমাত্রাও অধিকাংশ স্থানে ১৫ থেকে ১৬ ডিগ্রিতে! যা মৌসুমের এ সময়ের স্বাভাবিক তাপমাত্রা স্তরের চেয়ে বেশিই। এ অবস্থায় দেশের অনেক জায়গায় শীতের অনুভূতির পরিবর্তে ছিল ফাল্গুনের বসন্তকালীন আবহাওয়ার আমেজ। শ্রমজীবী, কর্মজীবী, হতদরিদ্র, নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য এই আবহাওয়া অপার স্বস্তিকর। তবে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামীকাল রোববার থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পেতে পারে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে